নেতৃত্ব ও অানুগত্যের মধ্যেই কল্যাণ নিহিত (শিক্ষনীয় ঘটনা)

✿•✿ একটি শিক্ষাণীয় গল্প ✿•✿
এক বনে বাঘ, সিংহ, ভালুক জোটবদ্ধ ছিল।
তাদের আক্রমণে হরিণগুলো প্রায় প্রতিদিন হতাহত হতে লাগলো। হরিণদের সর্দার গোষ্ঠী রক্ষার কোন উপায় না পেয়ে, এক পর্যায় দু:শ্চিন্তায় মারা যায়। তার মৃত্যুর পর এক তরুন হরিণ নতুন সর্দার নির্বাচিত হয়।
নতুন সর্দার দায়িত্ব গ্রহণ করেই ঘোষণা
দিলেন, তিনি এই দায়িত্বের যোগ্য নন এবং সর্দার.হবার মতো কোন যোগ্য হরিণ বর্তমানে তাদের নেই, তাই খুব শীঘ্রই বাঘ, সিংহ, ভালুক কে আহবান জানানো হবে, যেন তাদের কেউ একজন হরিণদের সর্দার হন। এ ঘোষণার পর হরিণেরা ক্ষুদ্ধ হয় কিন্তু তাদের করার কিছু ছিল না। তারা দল নেতার হুকুম মানতে বাধ্য।
এদিকে এ ঘোষণা শুনে বাঘ, সিংহ, ভালুক
তো মহা খুশী। তারা হরিণদের নতুন সর্দারকে বাহবা দিলেন। আর সাথে সাথে মতলবও আঁটতে শুরু করলো। তারা প্রত্যেকেই চায় হরিণদের সর্দার হতে।  তাদের বিশ্বাস হরিণদের সর্দার হতে পারলেই বিনা বাঁধায় প্রতিদিন পেট ভরে হরিণের মাংস খাওয়া যাবে। সুতরাং
তারা পরস্পরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো।
এক পর্যায় বাঘ ঘুমন্ত অবস্থায় সিংহকে হত্যা
করে। তখন ভালুক অনুমান করে যে, সর্দার হতে বাঘ তাকেও ছাড় দিবে না। যে কোন সময় বাঘ তাকেও আক্রমণ করতে পারে। তাই ভালুক এক ফাঁদ পেতে ঘুমের ভান করে থাকে। রাতে বাঘ চুপি চুপি ভালুকের খোঁজে যায়। কাছাকাছি পৌঁছে সে ভালুকের ওপর ঝাপিয়ে পড়ে । ঠিক তখনই ভালুক অন্য পাশে লাফিয়ে পড়ে । ফলে ভালুকের পেতে রাখা ফাঁদে পড়ে বাঘ মারা যায়। বাঘ ও সিংহের মৃত্যুর পর ভালুক একা হয়ে যায়। তখন হরিণগুলো তরুন সর্দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ভালুককে গুতিয়ে গুতিয়ে হত্যা করে। আর এভাবেই বনে তরুন হরিণ সর্দার তার গোষ্ঠীকে রক্ষা করলো।
এই গল্পের শিক্ষাণীয় দিক:


image



═══════════
✪ ঘোষিত বিষয়ের মূল উদ্দেশ্য অনেক সময়
অঘোষিত থাকে।
✪ শত্রুর শক্তি বিভাজন করতে পারলে পরাভূত করা সহজ।
✪ ক্ষমতার মোহ, বিশ্বাসঘাতক সৃষ্টি করে।
✪ লোভে পা দিলে, ফাঁদে পড়তে হবে।
✪ ক্ষমতার লোভে পতন অবশ্যম্ভাবী।
✪ দল রক্ষায় তরুনরা যোগ্য ।
✪ লোভে পাপ, পাপে মৃত্যু।

Comments

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়