Posts

Showing posts from August, 2015

ইসলামী শরীয়তে যেনা এবং ধর্ষণের শাস্তি।

Image
ইসলামের দৃষ্টিতে ধর্ষকের শাস্তি বেশ কিছুদিন ধরে সংবাদপত্রে ধর্ষণের সংবাদগুলো গুরুত্ব পাচ্ছে। ফেইসবুক ও ব্লগাগুলোতেও বিষয়টি গুরুত্বের সাথে আলোচনায় আসছে। ভিন্ন শব্দ ও প্রকাশে সবার একটাই চাওয়া। ধর্ষককে কঠোর শাস্তির সম্মুখীন করা। এসব আলোচনা দেখে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে লেখার নিয়ত করেছি। আল্লাহর ওপর ভরসা রেখে শুরু করছি। ধর্ষণের সংজ্ঞা: উইকিপিডিয়া অনুযায়ী ধর্ষণ হলো: Rape is a type of sexual assault usually involving sexual intercourse, which is initiated by one or more persons against another person without that person’s consent. বাংলাদেশের আইনে ধর্ষণের সংজ্ঞা ও শাস্তির যেসব বিবরণ এসেছে: দন্ডবিধি ১৮৬০ – The Penal Code 1860: ধারা ৩৭৫-৩৭৬ A man is said to commit “rape” who except in the case hereinafter excepted, has sexual intercourse with a woman under circumstances falling under any of the five following descriptions: Firstly. Against her will. Secondly. Without her consent. Thirdly. With her consent, when her consent has been obtained by putting her in fear of death, or of...

আপনার ঘর কী ইসলামিক ঘর, আপনার পরিবার কি ইসলামী পরিবার?

Image
আল্লাহ সুবহ়ানাহু ওয়া তা‘আলা বলেছেন, “আল্লাহ তোমাদের জন্য তোমাদের ঘরে বসবাসের ব্যবস্থা করেছেন…” [১] প্রশ্নটা হয়তো শুনতে কিছুটা অদ্ভুত লাগতে পারে। অনেকে হয়তো শোনা মাত্রই বলে বসবেন, “আমার বাড়ি অবশ্যই ইসলামিক বাড়ি!! আমরা মুসলিম পরিবার, কাজেই আমাদের বাড়ি পুরোপুরি ইসলামিক!!” আসলেই কি? নিচে দেওয়া ছোট্ট চেকলিস্টের সাথে মিলিয়ে দেখুন তো আসলেই আপনার বাড়ি ইসলামিক কি না? ১. আমি একজন ধার্মিক জীবনসঙ্গী বেছে নিয়েছি ধার্মিক ও ন্যায়নিষ্ঠ জীবনসঙ্গীর ব্যাপারে অনেক হ়াদীস়েই গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। কেন বলা হয়েছে সেটাও স্পষ্ট: সাধারণ জীবনসঙ্গীদের তুলনায় একজন ধার্মিক জীবনসঙ্গী সংসারে অধিক সুখ ও পরিতৃপ্তির পরিবেশ গড়ে তুলতে পারবে। স্ত্রী ধার্মিক হলে অন্যান্য স্ত্রীদের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবে। ধার্মিক স্বামী-স্ত্রী দুজনে মিলে গড়ে তুলতে পারবে একটি ন্যায়নিষ্ঠ ও ধার্মিক পরিবার। আর এটাই ইসলামিক বাড়ির মূল ভিত্তি। ২. আমি আমার জীবনসঙ্গীকে সাহায্য করি প্রত্যেকের নিজ নিজ কর্তব্য ও দায়িত্ব পালন, দুজনের মধ্যে মমতা ও ভালোবাসার বন্ধনের মাধ্যমে গড়ে ওঠে পারস্পরিক সহযোগিতামূলক একটি পরিবার। অন্যান্য আধ্যা...

