জীবন সঙ্গিনী নিয়ে দুশ্চিন্তা

জানি ভাই-
বোনেরা তাদের
জুটি খুঁজে পেতে দুঃখভারাক্রান্ত
ও চিন্তিত
​​​​জানি আমার মুসলিম ভাইয়েরা,
আমার বোনেরা তাদের
জুটি খুঁজে পেতে দুঃখভারাক্রান্ত
ও চিন্তিত। চারপাশে এত
বেশি নোংরামি, মাস্তি,
নগ্নতার মাঝে একটা সত্যিকারের
অন্তরের সাথী হয়ত দুর্গের মতন
কাজ করতে পারতো, কিন্তু
আমি জানি আমার ভাই-
বোনেরা আল্লাহর উপরেই
ভরসা করেন। প্রতিটি জীবনই
পরীক্ষার, কষ্ট থাকবেই।
যারা মাস্তি করে বেড়ায়,
তারাও দৌড়ের উপরে থাকে।
কিন্তু যারা আল্লাহর জন্য কষ্ট করে,
তাদের আল্লাহ অবশ্যই উত্তম
প্রতিদান দেবেন। এই খারাপ
সমাজে ভালো চরিত্র একটি বড়
উপহার আল্লাহর পক্ষ থেকে।
আখিরাতে যেদিন সবাই
কাঁদবে তাদের কৃতকর্মের জন্য,
সেদিন এইসব আল্লাহর সন্তুষ্টির
আশায় করা এসব স্যাক্রিফাইস
মুসলিম বান্দাদের
পাশে দাঁড়াবে।
আমরা আল্লাহর উপরেই ভরসা করি,
তার জন্যই কষ্ট করি। নিশ্চয়ই
আমাদের রিযিক যেমন আল্লাহ
দান করেন, জীবনসঙ্গীকেও
তেমনিভাবে সময়মতন হাজির
করবেন। তাই সবর করুন। এবং সম্ভাব্য
সৎ উপায়ে খোঁজ করুন, লাইফ
পার্টনার খুঁজতে পাপের
দিকে আগাবেন না। সৎ
থাকলে আল্লাহ
আপনাকে অকল্পনীয় উপায়ে পথ
বাতলে দিবেন। এবং, যদি খুব
বেশি ডেসপারেট হয়ে থাকেন,
তাহলে দ্বীনের
কাজে আত্মনিয়োগ করুন।
যে আল্লাহকে ভয়
করে এবং সে পথে ডেসপারেটলি কাজ
করে, আল্লাহ তাকে নিজ অনুগ্রহ
দান করেন এবং তার অভাব পূরণ
করে দেন।
আল্লাহ আমাদেরকে মাফ করুন,
আমাদের জীবনে বারাকাহ দিন।

Comments

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়