Posts

Showing posts from August, 2014

ফাঁসির আগে যা বলেছিলেন আবদুল কাদের মোল্লা

ফাঁসির আগে যা বলেছিলেন আবদুল কাদের মোল্লা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আগে বলেছিলেন, "আমার শাহাদাতের পর যেন ইসলামী আন্দোলনের কর্মীরা চরম ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে আমার রক্তকে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজে লাগায়। কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যেন জনশক্তি নিয়োজিত না হয়।" ফাঁসির আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখা করতে গেলে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময় কাদের মোল্লা ইসলামী আন্দোলনের কর্মী ও দেশবাসীর প্রতি সালাম জানান। তিনি বলেন, "যারা আমার জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে আমি তাদের শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আল্লাহ তাদের সর্বোত্তম পুরস্কার দান করুন। আমি আগেই বলেছি, সম্পূর্ণ অন্যায়ভাবে এ সরকার আমাকে হত্যা করতে চাইছে। আমি মজলুম, আমার অপরাধ আমি ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। শুধু এ কারণেই এ সরকার আমাকে হত্যা করছে। আমি আল্লাহ, রাসুল ও...

মুসলিম জাতির অবনতি ও অধপতনের কারন : মুহাদ্দিস রবিউল বাশার

মুসলিম জাতির অবনতি ও অধপতনের কারন : মুহাম্মাদ রবিউল বাশার (পূর্ব প্রকাশিত হওয়ার পর) (3) মুসলিম জাতির বর্তমান অবস্থা ও অধপতনের কারনসমূহ: মুসলমানরা আজ 57/58 টি মুসলিম রাষ্ট্রে বিভক্ত। একই রাষ্ট্রের অধীন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকা আবশ্যক ছিল। নিজেদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অঙ্গ। বিজাতীয় অনুকরণে তৃপ্তি। স্বাধীন ও সাবলম্বী হওয়ার চিন্তা মুক্ত। মুসলিম জাতি আজ পৃথিবীতে লান্চিত, অপমানিত, হেয় ও নিকৃষ্ট জীবনযাপন করছে। তাই কবি ইকবাল বলেন, ﻭﻩ ﺯﻣﺎﻧﻰ ﻣﻴﻦ ﻣﻌﺰﺯ ﺗﻬﻰ ﻣﺴﻠﻤﺎﻥ ﻫﻮ ﻛﺮ ﺍﻭﺭ ﺗﻢ ﺧﻮﺍﺭ ﻫﻮﻯ ﺗﺎﺭﻙ ﻗﺮﺍﻥ ﻫﻮ ﻛﺮ অর্থ তাঁরা মুসলমানী জীবন যাপন করে যুগের সম্মানিত ও শ্রেষ্ঠত্বের আসনে আসীন ছিলেন। আর তোমরা পবিত্র কুরআন ত্যাগ করে লান্চিত ও অপদস্ত হচ্ছো। আসলে মুসলিম জাতির অবনতি ও অধপতনের অন্যতম প্রধান কারন ইসলামী জীবন ত্যাগ করা ও পবিত্র কুরআন ত্যাগ করা ¡পবিত্র কুরআন ত্যাগ করা মানে তার শিক্ষা, প্রশিক্ষন, আস্থাবিশ্বাস, আমল, ঐক্য, দাওয়াত ও জিহাদ ইত্যাদি ত্যাগ করা। নিম্মে সংক্ষিপ্তভাবে মুসলিম জাতির অধপতনের প্রধান কারনসমুহ উল্লেখ করা হলো। **(1) জিহালাত ও অঙ্গতা: ঞ্জানীরাই জাতির নেতৃত্ব দেয় ও পরিচালক হয়। দেশকে, জাতিকে ও ব...

বিসমিল্লাহির রহমানির রহীম

আলহামদুলিল্লাহ, আজ থেকে শিবির বিডি ব্লগের আনুষ্ঠানিক শুরু হলো সকলকে পাশে থাকার অনুরোধ রইলো