মুসলিম জাতির অবনতি ও অধপতনের কারন : মুহাদ্দিস রবিউল বাশার

মুসলিম জাতির অবনতি ও অধপতনের কারন :
মুহাম্মাদ রবিউল বাশার
(পূর্ব প্রকাশিত হওয়ার পর) (3)
মুসলিম জাতির বর্তমান অবস্থা ও অধপতনের
কারনসমূহ:
মুসলমানরা আজ 57/58 টি মুসলিম রাষ্ট্রে বিভক্ত।
একই রাষ্ট্রের অধীন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকা আবশ্যক
ছিল। নিজেদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অঙ্গ।
বিজাতীয় অনুকরণে তৃপ্তি। স্বাধীন ও সাবলম্বী হওয়ার
চিন্তা মুক্ত। মুসলিম জাতি আজ পৃথিবীতে লান্চিত,
অপমানিত, হেয় ও নিকৃষ্ট জীবনযাপন করছে।
তাই কবি ইকবাল বলেন, ﻭﻩ ﺯﻣﺎﻧﻰ ﻣﻴﻦ ﻣﻌﺰﺯ ﺗﻬﻰ
ﻣﺴﻠﻤﺎﻥ ﻫﻮ ﻛﺮ
ﺍﻭﺭ ﺗﻢ ﺧﻮﺍﺭ ﻫﻮﻯ ﺗﺎﺭﻙ ﻗﺮﺍﻥ ﻫﻮ ﻛﺮ
অর্থ তাঁরা মুসলমানী জীবন যাপন করে যুগের সম্মানিত ও
শ্রেষ্ঠত্বের আসনে আসীন ছিলেন।
আর তোমরা পবিত্র কুরআন ত্যাগ করে লান্চিত ও
অপদস্ত হচ্ছো।
আসলে মুসলিম জাতির অবনতি ও অধপতনের অন্যতম
প্রধান কারন ইসলামী জীবন ত্যাগ করা ও পবিত্র কুরআন
ত্যাগ করা ¡পবিত্র কুরআন ত্যাগ করা মানে তার শিক্ষা,
প্রশিক্ষন, আস্থাবিশ্বাস, আমল, ঐক্য, দাওয়াত ও
জিহাদ ইত্যাদি ত্যাগ করা।
নিম্মে সংক্ষিপ্তভাবে মুসলিম জাতির অধপতনের প্রধান
কারনসমুহ উল্লেখ করা হলো।
**(1) জিহালাত ও অঙ্গতা:
ঞ্জানীরাই জাতির নেতৃত্ব দেয় ও পরিচালক হয়। দেশকে,
জাতিকে ও বিশ্বকে ঞ্জানীরাই শাসন করে । মহান
আল্লাহ ঞ্জানের দ্বারা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান
করেছেন। আমরা বলে থাকি, শিক্ষাই জাতির মেরুদন্ড।
মেরুদন্ডহীন কোন মানুষ সোজা হয়ে দাড়াতে পারে না।
কোন কাজ করতে পারে না। অকেজ বলে গন্য।
শিক্ষা বর্জিত জাতি উন্নতি লাভ দুরের কথা,
পৃথিবীতে টিকে থাকতে পারে না।
যে ইসলামী আদর্শের কারনে মুসলিম জাতি, সেই
ইসলামী আদর্শের ঞ্জান ছাড়া মেরুদন্ডহীন মুসলিম
জাতি। ইসলামী ঞ্জান বর্জিত মুসলিমরা মুসলিম
জাতি হিসাবে টিকে থাকতে পারবে না। উন্নতি লাভ
করা তো সুদুর পরাহত। শুধু ইসলামী ঞ্জানই নয়।
বরং বৈষয়িক ঞ্জান থেকেও মুসলমানরা বন্চিত। অথচ
রাসুলুল্লাহ (সাঃ)ঞ্জান অর্জন করার ব্যাপক তাকিদ
দিয়েছেন। আল্লাহর রাসুল (সাঃ) বলেন, ﻃﻠﺐ ﺍﻟﻌﻠﻢ
ﻓﺮﻳﻀﺔ ﻋﻠﻲ ﻛﻞ ﻣﺴﻠﻢ অর্থ ঞ্জান অন্বষন
করা প্রত্যেক মুসলিমের উপর ফারজ। (মিশকাত)
ইসলাম পরিপূর্ন জীবন বিধান। পরিপুর্ণ ইসলাম
জানা ফারজে কিফায়াহ। এমন সংখ্যক ব্যক্তি পুর্নাঙ্গ
দ্বীন জানা জরুরী, যাদের মাধ্যমে সাধারন জনগন যখনই
প্রয়োজন, তখনই জেনে নিতে পারবে।
কালিমা, স্বালাত ও সিয়াম প্রত্যেক আকিল বালিগের
জন্য জানা ফারজে আইন।
আমাদের ঞ্জানের দশা এমন যে, কালিমার অর্থ আমাদের