সন্তানের সাথে বন্ধুর মতো মিশুন , তাকে নিজ হাতে গড়ে তুলুন।

Image
বিসমিল্লাহির রাহমানির রাহিম ***[উস্তাদ নুমান আলী খানের লেকচার অবলম্বনে অনুবাদ। এই বক্তব্যটি যদিও আমেরিকার প্রেক্ষাপটে দেয়া তবে বিশ্বায়নের এই যুগে সবার জন্যই এতে শিক্ষা রয়েছে।] আমাদের ছেলেমেয়েদের ব্যাপারে প্রথম চিন্তার বিষয় হলো তারা কথা বলার জন্য মানুষ খুঁজে পায়না। এটা তাদের বিপর্যয়ের প্রধান কারণ। আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠান; ধরে নিই তারা পাবলিক স্কুলে যায়। অধিকাংশ মুসলিম অভিভাবকেরা তাদের সন্তানদের পাবলিক স্কুলে পাঠিয়ে থাকেন, কারণ যেকোনো কারণেই হোক তাদের সন্তানদেরকে ইসলামিক স্কুলে পাঠানোর সামর্থ্য বা সুযোগ হয়ে ওঠেনা। এজন্য আমরা তাদের দোষারোপ করব না। এটা তাদের পারিপার্শ্বিক অবস্থার কারণ। তো আপনি সন্তানদের পাবলিক স্কুলে ভর্তি করান; ক্লাস ফাইভ-সিক্সে উঠতে উঠতেই তারা এ দেশে বিভিন্ন নোংরা শব্দ শিখে ফেলে; আপনি যে শহরেরই হন না কেন। তারা খুব জঘন্য ভাষা আয়ত্ত করে ফেলে; তারা কিছু বাজে ওয়েবসাইটে ঢোকা শিখে যায়; তারা তাদের পিএসপি, আইপড, আইফোনে বিভিন্ন নোংরা জিনিষ ডাউনলোড করা শেখে। তারা কম বয়সেই এসবে পারদর্শী হয়ে যায়। যেসব জিনিস আপনি ২৫ বছর বয়সেও শেখেননি সেগুলো তারা ১২ বছর বয়সেই জানতে পারে। এটাই...

আপনার সন্তান কে অভিশাপ দেবেন না।

Image
মাত্র কয়েকদিন আগের ঘটনা। আমাদের পাড়ার আব্দুল্লাহর মা পানিতে ডুবে মরা কিশোর সন্তানটিকে বুকে জড়িয়ে পাগলপারা হয়ে কাঁদছেন। মায়ের বাঁধভাঙ্গা কান্না আর বিলাপ শুনে উপস্থিত কারো পক্ষেই চোখের পানি সংবরণ করা সম্ভব হচ্ছিল না। তিনি কাঁদছেন আর বিলাপ করে বলছেন, ‘ও বাবুর আব্বু তুমি আমাকে মেরে ফেল। আমিই তোমার সন্তানকে হত্যা করেছি। গতকালই ওর জ্বালা সহ্য করতে না পেরে আমি বলেছি, ‘তুই মরিস না; মরলে দশটা ফকিরকে খাওয়াতাম।’ হ্যা, সত্যিই তিনি আগেরদিন ছেলেটির দুরন্তপনায় অস্থির হয়ে এমন বলেছিলেন। তখন একজন পাগলেরও ভাবার অবকাশ ছিল না যে গর্ভধারিণী মা সত্যিই তার সন্তানের অমঙ্গল কামনা করছেন। কিন্তু অসচেতনভাবে কামনা করা দুর্ঘটনাও কখনো সত্য হয়ে দেখা দিতে পারে। আব্দুল্লাহর মা গতকাল রাগের মাথায় যে কথা উচ্চারণ করেছিলেন কে জানত আজই তা বাস্তব হয়ে দেখা দেবে। ঘটনা হলো, সেদিন দুপুরে ছেলেটি তার মায়ের সঙ্গে শুয়ে ছিল। তিনটার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে একরকম জিদ করেই সে মায়ের কাছ থেকে ছুটে গিয়েছিল বৃষ্টিতে ভিজতে। বাড়ির বাইরে এসে সে আশপাশের সমবয়সী আরও কয়েকটি কিশোরকে পেয়ে যায়। সবাই মিলে কোন বুদ্ধিতে যেন দল বেঁধে যায় পাশের মহল্লার এক...

