Posts

Showing posts from October, 2015

লেখা-পড়া শেষ করে বিয়ে করার বিষয়ে ড. বেলাল ফিলিফস্ যা বললেন।

Image
পড়াশোনা শেষ করে তবেই বিয়ে করার সংস্কৃতি। বিলাল ফিলিপস যা বলেছেন এক. "বয়সে যারা নবীন তাদেরকে তাদেরই মতন নবীনদের বিয়ে করতে উৎসাহিত করা হয়েছে।  দুর্ভাগ্যজনকভাবে, বর্তমান মুসলিম বিশ্বে  সন্তানদেরকে বলা হয় তাদের পড়াশোনা আগে  শেষ করতে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, অন্যান্য ডিগ্রি  ইত্যাদি শেষ করে তারপর বিয়ে করতে। এই  কারণে অনেক সন্তানকে তাদের জীবনের  সবচাইতে কঠিন সময়টা অবিবাহিত অবস্থায় পার করতে  হয়। যখন তারা ত্রিশের কাছাকাছি পৌঁছে, তখন তারা বিয়ে  করে। তাহলে ১৩ থেকে ৩০ বছরের এই প্রায় বিশটি বছর কী ঘটে? কী হয় তাদের জীবনে?  আর এই ভুলের জন্য দায়ী কে? প্রাথমিকভাবে,  এটা বাবা-মায়ের দোষ। যখন সন্তানরা বয়ঃসন্ধিতে  পৌঁছে যায় এবং শারীরিকভাবে সাবালক হয় তখন  তাদের সকল কাজের দায়ভার অবশ্যই তারাই বহন  করে, কিন্তু বাবা-মায়েরাও তাদের এই বিশাল পাপের  ভাগীদার হয় তাদেরকে এই অবস্থাটি থেকে মুক্তি  পেতে সাহায্য না করার জন্য।" --- ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস♠ দুই. "বর্তমান সময়ে ২০-২২ বছরের কোন যুবক যদি  বিবাহ করতে চাই তাহলে সমাজ বলবে ছেলেটার  লাজ-লজ্জা সব গেল । কিন্তু ২০-২২ বছরের কোন যুবক কে পার্কে/রিক্সায় ক...

বিয়ের আগে প্রেম করা আর বিয়ের পরে সংসার করা দুটো আলাদা জিনিস।

Image
বিয়ের আগে প্রেম করা আর বিয়ের পরে সংসার করা-দুটো ভিন্ন জিনিস।