অধিকাংশ মুসলিম অঙ্গাত। যা না জানলে, সে মোতাবেক
বিশ্বাস না হলে, মুমিন ই হবেনা।
স্বচ্ছল মুসলিমের জন্য যাকাত ও হাজ্জের
মাসয়ালা জানা জরুরী।
+বৈবাহিক জীবন যাপনকারীর জন্য স্বামী স্ত্রীর দায়িত্ব
জানা আবশ্যক। আকিল বালিগ সন্তানের জন্য
পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য জানা জরুরী।
পিতামাতার জন্য সন্তানের অধিকার জানা ফারজ।
উপার্জনের জন্য হারাম হালাল পদ্ধতি জানা উচিৎ।
সামাজিক ইসলামী নিয়মনীতি জানা জরুরী।
ইসলামী সাংস্কৃতি, ইসলামী রাজনৈতিক ঞ্জান ও দলীয়
নিয়ম কানুন জানা ও উচিৎ।
ইসলাম ও জাহিলিয়াতের মধ্যে পার্থক্যের ঞ্জান।
ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্যদের সৃষ্টি করা প্রশ্নের জবাব
দেয়াল মত ঞ্জান অর্জন করা জরুরী।
সারা পৃথিবীতে সর্বাঙ্গনে কুফর, শিরক, জাহিলিয়াত
প্রভাব বিস্তার করেছে। সকল মতবাদের উপর
ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার ঞ্জান।
ইসলাম ও জাহিলিয়াতের মধ্যে সকল ক্ষেত্রে পার্থক্য
না করার ক্ষমতা না থাকায় জাহিলী নীতির অনুসারী হয়েও
মনে করা হবে আমি মুমিন এবং ইসলামী নীতিমালার
উপরেই আছি। আল্লাহ্ বলেন, ﻫﻞ ﻳﺴﺘﻮﻱ ﺍﻟﺬﻳﻦ
ﻳﻌﻠﻤﻮﻥ ﻭﺍﻟﺬﻳﻦ ﻻ ﻳﻌﻠﻤﻮﻥ ﺳﻮﺭﺓ ﺍﻟﺰﻣﺮ অর্থ
যারা জানে এবং যারা জানেনা, তারা কি সমান হতে পারে?
(সুরা ঝুমার)
মহান আল্লাহ বলেন, ﻗﻞ ﻫﻞ ﺍﻧﺒﺌﻜﻢ ﺑﺎﻻﺧﺴﺮﻳﻦ ﺍﻋﻤﺎﻻ
ﺍﻟﺬﻳﻦ ﺿﻞ ﺳﻌﻴﻬﻢ ﻓﻲ ﺍﻟﺤﻴﺎﺓ ﺍﻟﺪﻧﻴﺎ ﻭﻫﻢ ﻳﺤﺴﺒﻮﻥ
ﺍﻧﻬﻢ ﻳﺤﺴﻨﻮﻥ ﺻﻨﻌﺎ ﺳﻮﺭﺓ ﺍﻟﻜﻬﻒ
অর্থ (হে রাসুল সাঃ) তুমি বলে দাও,
আমি তোমাদেরকে ক্ষতিগ্রস্থ
আমলকারী কারা বলে দেব? যাদের চেষ্টা ও তাদবীর
দুনিয়ার জীবনে ডুবে আছে। আর তারা ধারনা করছে যে,
তারা ভালো কাজ করছে। (সুরা কাহা্ফ, শেষ রুকু)
অন্যায়কে অন্যায় মনে করে করলে তার অন্যায় ত্যাগ
করা সম্ভব। কিন্তু যারা অন্যায়কে ন্যায় মনে করে করে,
তাদের পরিবর্তন সম্ভব নয়। তারা অন্যায়
করে ভালো করেছে মনে করে, অতএব তারা অন্যায় ত্যাগ
করবে কেন?
যে জাতি জাতীয় ঐতিহ্যের ঞ্জান থেকে বন্চিত,
সে জাতি টিকতে পারেনা। অন্য জাতির মধ্যে বিলিন
হয়ে যায়।
আজকের মুসলিম জাতির অবস্থা অনুরুপ। অঙ্গতার
কারনে ইসলাম বিরোধী মতবাদ গুলো ইসলাম
বিরোধী মনে করে না। তাই সমাজতন্ত্র, পাশ্চাত্য
গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ও (দেশ ভিত্তিক /
ভাষা ভিত্তিক) জাতীয়তাবাদের মত ইসলাম
বিরুধী মতবাদের ভিত্তিতে দল ও রাজনীতি করা সত্বেও
অইসলামী ও জাহিলী কাজ হচ্ছে বলে মনে করেনা।
বর্তমান মুসলমানদের অবনতি ও অধপতনের কারন সমুহের
মধ্যে এটি অন্যতম। (চলবে)

Comments

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়