ব্যর্থ বিয়েঃ একটি বিশ্লেষন।

Image
একবার এক তরুণ আমাকে অসন্তোষের সুরে বলেছিল, “আমার বিয়েটা ব্যর্থ হয়েছে”। আমি সান্তনা দিয়ে উত্তরে বলেছিলাম, “যদি তোমার তালাক হয়ে থাকে তাহলে আল্লাহ্‘তালা তোমাকে আরেকজন স্ত্রী দেবেন, ইনশা’আল্লাহ্”। সে উত্তরে বলেছিল, “না , না, আমাদের তালাক হয় নি। কিন্তু আমাদের বিয়েটা ব্যর্থ হয়েছে, তবে আমরা এখনো একই সাথে থাকি”। আমাদের সমাজের ব্যর্থ বিয়েগুলোর একটি উল্লেখযোগ্য ক্যাটাগরি হচ্ছে এই ধরনের বিয়েগুলো। “আমরা সুখী নই, কিন্তু আমরা একই সাথে বসবাস করি”---আমাদের আশেপাশের অধিকাংশ ‘ব্যর্থ বিয়ে’ এই বিভাগের অন্তর্ভুক্ত। বিভিন্ন কারণে অনেক দম্পতি হতাশার সাথে তাদের দুর্বিষহ বিবাহিত জীবনকে টেনে বেড়ায়। তাদের ভেতরে কেউ কেউ সমাজ- লোক লজ্জা- পারিবারিক মর্যাদার কথা ভাবেন। কেউ আবার অনিশ্চিত ভবিষ্যতের কথা [নিজের ও সন্তানের] চিন্তা করেন, একবার বিয়ে ভেঙে গেলে আবার কে বিয়ে করবে (বিশেষ করে মেয়েরা), বাবা-ভাই যদি না দেখে তাহলে কোথায় যাবে --- এইসব ভেবে শোচনীয় দাম্পত্য জীবন কাটায়। “আমি জানি আমার মেয়ে খুব কষ্টের ভেতর আছে। তার স্বামী তার ভরণপোষণ করতে চায় না, তাই পেট চালানোর জন্য তাকে কাজ করতে হয়। শাশুড়িসহ শ্বশুরবাড়ির অনেকেই তার সা...

ভালবাসার স্বভাব - ভালবাসার অভাব।

Image
১/ কাজ থেকে ফিরছিলাম। ট্রেন স্টেশন থেকে বেরোবার পথে বেশিরভাগ মানুষ ডানদিকে চলে গেল, বামদিকে আমার সামনে কেবল এক মহিলা ছাড়া আর কেউ নেই। আমি সাধারনত খুব দ্রুত হাঁটি, এই মহিলা বুঝলাম আমার চেয়েও দ্রুত হাঁটছেন, কারণ পেছন থেকে কেবল তাঁর ঋজু দেহখানা দেখতে পাচ্ছি, চেহারা দেখছিনা। দু’জনেই বাঁয়ে মোড় ঘুরলাম। দেখি মহিলার হাঁটার গতি আরো বেড়ে গেল। রাস্তার পাশে একখানা লাল গাড়ী, স্টিয়ারিং উইলে এক বৃদ্ধ দাদামশায় উৎসুক ভঙ্গিতে বসে আছেন, মুখের হাতের চামড়ায় কুঁচকানো দেখে বোঝা যাচ্ছে ভালোই বয়স হয়েছে। মহিলা দ্রুত হেঁটে গাড়িতে ওঠার পর খেয়াল করলাম তিনি হলেন দাদামশায়ের স্ত্রী, মাথার সব চুলই শ্বেতবর্ণ ধারণ করেছে, আজন্ম স্নো ক্রীমে লালিত মুখখানাতেও ভাঁজ পড়েছে ভালই। দাদীমা গিয়ে বসতেই দাদামশায় একগাল হাসি দিয়ে গাড়ীতে স্টার্ট দিলেন, দাদীর মুখ থেকে সারাদিনের ক্লান্তির সব চিহ্ন উবে গেল। তাঁদের এই চৌম্বকীয় ভালোবাসার দৃশ্যের সাক্ষীটির মনটা পরম মমতায় ভরে উঠল। আজকের যুগের দেহসর্বস্ব ভালোবাসার ভিড়ে এমন নিখাদ ভালোবাসার গভীরতা পর্যবেক্ষণ করার সুযোগ কি প্রতিদিন মেলে? ২/ কেউ ভাবেনি বিয়েটা টিকবে। মেয়েটি নিজেও না। স্বামী প্রবাসী,...

