বিয়ে করুন জান্নাতের পথে চলার উদ্দেশ্যে।
ফয়েজঃ আসসালামু আলাইকুম, আপনি কী সাদিয়া।

অলাইকুম আসসালাম হ্যাঁ আমিইই সাদিয়া।
ফয়েজঃ ভাইয়া আপনার সাথে দেখা করতে বললো তাই আসলাম, আসলে আপনার সাথে কিছু জরুরি কথা বলা দরকার।
এই মূহুর্তে আমার কিছুই নেয় চাকরি নেই
লেখা পড়া মাত্র শেষ হলো, সুতরাং বুঝতেই পারছেন বিয়ের জন্য যে একটা মানসিক প্রস্তুতি তার কোনটাই আমার নেয়।
আমি জানি ভাইয়া আপনাদের ফ্যামিলি কে অনেক পছন্দ করে , তাই তারা চায় আমি আপনাকে বিয়ে করি ।

সাদিয়াঃ জি, আমিও তো তাই চাই
ফয়েজঃ আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি আপনি হয়তো তা বুঝতে পারেন নি।
বাবা মা মারা যাবার পর থেকে ভাইয়েরা আমার দেখাশোনা করেছে বা এখনো করছে, এই কৃতজ্ঞতা স্বরুপ তো আমি আপনার মতো একজনের জীবন কে ভবিষ্যতের অন্ধকারে ঠেলে দিতে পারিনা

সাদিয়াঃ আপনি অন্ধকার বলছেন কেন?
কিছু নেয় বলেই তো আমি আপনাকে বিয়ে করতে যাচ্ছি।
ধরুন আমি একজন টাকা ওয়ালা কাউকে কে বিয়ে করলাম, কিন্তু বিয়ের পরদিন সে মারা যেতে ও অথবা তার সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে,
আমি তো টাকা বাড়ি গাড়ি এসব দেখে বিয়ে করতে চাই না।
আমি চাই একজন ভালো মানুষ , তাছাড়া আজকালকার ছেলেদের যে অবস্থা তারা যেভাবে চলাফেরা করে তাদের মধ্যে ভালো ছেলে পাওয়াটা খুবই মুশকিল।
আমি যতটুকু জেনেছি আপনি একজন বিশ্বাসী মানুষ এবং প্রাকটিসিং মুসলিম।

ফয়েজঃ কিন্তু একটা ব্যপার কি দেখেন, জীবনে চলতে গেলে টাকাটা অনেক বেশী জরুরি , আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব আপনি যেখানেই যান না কেন অর্থ ছাড়া আপনি কোন দাম পাবেন না।
সাদিয়াঃ আপনি কী মনে করেন? এই ইটের জেলখানার ভিতরে সুখ আছে, সেখানে আছে মোহ ,লোভ লালসা আর নষ্টামি।
তারা সম্ভবতঃ পিছনে ছুটটে গিয়ে নিজদের কে হারিয়ে ফেলে,
স্বামী- স্ত্রীর মাঝে কোন ভালবাসা নেয়,
বাবা সন্তান কে দেখতে পারে না, সন্তান বাবা কে দেখতে পারে না। আমি তো এমন চাই না। আমি চাই একটুকু জান্নাত, যার তুলনায় এ দুনিয়ার সমস্ত সম্পদ খুবই তুচ্ছ।

ফয়েজঃ আমদের বিয়ে টা ছিলো খুব সাধারণ, মসজিদে গিয়ে বিয়ে করলাম তারপর কিছু জিলাপী কিনে গরীবদের মাঝে বিলি করলাম তারপর সারাদিন দুজনে মিলে ঘুরলাম।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

অলাইকুম আসসালাম হ্যাঁ আমিইই সাদিয়া।
ফয়েজঃ ভাইয়া আপনার সাথে দেখা করতে বললো তাই আসলাম, আসলে আপনার সাথে কিছু জরুরি কথা বলা দরকার।
এই মূহুর্তে আমার কিছুই নেয় চাকরি নেই
লেখা পড়া মাত্র শেষ হলো, সুতরাং বুঝতেই পারছেন বিয়ের জন্য যে একটা মানসিক প্রস্তুতি তার কোনটাই আমার নেয়।
আমি জানি ভাইয়া আপনাদের ফ্যামিলি কে অনেক পছন্দ করে , তাই তারা চায় আমি আপনাকে বিয়ে করি ।

সাদিয়াঃ জি, আমিও তো তাই চাই
ফয়েজঃ আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি আপনি হয়তো তা বুঝতে পারেন নি।
বাবা মা মারা যাবার পর থেকে ভাইয়েরা আমার দেখাশোনা করেছে বা এখনো করছে, এই কৃতজ্ঞতা স্বরুপ তো আমি আপনার মতো একজনের জীবন কে ভবিষ্যতের অন্ধকারে ঠেলে দিতে পারিনা

সাদিয়াঃ আপনি অন্ধকার বলছেন কেন?
কিছু নেয় বলেই তো আমি আপনাকে বিয়ে করতে যাচ্ছি।
ধরুন আমি একজন টাকা ওয়ালা কাউকে কে বিয়ে করলাম, কিন্তু বিয়ের পরদিন সে মারা যেতে ও অথবা তার সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে,
আমি তো টাকা বাড়ি গাড়ি এসব দেখে বিয়ে করতে চাই না।
আমি চাই একজন ভালো মানুষ , তাছাড়া আজকালকার ছেলেদের যে অবস্থা তারা যেভাবে চলাফেরা করে তাদের মধ্যে ভালো ছেলে পাওয়াটা খুবই মুশকিল।
আমি যতটুকু জেনেছি আপনি একজন বিশ্বাসী মানুষ এবং প্রাকটিসিং মুসলিম।

ফয়েজঃ কিন্তু একটা ব্যপার কি দেখেন, জীবনে চলতে গেলে টাকাটা অনেক বেশী জরুরি , আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব আপনি যেখানেই যান না কেন অর্থ ছাড়া আপনি কোন দাম পাবেন না।
সাদিয়াঃ আপনি কী মনে করেন? এই ইটের জেলখানার ভিতরে সুখ আছে, সেখানে আছে মোহ ,লোভ লালসা আর নষ্টামি।
তারা সম্ভবতঃ পিছনে ছুটটে গিয়ে নিজদের কে হারিয়ে ফেলে,
স্বামী- স্ত্রীর মাঝে কোন ভালবাসা নেয়,
বাবা সন্তান কে দেখতে পারে না, সন্তান বাবা কে দেখতে পারে না। আমি তো এমন চাই না। আমি চাই একটুকু জান্নাত, যার তুলনায় এ দুনিয়ার সমস্ত সম্পদ খুবই তুচ্ছ।

ফয়েজঃ আমদের বিয়ে টা ছিলো খুব সাধারণ, মসজিদে গিয়ে বিয়ে করলাম তারপর কিছু জিলাপী কিনে গরীবদের মাঝে বিলি করলাম তারপর সারাদিন দুজনে মিলে ঘুরলাম।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
Comments
Post a Comment