Posts

Showing posts from February, 2016

এক গুচ্ছ গোলাপ রেহনুমা বিনত আনিস ।

Image
এক গুচ্ছ গোলাপ লিখেছেন রেহনুমা বিনত আনিস জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে নীনা, কিসের দিকে বা কতক্ষণ তা সে নিজেও জানেনা। গত একটা বছর ওর জীবনের অধিকাংশ সময় কেটেছে এই জানালাটার পাশে। দিনরাত সে কি ভাবে সে নিজেই জানেনা। বেশিরভাগ সময় সে মনে করার চেষ্টা করে ঠিক কি ঘটেছিল সেদিন, কিন্তু স্পষ্ট করে কিছুই মনে করতে পারেনা। যতটুকু মনে পড়ে খুব নগন্য কিছু একটা বিষয় নিয়ে তুমুল তর্ক বেঁধে যায় রাশেদের সাথে। কথাকাটাকাটির এক পর্যায়ে আচমকা ঐ তিনটি নিষিদ্ধ শব্দ উচ্চারণ করে বসে রাশেদ, বাকহারা হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে নীনা, হঠাৎ ওর খেয়াল হয় রাশেদের দিকে তাকাবার অধিকার হারিয়ে ফেলেছে সে, দ্রুত মাথায় কাপড় দিয়ে সরে পড়ে অন্যঘরে। সেদিনই মা বাবা গিয়ে ওকে এই বাসায় নিয়ে আসে, আর সেদিন থেকেই এই জানালাটা হয়ে যায় ওর দিনরাতের সঙ্গী। ও জানে ওকে নিয়ে বাবামার চিন্তার অন্ত নেই, কিন্তু কেন যেন নিজেকে দিন দিন হারিয়ে ফেলছে নীনা, এখন আর স্বাভাবিক হবার চেষ্টাও করতে ইচ্ছে করেনা। কানে এসেছে রাশেদ আবার বিয়ে করেছে, মাস তিনেক হবে। এবার তো সে ওকে ভুলে যেতে পারে, জীবনের পাতা উল্টে নতুন ছবি আঁকা শুরু করতে পারে, কিন্তু কেন যেন কিছুই করা...

জাররা জাররা - রেহনুমা বিনত আনিস ।

Image
জাররা জাররা লিখেছেনঃ রেহনুমা বিনত আনিস আমার পাগলপ্রায় অবস্থা! জীবনমরণ সমস্যা! বিশ হাজার টাকার জরুরি প্রয়োজন! ব্যাঙ্কে একটা ফিক্সড ডিপোজিট ছিল। চাকরীর শুরুতে ঠিক করেছিলাম যত কষ্টই হোক এটা চালু রাখব। অন্তত মাসে মাসে পাঁচশ টাকা তো জমবে! নইলে এদিক সেদিক করে বাজে কাজেই খরচ হয়ে যাবে টাকাটা। আজ ঐ ফিক্সড ডিপোজিট ভাঙ্গিয়ে দশ হাজার টাকা পেলাম। কিন্তু এতে তো মাত্র অর্ধেক হোল, বাকি অর্ধেক আমি কোথায় পাই? বাসায় এসে আলমারী খুলে মাসখরচের টাকার বান্ডিলটা বের করলাম। দৈনন্দিন খরচের জন্য রাখা টাকার মধ্যে পাঁচহাজার টাকা পেলাম, মনটা খুশিতে ভরে গেল! আমি কি কখনো ভেবেছিলাম এই টাকাও এই দুঃসময়ে কাজে লাগবে?! কিন্তু আমার এখনো পাঁচ হাজার টাকার ঘাটতি। কি করি, কি করি? পুরা ঘর তছনছ করে ফেললাম। পড়ার টেবিলের ড্রয়ারে খুচরা টাকাগুলো থাকে, ওখানে একটাকা দু’টাকা খুচরা পয়সা সব মিলিয়ে পেলাম একশ আশি টাকা। ডাইনিং রুমের শেলফে একটা বিশ টাকার নোট খুঁজে পেলাম, কবে রেখেছি মনে নেই, কিন্তু ভুলে গিয়ে ভালই হয়েছে, এখন কাজে লাগছে। কে যেন দরজায় বেল দিল। উফ! এখন কি সময় আছে? পাশের বাসার আপা। আমাকে দেখে একগাল হেসে একটা পাঁচশ টাকার নোট ধরিয়ে দি...

