শাহাদাতের মর্যাদা৩
"শাহাদাতের মর্যাদা" মুহাম্মাদ রবিউল বাশার (৩) (২১) জুলহাজ্জ মাসের প্রথম দশদিনের সৎআমলের মর্যাদা অন্যান্য দিনের সৎআমলের চেয়ে অনেক গুনে উত্তম। আল্লাহর পথে জিহাদের চেয়ে উত্তম। তবে জিহাদে বেরিয়ে জান ও মাল নিয়ে ফিরে না আসা সমস্ত আমলের চেয়ে উত্তম। ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻌﻢ ﻣﺎ ﻣﻦ ﺍﻳﺎﻡ ﺍﻟﻌﻤﻞ ﺍﻟﺼﺎﻟﺢ ﻓﻴﻬﻦ ﺍﺣﺐ ﺍﻟﻲ ﺍﻟﻠﻪ ﻣﻦ ﻫﺬﻩ ﺍﻟﻌﺸﺮﺓ ﻗﺎﻟﻮﺍ ﻳﺎﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻌﻢ ﻭﻻﺍﻟﺠﻬﺎﺩ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ ﻗﺎﻝ ﻭﻻﺍﻟﺠﻬﺎﺩ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ ﺍﻻ ﺭﺟﻞ ﺧﺮﺝ ﺑﻨﻔﺴﻪ ﻭﻣﺎﻟﻪ ﻓﻠﻢ ﻳﺮﺟﻊ ﻣﻦ ﺫﺍﻟﻚ ﺑﺸﻴﺊ ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ অনুবাদ :আল্লাহর রাসুল (সাঃ) ইরশাদ করেছেন, এই দশ দিনের চেয়ে অন্যান্য দিন সৎআমল করা আল্লাহর কাছে অধিক প্রয় নয়। তারা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসুল (সাঃ),আল্লাহর পথে জিহাদও নয়? তিনি বলেন, না, আল্লাহর পথে জিহাদ ও অধিক প্রিয় নয়। কিন্তু যে ব্যক্তি জান ও মাল নিয়ে বেরিয়ে কিছুই ফিরিয়ে আনতে পারেনি। (তার আমলের মর্যাদা সমস্ত আমলের চেয়ে উত্তম)। (সহীহ বুখারী) (২২) আল্লাহর পথে বের হওয়ার পর মৃত্যু বরন করুক, নিহত হোক, ঘোড়ার থেকে, উটের থেকে পড়ে গিয়ে মারা যাক, বিষাক্ত বিচ্ছুতে দংশন করে মারা যাক বা বিছানায় আল্লাহ যেভাবে ইচ্ছা স্বাভাবিক মৃত্যুবরন করুক, নিশ্চয় ...