সবচেয়ে বড় তিনটি গোনাহ।

Image
জাহিলিয়াতের যুগে আরব সমাজে তিনটি গুনাহ্ সবচেয়ে বেশী জেঁকে বসেছিল অর্থাৎ আরব বাসীরা যে তিনটি বড় গুনাহ্রসাথে বেশী করে জড়িত থাকতো।সেগুলো হলোঃ➫. ↴একটি হলো শিরক, ↴দ্বিতীয়টি অন্যায়ভাবে হত্যা করা, ↴এবং তৃতীয়টি যিনা। এ বিষয়বস্তুটিই নবী(সাঃ)বিপুল সংখ্যক হাদীসেবর্ণনা করেছেন যেমনঃ➫আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণিত হাদীসঃ➫তাতে বলা হয়েছেঃ একবার নবীকে(সাঃ)জিজ্ঞেস করা হলো, ↴সবচেয়ে বড় গুনাহ্ কি???তিনি বললেনঃ ﺃَﻥْ ﺗَﺠْﻌَﻞَ ﻟِﻠَّﻪِ ﻧِﺪًّﺍ ﻭَﻫُﻮَ ﺧَﻠَﻘَﻚَতুমি যদি কাউকে আল্লাহ্র সমকক্ষ প্রতিদ্বন্দীদাঁড় করাও।অথচ আল্লাহ্ই তোমাকে সৃষ্টি করেছেন। ↴জিজ্ঞেস করা হলো, তারপর???তিনি বললেনঃ َﺃَﻥْ ﺗَﻘْﺘُﻞَ ﻭَﻟَﺪَﻙَ ﺗَﺨَﺎﻑُ ﺃَﻥْ ﻳَﻄْﻌَﻢَ ﻡََ “তুমি যদি তোমার সন্তানকে হত্যা কর এই ভয়ে যেসে তোমার সাথে আহারে অংশ নেবে। ↴জিজ্ঞেস করা হলো, তারপর???তিনি বললেনঃ ﺃَﻥْ ﺗُﺰَﺍﻧِﻲَ ﺣَﻠِﻴﻠَﺔَ ﺟَﺎﺭِﻙَ “তুমি যদি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যিনাকর।তথ্যসূত্র -(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, আহমদ) ↴যদিও আরো অনেক কবীরা গোনাহ আছেকিন্তু সেকালের আরব সমাজে এ তিনটি গোনাহইসবচেয়ে বেশী জেঁকে বসেছিল। ↴তাই এক্ষেত্রে মুসলমানদের এ বৈশিষ...

