রাগ, অস্থিরতা, হীনমন্যতা ও অন্তরের সৌন্দর্যতা !

রাগ, অস্থিরতা, হীনমন্যতা ও অন্তরের সৌন্দর্যতা !

image

অল্পতে রেগে যাওয়া যাবে না !
একজন মানুষের সবচে বড় শত্রু তার রাগ । নিজের
অতীত ব্যক্তিগত অবস্থা পর্যবেক্ষণ করে বলছি-
জীবনে প্রত্যেক অসফলতার পেছনে এই
দোষটি জড়িত । হুট করে সিদ্ধান্ত নেওয়া , আবার
পরে তার জন্য লজ্জিত হওয়া কখনো মুমিন/মুমিনার
চারিত্রিক গুণ হতে পারেনা ।
মুমিনরা অধিক সহনশীল , বিনয়ী ও সবরের সাথে
যেকোন অবস্থা পর্যবেক্ষনকারী হয় । তারা
কখনো অল্পতেই রাগে না । তারা সময়ে পানির মত
হয়ে যায় , আবার সময়ে আগুনের ফুল্কির মত হয়ে
উঠে । তাদের এই কোমলতা ও কঠিন অবস্থা
আল্লাহর জন্যই হয়ে থাকে । তারা এমন ভাবে চলা-
ফেরা করে যাতে শয়তান কখনো তাদের থেকে
আশ্রয়-প্রশ্রয় না পায় ।
এক কথায় একজন মুসলিম মুমিন-মুমিনা হওয়ার যোগ্যতা
অর্জন করার পর তার দ্বায়ীত্ব অনেক বেড়ে যায়
। তারা সহজে ভেংগে যায় না , আবার মুষড়েও
পরেনা । তাই অল্পতেই রেগে যাওয়াকে কন্ট্রল
করা সকলের অতীব জরুরী ।
আল্লাহ আমাদের জন্য সহজ করুন । আমীন ।
কথা বলার সময়ে যেসব ব্যাপারে স্মরণ
রাখা দরকার
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “কোন ব্যক্তির
মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা
শুনে তাই বলে বেড়ায়।” [মুসলিম]
#রিয়াদুস সলিহীন – ১৫৪৭
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “যে ব্যক্তি আল্লাহ
ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো
কথা বলে অন্যথায় চুপ থাকে।” [বুখারী,মুসলিম]
সুন্দর ব্যবহারের প্রত্যাশা !
“যখন আপনি কোন মানুষের সাথে সুন্দর ব্যবহার
করবেন, সেই মানুষটি ঠিক একই রকম ব্যবহার আপনার
সাথে না-ও করতে পারে। কিন্তু আপনি মন দিয়ে
খেয়াল করলে দেখবেন, আল্লাহ আপনার কাছে
অন্য কাউকে পাঠিয়েছেন যিনি তার চাইতেও
উত্তম ব্যবহার করেন।” – ইমাম ওমর সুলাইমান
অস্থিরতা !
অস্থিরতা হচ্ছে মানব জীবনের জন্য খুব খারাপ
একটা রোগ ! আপনি হয়তো সমস্যায় পতিত হওয়ার
সময় বা সমস্যায় পরার পর খুব বেশী চেষ্টা
করবেন যাতে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করা যায় ,
কিন্তু শয়তান আপনাকে সে সুযোগ দিতে চাইবেনা
। সে একরাশ অস্থিরতা নিয়ে আপনাকে অধৈর্য
করে তুলতে চাইবে যাতে আপনার নিয়মিত
আমালগুলো পালনে সমস্যা হয় এবং আপনি আল্লাহর
উপর আস্থা ও নিজের উপর কনফিডেন্ট হারিয়ে
হুযুগে সিদ্ধান্ত নেন । না ! এটা কখনো হতে
দিবেন না । যে আল্লাহর উপর ভরসা করে সমস্যা
সমাধানে চেষ্টা করে যায় তার জন্য আল্লাহই
যথেষ্ট । আল্লাহ তার প্রতি পুর্ণ বিশ্বাসী বান্দাদের
কখনো নিরাশ করেন না । আল্লাহ সবকিছুর জন্য
একটি পরিমাণ স্থির করে রেখেছেন । এইজন্য
আল্লাহর উপর গভীর ভাবে আস্থা রেখে নিজের
জীবনের প্রতিটি মুহুর্ত নিয়ে পুর্ণ সন্তুষ্ট
থাকতে হবে । আল্লাহ আমাদের জন্য সহজ করুন ।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
হীনমন্যতা !
সুন্দরী না বলে অনেক নারীই হীনমন্যতায়
ভোগেন। বন্ধু-বান্ধবের সাথে আলাপের সময়
বলেন, 'আরে দোস্ত আমারে বিয়া করবো কে
আমি কি তোর মত সুন্দরী?' কিন্তু সৌন্দর্য্যই যদি
সম্পর্কের ভিত্তি হতো, তাহলে সুন্দরী
নারীদের কি কখনো ডিভোর্স হতো?! শুধু
সৌন্দর্য্য দেখে যে পুরুষ আজ বিয়ে করতে চায়,
সে কাল আরো বেশি সুন্দরী নারী দেখলে
তার পিছে ছুটবে না এর গ্যারান্টি কি??
প্রত্যেক নারীই সুন্দর! এ বাহ্যিক যৌন্দর্য্যের
চাইতে অনেক বেশি জরুরি তার আচার-ব্যবহার আর
চারিত্রিক সৌন্দর্য্য। বাইরের চেহারার চাইতে তাই
নিজের অন্তরকে সুন্দর করার প্রচেষ্টা করুন। -
Sirajum Munira Shimu
আসল সৌন্দর্য হচ্ছে ' অন্তরের সৌন্দর্যতা !
শারীরিক সৌন্দর্য প্রকৃত সৌন্দর্য নয় , আসল সৌন্দর্য
হচ্ছে ' অন্তরের সৌন্দর্যতা ' । যে অন্তর
আল্লাহ্র ভয়ে তটস্থ থাকে এবং সরবস্থায় আল্লাহ্র
উপর সন্তুষ্ট থাকে ।
"শারিরীক সৌন্দর্য যত বেশীই হোক না কেন,
তার মূল্য হৃদয়ের সৌন্দর্যের সামান্য অংশের তুলনায়
খুবই সামান্য" -সাদ তাসলীম
*হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
"চারটি বিষয়কে সামনে রেখে মেয়েদেরকে
বিয়ে করা যেতে পারেঃ তার ধন সম্পদ, তার
বংশমর্যাদা, তার রূপ-সৌন্দর্য ও তার ধর্মপরায়নতা।
এক্ষেত্রে ধর্মপরায়ন স্ত্রী লাভে বিজয়ী হও,
তোমার হাত কল্যাণে ভরে যাবে।" [বুখারী ও
মুসলিম] * রিয়াদুস সালেহীন - ৩৬৫
*হযরত আব্দুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু
থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
"সমগ্র পৃথিবীটাই সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে
কল্যাণকর ও উত্তম সম্পদ হল চরিত্রবান নেককার
স্ত্রী।" [মুসলিম]
*রিয়াদুস সালেহীন – ২৮০
সংকলনে - বিবাহ একটি উত্তম বন্ধুত্ব ডেস্ক।

Comments

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়