জীবনের উদ্দেশ্য - রেহনুমা বিনত আনিস।

Image
জীবনের উদ্দেশ্য লিখেছেনঃ রেহনুমা বিনত আনিস আইসল্যান্ডের এক যুবক, বয়স ২৭, পেশায় জেলে। নিজের নৌকা নেই তাই অন্যদের নৌকায় ভাড়া খাটে। সেদিন প্রচন্ড ঠান্ডা হলেও আবহাওয়া শান্তই ছিল। ওরা চারজন যখন নৌকা নিয়ে রওয়ানা দিল তখন সমুদ্রের পানি হ্রদের মত শান্ত। আধঘন্টা পর ফিয়র্ডের খাঁজে মাছ শিকার করছিল ওরা, মাছ পাওয়া যাচ্ছিল ভালই। হঠাৎ ফিয়র্ডের পানি অশান্ত হয়ে উঠতে লাগল, কিছু বুঝে ওঠার আগেই ওরা দেখতে পেল সাগরের শান্ত পানিগুলো নৌকার খুব কাছেই চক্রাকারে ঘুরপাক খেতে শুরু করেছে। ইঞ্জিনে জোর টান দিয়ে ঘুর্ণিপাকের কাছ থেকে নৌকা সরিয়ে নেয়ার চেষ্টা করল ক্যাপ্টেন। প্রাণপনে চেষ্টা করেও যখন সে বুঝতে পারল নৌকা ঘুর্ণিপাকে প্রবেশ করছে তখন নিরুপায় হয়ে সে সবাইকে পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করার চেষ্টা করতে নির্দেশ দিল। পানি ছিল প্রচন্ড ঠান্ডা, দ্রুত পানি থেকে শুকনো জায়গায় উঠতে না পারলে হাইপোথার্মিয়ায় মৃত্যু নিশ্চিত। কিন্তু সলিল সমাধি থেকে প্রাণরক্ষা করতে চাইলে এর কোন বিকল্প ছিলোনা। আশেপাশে কোন নৌকার চিহ্ন পর্যন্ত নেই, মাটি অনেক দূরে, সাঁতার দিতে গেলে দেহ তাপশূণ্য হয়ে নিশ্চিত মৃত্যু। তবু যদি ভাগ্যক্রমে কোন নৌকা চলে আ...

যৌবনকালের এই আগুন যেভাবে লাগে।

Image
কম্পিউটার সামগ্রীর মূল্য এবং ইন্টারনেট সংযোগ সস্তা হওয়ার ফলে অধিক সংখ্যক যুবক ইন্টারনেট জগতের দিকে ঝুঁকে পড়ার সুযোগ পায়। ইন্টারনেট সংযোগের মাধ্যমে প্রায় ৪ লক্ষ ওয়েবসাইটের সাথে তার যোগাযোগ স্থাপিত হয়। অনেক রক্ষণশীল পরিবারের সন্তানদের শুধু ইন্টারনেট ব্যবহারের ফলে নৈতিকতা দূর্বল হয়ে পড়ে।(ড. মোহাম্মদ মানজুরে ইলাহী) ফেইসবুকে যে ভাবে এই আগুন লাগতে পারেঃ- কিছুদিন আগে এক বোন আমাকে বলেছিল - ' দাওয়াত ও তাবলীগ ' জামায়াতের সবাই কেন ফেইসবুকে এসে দাওয়াতের কাজ করেনা? তাকে আমি বলেছিলাম - আপু , ফেইসবুক হচ্ছে একটা 'ফেতনা , ফেতনা , ফেতনা ''! নারী , গান , উলঙ্গতা, মিথ্যা , নানান মানুষের নানা অশ্লিল মত এবং প্রেম - ভালবাসার আবেগময়ই পোস্ট গুলো দেখে ' দাওয়াত ' যারা দিবে তাদের নিজের আমল আর বেশী খারাপ হয়ে যায় ।জীবনে কোন মেয়ের উলঙ্গ শরীর দেখি নি । আল্লাহ্‌ মাফ করে' ফেসিবুকে খুব সহজে এ গুলো আমার সামনে এসে যাচ্ছে । গান , মুভি শুনি না টাও সামনে আসতেছে ।প্রেম আবি জাবি নিয়ে মাথা ঘামাইনা কিন্তু সামনে এসে যাচ্ছে ! ফেইসবুকে কত রকম সম্পর্ক গড়ে উঠে তা আপনারা ভাল করেই জানেন। ইউরোপ অথবা বিদেশ...

অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে তরুণ যেসব ক্ষতির সম্মুখীন হচ্ছে।

Image
১. ইন্টারনেটের আড্ডায় নিমজ্জিত ৮০% যুবক পরবর্তীতে বিয়ে করে না। ২. এদের ৭০% নিষিদ্ধ পল্লীতে যাতায়াত করে এবং উচ্ছৃঙ্খল জীবন যাপনে অভ্যস্থ হয়ে পড়ে। ৩. এদের ৫৫% তাদের পরিবারের কোন খোঁজখবর নেয়না। ৪. এদের অধিকাংশই খারাপ ওয়েবসাইট সমূহের ঠিকানা বিনিময় করে, এমনকি তাদের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহেও। ফলে এটি শিক্ষা কার্যক্রকে বড়ই বাধাগ্রস্ত করে। ৫. ইন্টারনেটে আসক্ত অধিকাংশ যুবকের শিক্ষা জীবনের উপর এর কুপ্রভাব পড়ে। তাদের কেউ কেউ লেখাপড়ায় অগ্রগামী থেকেও পরে পর্যায়ক্রমে পশ্চাদগামী হয়ে পড়ে। ৬. ইন্টারনেটে আসক্ততা নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠার পরিবর্তে অভ্যন্তরীন দ্বন্ধ-সংঘাতের ঘটনা ঘটায়। ফলে ইন্টারনেটের মাধ্যমে এক নতুন মুল্যবোধ গড়ে উঠে। ৭. যেমনি ভাবে ইন্টারনেট পারিবারিক বন্ধনকে শিথিল করে দেয়, তেমনি এর মাধ্যমে স্বাভাবিক বিবাহের মাধ্যমে গঠিত পরিবারতন্ত্র ধ্বংস প্রাপ্ত হয়। ফলে পরিবারের পরিবর্তে অবৈধ পন্থার অবাধ জীবন যাপনে এরা অভ্যস্ত হয়ে উঠে। এরা মনে করে যৌনতাই বিবাহের মূল উদ্দেশ্য, আর সে উদ্দেশ্য যদি বিবাহ ছাড়াই পূরণ করা সম্ভব হয়, তাহলে বিাবহের আর প্রয়োজন কি? অথচ ইসলামের দৃষ্টিতে বিবাহ বন্ধনে আরো অনেক গ...

অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে তরুণ যেসব ক্ষতির সম্মুখীন হচ্ছে।

১. ইন্টারনেটের আড্ডায় নিমজ্জিত ৮০% যুবক পরবর্তীতে বিয়ে করে না। ২. এদের ৭০% নিষিদ্ধ পল্লীতে যাতায়াত করে এবং উচ্ছৃঙ্খল জীবন যাপনে অভ্যস্থ হয়ে পড়ে। ৩. এদের ৫৫% তাদের পরিবারের কোন খোঁজখবর নেয়না। ৪. এদের অধিকাংশই খারাপ ওয়েবসাইট সমূহের ঠিকানা বিনিময় করে, এমনকি তাদের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহেও। ফলে এটি শিক্ষা কার্যক্রকে বড়ই বাধাগ্রস্ত করে। ৫. ইন্টারনেটে আসক্ত অধিকাংশ যুবকের শিক্ষা জীবনের উপর এর কুপ্রভাব পড়ে। তাদের কেউ কেউ লেখাপড়ায় অগ্রগামী থেকেও পরে পর্যায়ক্রমে পশ্চাদগামী হয়ে পড়ে। ৬. ইন্টারনেটে আসক্ততা নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠার পরিবর্তে অভ্যন্তরীন দ্বন্ধ-সংঘাতের ঘটনা ঘটায়। ফলে ইন্টারনেটের মাধ্যমে এক নতুন মুল্যবোধ গড়ে উঠে। ৭. যেমনি ভাবে ইন্টারনেট পারিবারিক বন্ধনকে শিথিল করে দেয়, তেমনি এর মাধ্যমে স্বাভাবিক বিবাহের মাধ্যমে গঠিত পরিবারতন্ত্র ধ্বংস প্রাপ্ত হয়। ফলে পরিবারের পরিবর্তে অবৈধ পন্থার অবাধ জীবন যাপনে এরা অভ্যস্ত হয়ে উঠে। এরা মনে করে যৌনতাই বিবাহের মূল উদ্দেশ্য, আর সে উদ্দেশ্য যদি বিবাহ ছাড়াই পূরণ করা সম্ভব হয়, তাহলে বিাবহের আর প্রয়োজন কি? অথচ ইসলামের দৃষ্টিতে বিবাহ বন্ধনে আরো অনেক গ...