প্রেম করা ইসলামে হালাল নাকি হারাম।

Image
ইসলামে প্রেম করা হালাল নাকি হারাম?? শরীয়তের দৃষ্টিতে প্রেম স্বাভাবিক দুরুত্বে অবস্হান করে প্রেমঃ অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, দুরুত্ব রেখে প্রেম করলে তো সমস্যা হবার কথা না। তাছাড়া সাধারণ মানুষের মতো আচরণ করলে সমস্যা কি? উত্তরঃ উমর (রা:) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোন পুরুষ যখন কোন নারীর সাথে একান্তে থাকে, তখন তাদের মাঝে তৃতীয় জন হিসেবে উপস্থিত হয় স্বয়ং শয়তান তাদের মাঝে ভাবাবেগকে উৎসাহিত.করে এবং উভয়ের মাঝে খারাপ কুমন্ত্রণা দিতে থাকে এবং সর্বশেষে লজ্জাকর পরিস্থিতির উদ্ভব ঘটায়। সুতরাং বোঝা যায় যে নিভৃতে বেগানা নারী পুরুষ এক সাথে নির্জন স্হানে বসা যায়েয নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী রাঃ কে লক্ষ্য করে বলেনঃ “হে আলী! তুমি একবার তাকাবার পর পুনর্বার তাকাবে না। তোমার প্রথম দৃষ্টিপাত ক্ষমার যোগ্য কিন্তু দ্বিতীয়বার নয়।” অনেকেই মনে করেন যে কোন নারী হিজাব অবস্হায় থাকলে (মুখ ও কব্জি যদি খোলা থাকে) তখন বারবার তাকানোতে দোষ নেই। এই.হাদীস থেকে আশা করি তারা শিক্ষা নিতে পারবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “লালসার দৃষ্টি চোখে...

তোমার সাথে থাকতে আমার ভাল্লাগেনা! প্রেম v বিয়ে ( ঘটনা সংশ্লিষ্ট)

Image
ট্রিপার্ট ল্যাবসে কাজ করার সময় আমাকে ধানমন্ডি থেকে উত্তরা যেতে হত সপ্তাহে পাঁচ দিন। বাসেই যাওয়া-আসা করতাম। অফিসে যাওয়ার সময় এক ঘন্টা আর ফেরার সময় দুই ঘন্টার কিছু বেশি বাসে বসে থাকা লাগত। বাসে প্রথমদিকে সময়ের অপচয় কমানোর জন্য আমি বই পড়তাম। কিন্তু সমস্যা হচ্ছে আমি একটু সিরিয়াস ধরনের বই বেশি পড়ি কিন্তু বাসে সিরিয়াস বই পড়া কষ্টকর। তাই Dan Brown এর কিছু বই এবং আরো কিছু হাল্কা ধরনের বই পড়া শুরু করলাম। বাসে যাওয়ার সময় এক ঘন্টায় বিশ পৃষ্ঠার মত পড়তে পারি। ফেরার সময় রাত হয়ে যায় তাই বই পড়া যায় না। তাই ঐসময় আমি ঘুমাতাম। বাসে উঠার পর অপেক্ষা করতাম কখন টিকেট চেক করতে আসবে এবং টিকেট ছেঁড়া শেষ হলেই ঘুম। বনানীর কাছাকাছি আসলে আমার ঘুম ভাঙ্গত। তারপর ঘন্টাখানেক জেগে থাকা লাগত। কিছুদিনের মধ্যেই আমার হাতের কাছের বইগুলা পড়া শেষ। কিন্তু তাতে কোন সমস্যা হল না। বাসে প্রতিদিনই এক বা একাধিক সুন্দরী মেয়ে থাকে এবং আমি মুগ্ধ চোখে চেয়ে থাকি আর মনে মনে বলি - সুবহানাল্লাহ্! কিন্তু ফেরার পথে তো সমস্যা। ঘুমিয়ে তো অর্ধেক পথ পার করা যায়। বাকী পথ কি করব? হঠাৎ খেয়াল করলাম, চারিদিকে মানুষজন নানা বিষয় নিয়ে মোবাইল ফোনে অনবরত কথ...

