ফাঁসির আগে যা বলেছিলেন আবদুল কাদের মোল্লা
ফাঁসির আগে যা বলেছিলেন আবদুল কাদের মোল্লা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আগে বলেছিলেন, "আমার শাহাদাতের পর যেন ইসলামী আন্দোলনের কর্মীরা চরম ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে আমার রক্তকে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজে লাগায়। কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যেন জনশক্তি নিয়োজিত না হয়।" ফাঁসির আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখা করতে গেলে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময় কাদের মোল্লা ইসলামী আন্দোলনের কর্মী ও দেশবাসীর প্রতি সালাম জানান। তিনি বলেন, "যারা আমার জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে আমি তাদের শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আল্লাহ তাদের সর্বোত্তম পুরস্কার দান করুন। আমি আগেই বলেছি, সম্পূর্ণ অন্যায়ভাবে এ সরকার আমাকে হত্যা করতে চাইছে। আমি মজলুম, আমার অপরাধ আমি ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। শুধু এ কারণেই এ সরকার আমাকে হত্যা করছে। আমি আল্লাহ, রাসুল ও...