নিজ অধিকার নিয়ে উদ্বিগ্ন না হয়ে স্ত্রীর অধিকারের প্রতি যত্নশীল হউনঃ সুখী দাম্পত্য জীবন কাটান।

Image
নিজ অধিকার নিয়ে উদ্বিগ্ন না হয়ে স্ত্রীর অধিকারের প্রতি যত্নশীল হউনঃ সুখী দাম্পত্য জীবন কাটান। আল্লাহ্‌ আজওয়াজাল আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম-কে সত্তুর বছর বয়সে গুরুতর অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার অংশ হিসাবে তিনি অর্থ-সম্পদ-প্রতিপত্তি-সন্তান সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যান। সময়ের পরিক্রমায় তাঁর (আঃ) আত্মীয় স্বজন ও প্রতিবেশিরাও তাঁকে ত্যাগ করে এবং এক পর্যায়ে শহরের বাইরে একটি আস্তাকুড়ের পাশে তাঁর (আঃ) জায়গা হয়। শুধু একজন তাঁকে ত্যাগ করেন নি, তিনি হচ্ছেন আইয়ুব (আঃ) এর স্ত্রী। তিনি যে শুধু তাঁর (আঃ) পাশেই থেকেছেন তা নয়, বরং ছোট-বড় ব্যক্তিগত প্রতিটি কাজ সম্পন্ন করতে সাহায্য করেছেন, সেবা-পরিচর্চা করেছেন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা থেকে শুরু করে তাঁর (আঃ) পুতিগন্ধময় ঘা, মল-মুত্র পর্যন্ত তিনি গভীর মমতায় নিজ হাতে পরিষ্কার করে দিতেন। ইবনে কাসির রচিত নবীদের কাহিনী ‘কাসাসুল আম্বিয়া’ গ্রন্থে এর কারণ উল্লেখ করা হয়েছে এইভাবেঃ ‘সুখের সময়ে তাঁর (স্ত্রীর) প্রতি আইয়ুব (আঃ) -এর উদারতা ও সহানুভূতিশীল ব্যবহার তিনি স্মরণ করেছিলেন’। আইয়ুব (আঃ) এর স্ত্রীর এই ঘটনাটিকে একটি কেইস স্টাডি হিসাবে নেয়া যায়। সব ছে...

যে ৮ টি বিষয় আপনার দাম্পত্য জীবনকে অশান্তিময়, দুর্বল এবং অকার্যকর করতে থাকে-

Image
যে ৮ টি বিষয় আপনার দাম্পত্য জীবনকে অশান্তিময়, দুর্বল এবং অকার্যকর করতে থাকে-- ১) খারাপ ব্যবহার করা : তাকে এমন কিছু নিয়ে ঠাট্টা করা যাতে সে আঘাতপ্রাপ্ত হয়। এমন ধমক দেয়া যা অন্যদের সামনে তার অসম্মান হয়ে যায়। তাকে অপমান করা আপনার প্রতি তার শ্রদ্ধাবোধকে কমিয়ে দিবে। ২) উপেক্ষা করা : তার পছন্দ, ভালোলাগা কিংবা তার কথাবার্তাকে গোণায় না ধরা বা পাত্তা না দেয়া। হয়ত সে সালাম দিয়েছেন আপনাকে, আপনি উত্তর দিলেন না। বেশ কিছুদিন যাবৎ খুব আগ্রহ নিয়ে হয়ত সে কিছু বলছে কিন্তু আপনি বিশেষ কারণ ছাড়াই তার কথার পাত্তা দিচ্ছেন না। ৩) মিথ্যা বলা : দুষ্টামি করেও মিথ্যা বলা সঠিক নয়। আল্লাহ মিথ্যাকে নিষিদ্ধ করেছেন। আল্লাহ আমাদেরকে শয়তানের এই ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন। ৪) কথা দিয়ে কথা না রাখা : কথা দিয়ে কথা রাখা বা ওয়াদা রক্ষা করা একজন মু'মিনের বৈশিষ্ট্য। বিষয়টি দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। ৫) এড়িয়ে চলা : অনেকদিন পর দেখা হলে বন্ধুদেরকে বা ভাইদের আমরা জড়িয়ে ধরি, কোলাকুলি করি। আপনার স্ত্রীকে জড়িয়ে ধরতে পারেন না? পারবেন, অস্বস্তি লাগলেও তা ভেঙ্গে ফেলুন। ভালোবাসার প্রকাশ থাকা খুবই প্রয়োজন। ৬) সন্দেহ ...