আসলে ভালবাসা কী? ভালবাসার আসল রুপ। জানতে হলে পড়তে হবে।

Image
বিসমিল্লাহহীর রাহমানের রাহিম “ভালোবাসা” পৃথিবীর সবচেয়ে আরাধ্য এবং শিহরন জাগানো এক শব্দ। চার অক্ষরের এই ছোট্ট শব্দটিকে কেন্দ্র করে কত কিছু যে আবর্তিত হচ্ছে তার ইয়েত্তা নেই। ভালোবাসা কারো কাছে আরাধনা, কারো কাছে স্বপ্ন, কারো কাছে ধ্যান-ধারণা, কারো কাছে হয়ত জীবন। এই ভালোবাসা নিয়ে কত উপন্যাস,কত চলচিত্র, কত নাটক, কত কবিতা, কত গান, কত সুর রচিত হয়েছে এবং হচ্ছে তার কোন হিসেব নেই। কত জন যে এই ভালোবাসার জন্যে নিজের জীবন দিয়ে.ইতিহাসের (?) পাতায় নাম লিখিয়েছে তাও লিখে শেষ করা যাবে না। পত্রিকার পাতা খুললেই দেখা যায় আধুনিক লাইলি-মজনু, শিরি-ফরহাদরা ভালোবাসার জন্যে নিজের মহা মুল্যবান জীবনটাকেই বিসর্জন দিচ্ছেন। আসলে এই ভালোবাসা জিনিসটা কি? এটা খায় নাকি মাথায় দেয়? আর ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে এত আরাধনার বিষয়টা নিয়েই বা কি বলে? ভালোবাসা নিয়ে আমার ধ্যান ধারনা সেই কৈশোর থেকেই শুরু। বলতে পারেন অনেকটা পি এইচ ডি করার মত অবস্থা। আর ভালোবাসার সঠিক সংজ্ঞাটি আবিষ্কার করার জন্যে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, জীবননান্দ, সুনীল গঙ্গোপাধ্যায় পড়ে যে কত বিনিদ্র রজনী কাটিয়েছি তার হিসেব নেই। জীব...

বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে পরকীয়া নয়। (তিনটি ঘটনা)

Image
                     ।  এক। ‘মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই, তিন, কিংবা চারটি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা কর যে, তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে, একটিই।’ (সূরা নিসা-৩) ‘মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে’ আয়াতের এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ। মুসলমান ছেলে-মেয়েরা বিয়ের জন্য পছন্দ করতে, ভালোবাসতে পারবে কিনা- তা এই আয়াত থেকে চিন্তা করার বিষয়। কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম, ‘আমি কি ভালোবেসে বিয়ে করতে পারবো?’ ওই লেখায় বলা হয়েছে, পারিবারিক পছন্দে বিয়ে হওয়াই একমাত্র ইসলামসম্মত পন্থা নয়। মুসলিম ছেলে-মেয়েদের নিজেদের পছন্দের ব্যক্তিকে বিয়ে করার পূর্ণ অধিকার আছে। সূরা নিসার ওই আয়াতের অনুবাদে মারীফুল কুরআনে বলা হয়েছে, ‘যাদের তোমরা পছন্দ করো’ আর আল কুরআন একাডেমির হাফেজ মুনির আহমেদ অনুবাদ করেছেন, ‘যাদেরকে তোমরা ভালোবাসো’। তবে ভালো লাগা, পছন্দ করা, আর প্রেম এক কথা নয়। প্রেম হচ্ছে সম্পর্ক (রিলেশনশিপ)। ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রেম হতে পারে একমাত্র ব...

মেয়েদের মস্তিস্ক নামক কোন পদার্থ ই নেই।

Image
আমাদের সমাজে আজকালকার বিয়ের অনুষ্ঠানগুলোর মত বড় ফিতনা বোধহয় দ্বিতীয়টি নেই। হিন্দু কালচারের মত ‘গায়ে হলুদ’ জাতীয় অর্থহীন আচার থেকে শুরু করে গানবাজনা, ফ্রি মিক্সিং-কিছুই বাদ নেই। নারীরা যেন তাদের সমস্ত রূপ যৌবন নিয়ে ধরা দিতে চান এসব অনুষ্ঠানে। শুধু বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য পার্লারে যেয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে সাজগোজ আর টাকার শ্রাদ্ধ-এসব এখন খুবই কমন ব্যাপার। অথচ এই নারীদের সৌন্দর্য উপভোগের একমাত্র যিনি হকদার ছিলেন, সেই স্বামীর ঘরে তাঁরা সবচেয়ে দীনহীন বেশে থাকতে পছন্দ করেন। মধ্যবয়স্কা নারীরা যখন পার্লারে গিয়ে অল্পবয়স্কা তরুণী সাজতে চান, আমার মনে পড়ে একটা গল্পের কথা। সম্রাট আকবর চুলে কলপ লাগানো শুরু করেছেন বয়স বেড়ে যাওয়ায়। একদিন অন্দরমহলে তিনি কলপ লাগাচ্ছেন, তখন বীরবল হঠাৎ ঘরে ঢুকে পড়লেন। বাদশাহ অপ্রস্তুত হয়ে পড়লেন আর কলমের কৌটা লুকিয়ে রাখলেন। তারপর বললেন-“ইয়ে মানে বীরবল, আচ্ছা, চুলে কলপ দিলে কি মস্তিষ্কের ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা আছে?” বীরবল মুচকি হেসে বললেন, “মহারাজ, ভয় নেই।” - কীসের ভয় নেই? - মস্তিষ্কের ক্ষতির ভয় নেই। কারণ যারা চুলে কলপ লাগায় তাদের আসলে মস্তিষ্ক নামক বস্তুটাই নেই। কাজ...

