আল্লাহর নির্দেশ মানা এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা
লিখেছেনঃ মুহাদ্দিস রবিউল বাশার। আল্লাহ তাআলার আদেশ মেনে চলা ও তাঁর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকতে চাইলে একজন মুসলিমকে যে বিষয়ে বিশেষভাবে মনোযোগী হওয়া উচিৎ, তা হল তার প্রাত্যহিক রুটিন৷ একজন মুসলিম কখন ঘুম থেকে উঠবে, রাতে কখন বিছানায় যাবে – এ সকল বিষয়ে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে৷ হাদীসে বর্ণিত: ﻋَﻦْ ﺻَﺨْﺮٍ ﺍﻟْﻐَﺎﻣِﺪِﻯِّ ﻋَﻦِ ﺍﻟﻨَّﺒِﻰِّ -ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ- ﻗَﺎﻝَ « ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺑَﺎﺭِﻙْ ﻷُﻣَّﺘِﻰ ﻓِﻰ ﺑُﻜُﻮﺭِﻫَﺎ » . ﻭَﻛَﺎﻥَ ﺇِﺫَﺍ ﺑَﻌَﺚَ ﺳَﺮِﻳَّﺔً ﺃَﻭْ ﺟَﻴْﺸًﺎ ﺑَﻌَﺜَﻬُﻢْ ﻓِﻰ ﺃَﻭَّﻝِ ﺍﻟﻨَّﻬَﺎﺭِ . ﻭَﻛَﺎﻥَ ﺻَﺨْﺮٌ ﺭَﺟُﻼً ﺗَﺎﺟِﺮًﺍ ﻭَﻛَﺎﻥَ ﻳَﺒْﻌَﺚُ ﺗِﺠَﺎﺭَﺗَﻪُ ﻣِﻦْ ﺃَﻭَّﻝِ ﺍﻟﻨَّﻬَﺎﺭِ ﻓَﺄَﺛْﺮَﻯ ﻭَﻛَﺜُﺮَ ﻣَﺎﻟُﻪُ . ﻗَﺎﻝَ ﺃَﺑُﻮ ﺩَﺍﻭُﺩَ ﻭَﻫُﻮَ ﺻَﺨْﺮُ ﺑْﻦُ ﻭَﺩَﺍﻋَﺔَ সাখর আল গামিদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন: হে আল্লাহ আপনি দিনের অগ্রভাগে আমার উম্মাতের জন্য বরকত দিন৷ এবং তিনি যখন কোন ছোট বাহিনী কিংবা বড় দলকে অভিযানে পাঠাতেন, তাদের দিনের অগ্রভাগে পাঠাতেন৷ আর সাখর একজন ব্যবসায়ী ব্যক্তি ছিলেন৷ তিনি দিনের প্রথমভাগ থেকেই ব্যবসা পরিচালনা করতেন, ফ...