দাম্পত্য সমস্যা - mother-in-law phobia - শাশুড়ি ভীতি

Image
মেয়েরা সাধারনত সবচেয়ে বেশী যে বিষয়ে গীবত করে সেটা হল শাশুড়ি এবং শ্বশুর বাড়ি। এটা ফ্যাক্ট যা অস্বীকার করার কোন উপায় নেই। এটা যে শুধু উপমহাদেশের মেয়েদের মধ্যে বেশী তা কিন্তু নয়; বরং এটি একটি গ্লোবাল ব্যপার। ইদানীং ফেইসবুক এই গীবতের একটা চমৎকার মাধ্যমে পরিণত হয়েছে। কিছু কিছু মেয়ে তো রীতিমত ‘mother-in-law phobia’ তে ভুগেন এবং তার আশেপাশের লোকজন এই ফোবিয়াকে ডিজেল/পেট্রোল ঢেলে আরও বাড়িয়ে দেয়। এর ফলে কোন রকম কারন ছাড়াই তারা বিয়ের পরের দিন থেকেই তার স্বামীর বাড়ির সবাইকে এবং বিশেষ করে শাশুড়িকে তার প্রতিপক্ষ মনে করেন। আমি একজনকে জানতাম, তাকে কেউ ঘটকালী করতে বললে তিনি ইয়াতিম ছেলে খুঁজতেন, এই ভেবে যে মেয়ের শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজন থাকবে না! নিজের মা যে কথাটা বললে হয়ত সে মোটেই আমলে আনতো না, সেই একই কথা শাশুড়ি বললে সে আকাশ-পাতাল (বর্তমানে ফেইসবুক) একাকার করে ফেলে। অনেকেই হয়ত বলবেন, সমস্যাটা ভাইস ভার্সা। সত্যিকথা বলতে কি, আমি কিন্তু আমার আশেপাশে গীবতকারী বউদেরই বেশী দেখি, শাশুড়ি দেখি না বললেই চলে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যদি শাশুড়ির সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায় তাহলে সব দিক দিয়ে বউ-...

দাম্পত্য সমস্যা ও সামাধান -১

Image
দাম্পত্য সমস্যা ও সমাধান - ১ আমাদের দাম্পত্য পরিবারের যাত্রা শুরুর সময়েই আমরা বলেছিলাম, আমরা চাই আমাদের পৃথিবীর সবচাইতে মূল্যবান প্র্তিষ্ঠান পরিবার যেন সুন্দর, ভালোবাসাপূর্ণ, হৃদ্যতাপূর্ণ হয় তাই কিছু টিপস, আইডিয়া আমরা শেয়ার করব। এতে আপনাদের সকল চিন্তা ও আইডিয়াও আমরা গ্রহণ করব আন্তরিকভাবে যেন একটা সুন্দর সমাজ গঠনে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি। সেই সাথে কাউন্সিলের কথাও আমরা বলেছিলাম, আমাদের সাথে কেউ তাদের সমস্যা শেয়ার করলে তা আমরা যোগ্য কাউন্সেলরদের মাধ্যমে সমাধান বা আলাপ জানিয়ে দিব -- যা হবে ইসলামের আলোকে। একজন বোন তার একটা সমস্যা জানিয়েছিলেন, তাকে যেই উত্তরটা দেয়া হয়েছিল তা তার অনুমুতি সাপেক্ষে আমরা প্রকাশ করছি নোট আকারে -- যেন তা অন্যান্যদের কাজে লাগে। আল্লাহ আমাদের পরিবারগুলোতে পারস্পারিক ভালোবাসা-হৃদ্যতা-সম্মান বাড়িয়ে দিন যেন তা আখিরাতে মুক্তির উসিলা হয় এবং তা শান্তির জায়গাতে পরিণত হয়। দাম্পত্য সমস্যা - ১: আসসালামু আলাইকুম। আমি প্রবাসে থাকি। আমার স্বামী একজন ইঞ্জিনিয়ার। আমাদের বিয়ের অনেক দিন হয়ে গেল, (চার বছরেরও বেশি), এখনো কোন সন্তান হয়নি, কিছু শারীরিক সমস্য...