আল কোরআনে বর্নিত মুমিনদের আদেশ নিষেধ ২১

আল কুরআনে মুমিনদের আদেশ -নিষেধ২১

মুহাদ্দিস রবিউল বাশার♣আল কোরআন

১)ইসলাম কায়েম করতে সর্বাত্মক সংগ্রাম করা

মুমিনদের দায়িত্ব, আল্লাহ বলেন, ﻭﺟﺎﻫﺪﻭﺍ ﻓﻲ ﺍﻟﻠﻪ

ﺣﻖ ﺟﻬﺎﺩﻩ ﻫﻮ ﺍﺟﺘﺒﺎﻛﻢ অনুবাদ :আর তোমরা

আল্লাহর ব্যাপারে জিহাদ কর যেমন জিহাদ করার হক

আছে। তিনি তোমাদেরকে(জিহাদের জন্য)

মনোনীত করেছেন।

(সুরা আল -হাজ্জ, শেষ আয়াত)

(২)বিশ্ব মানবতাকে সৎকাজের আদেশ করা এবং অন্যায় কাজের নিষেধ করার দায়িত্ব মুসলিম জাতির।

আল্লাহ তায়ালা বলেন,

ﻛﻨﺘﻢ ﺧﻴﺮ ﺍﻣﺔ ﺍﺧﺮﺟﺖ ﻟﻠﻨﺎﺱ ﺗﺎﻣﺮﻭﻥ ﺑﺎﻟﻤﻌﺮﻭﻑ ﻭﺗﻨﻬﻮﻥ

ﻋﻦ ﺍﻟﻤﻨﻜﺮ ﻭﺗﻮﻣﻨﻮﻥ ﺑﺎﻟﻠﻪ

অনুবাদ : তোমরা শ্রেষ্ঠ জাতি, বিশ্বমানবতার

কল্যানের জন্য আবির্ভাব ঘটানো হয়েছে,

তোমরা ন্যায় কাজের আদেশ করবে এবং অন্যায়

কাজে নিষেধ করবে, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখ।

(সুরা আলে ইমরান, আয়াত, নং১১০)

(৩)বিশ্বমানবতার কাছে সত্যের সাক্ষ্য দেয়ার দায়িত্ব

মুমিনদের। আল্লাহ তায়ালা বলেন,

ﻭﻛﺬﺍﻟﻚ ﺟﻌﻠﻨﺎﻛﻢ ﺍﻣﺔ ﻭﺳﻄﺎ ﻟﺘﻜﻮﻧﻮﺍ ﺷﻬﺪﺍﺀ ﻋﻠﻲ ﺍﻟﻨﺎﺱ

ﻭﻳﻜﻮﻥ ﺍﻟﺮﺳﻮﻝ ﻋﻠﻴﻜﻢ ﺷﻬﻴﺪﺍ،ﺳﻮﺭﺓﺍﻟﺒﻘﺮﺓ

অনুবাদ :আদ অনুরুপভাবে আমি তোমাদেরকে

মধ্যমপন্থী বা উত্তম ন্যায়বিচারক জাতি বানিয়েছি,

যাতে তোমরা মানবজাতির কাছে সাক্ষ্যদাতা হতে পার

আর রাসুলও তোমাদের কাছে সাক্ষ্যদাতা হতে পারে।

(সুরা আল -বাকারাহ, আয়াত নং ).

 

এ সকল দায়িত্ব পালন করতে জান প্রান, শাহাদাত, ভয় -

ভীতি, দুর্ভিক্ষ,সম্পদ, হত্যা, ফল -ফসল ইত্যাদির

ক্ষতির আশংকা উপেক্ষা করা হয়েছে! দ্বীনের

ব্যাপারে বিশ্বাস, কাজ -কর্ম, চেষ্টা -তাদবীর ও

সংগ্রামে ত্রুটি করা হয়নি। দ্বীনের প্রতি অবিচল ও

অনড় থেকে দায়িত্ব পালন করা হয়েছে। এজন্য

সবর ও ধৈয্যের গুন অপরিহার্য। পবিত্র কুরআনে

৭০স্থানেরও বেশী স্থানে সবর সম্পর্কে

উল্লেখ করা হয়েছে। সবরের আটটি মর্যাদার

বর্ননা দেয়া হয়েছে।যথা

(১)সবরে আল্লাহর ভালবাসা পাওয়া যায়! মহান আল্লাহ বলেন,

ﺍﻥ ﺍﻟﻠﻪ ﺑﺤﺐ ﺍﻟﺼﺎﺑﺮﻳﻦ

অনুবাদ : নিশ্চয় আল্লাহ ধৈয্যশীলদের ভালবাসেন।

(সুরা আলে ইমরান, আয়াত নং )

(২)সবরের আল্লাহর সাহয্যে পাওয়া যায়।আল্লাহ তায়ালা বলেন,

ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻣﻊ ﺍﻟﺼﺎﺑﺮﻳﻦ

অনুবাদ : নিশ্চয় আল্লাহ ধৈয্যশীলদের সাথে

আছেন। (সুরা আল বাকারাহ, আয়াত নং ১৫৩)

(৩)সবরের কারনে অফুরন্ত প্রতিদান পাওয়া যায়।

আল্লাহ বলেন, ﺍﻧﻤﺎ ﻳﻮﻓﻲ ﺍﻟﺼﺎﺑﺮﻳﻦ ﺍﺟﺮﻫﻢ ﺑﻐﻴﺮ

ﺣﺴﺎﺏ

অনুবাদ : নিশ্চয় সবরকারীদের বেহিসাব পারিশ্রমিক

পু্র্নভাবে দেয়া হবে।

(৪) সবরের বিনিময়ে জান্নাতের কক্ষ পাওয়া যাবে!

আল্লাহ তায়ালা বলেন,

ﺍﻭﻟﺌﻚ ﻳﺠﺰﻭﻥ ﺍﻟﻐﺮﻓﺔ ﺑﻤﺎ ﺻﺒﺮﻭﺍ

অনুবাদ : উহারা সবর করার কারনে জান্নাতের কক্ষ

প্রতিদান দেয়া হবে। (সুরা আল -ফুরকান, আয়াত নং)

(৫)সবরকারীদের সুসংবাদ দেয়া হয়েছে। আল্লাহ

তায়ালা বলেন, ﻭﺑﺸﺮ ﺍﻟﺼﺎﺑﺮﻳﻦ

অনুবাদ : তুমি সবরকারীদের সুসংবাদ দাও।

(সুরা আল বাকারাহ "আয়াত নং১৫৫)

(৬)রবের পক্ষ থেকে সালাত। (৭)রবের পক্ষ

থেকে রহমাহ। (৮)হিদায়াত। আল্লাহ বলেন,

ﺍﻭﻟﺌﻚ ﻋﻠﻴﻬﻢ ﺻﻠﻮﺍﺕ ﻣﻦ ﺭﺑﻬﻢ ﻭﺭﺣﻤﺔ ﻭﺍﻭﻟﺌﻚ ﻫﻢ

ﺍﻟﻤﻬﺘﺪﻭﻥ

অনুবাদ :উহাদের উপর তাদের নিকট থেকে সালাত

সমুহ এবং রহমাহ অবতীর্ন হয়। এবং উহারাই

হিদায়াতপ্রাপ্ত।

(সুরা আল -বাকারাহ, আয়াত নং ১৫৭)

Comments

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়