ইমাম আহমাদ ও তার স্ত্রীর সুসম্পর্কের গোপন রহস্য

ইমাম আহমাদ ও তার স্ত্রীর
সুসম্পর্কের গোপন রহস্য

ইমাম আহমাদ (রাহিমাহুল্লাহ) তার
স্ত্রী উম্মু সালিহ
পৃথিবী ছেড়ে চলে যাবার পর তার
প্রশংসা করে বলেছিলেন,
“ওয়াল্লাহি, আমরা ৩০ বছর
একইসাথে ছিলাম কিন্তু একটি বারের
জন্যও আমাদের মাঝে কোন তর্ক হয়নি।”
তাকে প্রশ্ন করা হলো,
“এটা কীভাবে সম্ভব?
মানে আমরা বলতে চাচ্ছি, আপনাদের
দু’জনের এই শক্তিশালী বন্ধন ও
পারস্পরিক সুসম্পর্কের গোপন রহস্য
কী ছিলো?”
তিনি খুব সুন্দর করে উত্তরটি দিলেন,
“যখন আমার স্ত্রী আমার উপরে অসন্তুষ্ট
হতো এবং আমার সাথে তর্ক
করতে চাইত, আমি নিশ্চুপ থাকতাম।
আবার যখন আমি তার উপরে অসন্তুষ্ট
হতাম এবং তর্ক করতে যেতাম,
সে নিশ্চুপ থাকত।”
[আল-খাতিব আল বাগদাদী, তারিখ
বাগদাদ, ১৬/৬২৬]

Comments

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়