Watch "যখন আপনি নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেন || Nouma…" on YouTube

যখন আপনি নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেন || Nouma…: http://youtu.be/IvpbSF_X1Gc এসো আলোর পথে

আপনি কি কোন বিপদে আছেন?

Image
আপনি কি কোন বিপদে আছেন? তাহলে নিচের হাদিস দু'টি পড়ে দেখুন। আপনার দুশ্চিন্তা কেটে যাবে, ইনশাআল্লাহ্! ►রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, মহান আল্লাহ্তা'আলা যে ব্যক্তির কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। [বুখারী, রিয়াদুস স্বালিহিন, ৩৯] ... ►অপর এক হাদিসে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আল্লাহ্ যখন তাঁর বান্দার কল্যাণের ইচ্ছা করেন তখন দুনিয়াতে তার জন্য তাড়াতাড়ি বিপদ- আপদ নাযিল করে দেন। আর যখন তিনি তাঁর বান্দার অমঙ্গলের.ইচ্ছা করেন তখন তাকে গোনাহের.মধ্যে ছেড়ে দেন। অবশেষে কিয়ামতের.দিন তাকে পাকড়াও করবেন। [তিরমিযী, রিয়াদুস স্বালিহিন, ৪৩] এসো আলোর পথে

চলুন girlfriend / boyfriend খুজিঁ ..

Image
চলুন গার্লফ্রেন্ড/বা বয় ফ্রেন্ড খুজি.....! ======= wait===== আগে পড়ে নেন। ইসলামের দৃষ্টিতে ডেটিং হারাম নাকি হালাল!! আপনি কি একজন মুসলমান এবং আপনার কি একটি বান্ধবী আছে? উল্লিখিত অজুহাতের মধ্যে আপনার অজুহাত কোনটি? অজুহাত ১:আমি কিভাবে এমন একজন পাব যে আমার ধর্ম অনুযায়ী আমার জন্য উপযুক্ত? এমন কাউকে পাওয়া যাবে না। আমি যদি এখন একা থাকি তাহলে হয়ত আমার সারাজীবনই একা থাকতে হবে.... আল্লাহ্ সুবানাহুতালা বলেনঃ চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষের জন্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীর জন্য, চরিত্রবান নারী চরিত্রবান পুরুষের জন্য, আর চরিত্রবান পুরুষ চরিত্রবান নারীর জন্য। লোকেরা যা বলে তা থেকে তারা পবিত্র। তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। (সুরাহ নুর ২৬) অজুহাত ২:এটা তো এমন না যে আমি জিনা (অবৈধ যৌন সঙ্গম) করছি। আমি আমার লিমিট জানি। আমি বেশি কিছুই করছি না। আমি যদি মন থেকে পরিস্কার থাকি তাহলেই তো চলে। আল্লাহ্ সুবানাহুতালা আরও বলেনঃ হে ঈমানদারগণ! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা। কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে সে তাকে নির্লজ্জতা ও অপকর্মের আদেশ দেবে, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থ...