এক দ্বীনদার বউ আর এক আধুনিকা বউয়ের কাহিনী।
এক দ্বীনদার বউ আর এক আধুনিকা বউয়ের

ঘটনা-- ১
২০১০ সালে সেপ্টেম্বর মাস। বিয়ে করেছি মাত্র
৬ মাস আগে। তাই ঘরে নতুন বউ। তখনো একে-
অপরকে চেনা বাকী। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া একটি
ঘটনা তাকে আমার অন্তরের আরো কাছাকাছি এনে
দিল।
সে সময় প্রচণ্ড জ্বরে ভুগছিলাম। সাথে ছিল খুব
কাশি। ৩ দিন পর শুরু হলো ভীষণ ডায়রিয়া। সে
অবস্থায় এক রাতে কাঁথা গায়ে দিয়ে শুয়ে ছিলাম।
কিন্তু হঠাৎ প্রচণ্ড বমি আসল। বাথরুমে আর যেতে
পারলাম না। ঘরেই বমি করে দিলাম। বমির চাপে
পায়খানাও করে দিলাম কাপড়েই।
বউ দৌড়ে এসে আমাকে ধরলো। হাত ধরে
বাথরুমে নিয়ে নিজের হাতে কাপড় বদলে দিয়ে
শরীর মুছে দিল। অপরিষ্কার লুঙ্গি আমি নিজে
ধুতে চাইলে বউ আমাকে কড়া ভাষায় বলল
"হয়েছে। এখন ঘরে গিয়ে শুয়ে পড়। আমি পরে
এগুলো ধুয়ে দিব।" রুমে আসার পর বউ নিজের
হাতে মেঝে পরিষ্কার করল। কিছুই বললাম না শুধু
মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম।
ঘটনা-- ২
আমার দূর সম্পর্কের এক মামার ব্রেইন স্ট্রোক
করে একপাশ প্যারালাইজড হয়ে গেল। তাকে
দেখতে হাসপাতালে গেলাম রাতে। গিয়ে দেখি
মামী (আধুনিকা) মামাকে হাসপাতালে রেখে বাসায়
যাবার জন্য অস্থির হয়ে পড়েছে। দেখে খুব
খারাপ লাগল।
কয়েকদিন পর মামা কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেন।
তখনো পুরোপুরি সুস্থ নন। হাঁটতে-চলতে কষ্ট
হয়। সঠিক সেবা ও নিয়মিত ব্যায়াম করালে তিনি ধীরে
ধীরে সুস্থ হয়ে যাবেন। কিন্তু মামী মামার এরকম
নাজুক অবস্থাতেও তাকে বাসায় একলা ফেলে
বাপের বাড়ি থাকা শুরু করল। তার অযুহাত যে সে
এরকম অসুস্থ মানুষের সাথে থাকতে পারবে না।
.
এই হলো আজকের সমাজের অবস্থা। আমার
স্ত্রী ধর্মকে অন্তরে লালন করে। তাই সে তার
স্বামীর প্রতি ভালোবাসা ও কর্তব্য পালনে
নিষ্ঠাবান। অপরদিকে মামী ঠিক তার বিপরীত। তিনি
সারাদিন টিভি-মুভি আর মার্কেটিং-এ ব্যস্ত থাকেন।
স্বামী ও স্ত্রী একে অপরের পরিপূরক।
একজনের উপর আর একজনের রয়েছে দায়িত্ব।
আর ইসলাম মানুষকে যার যার অবস্থান থেকে
দায়িত্বশীল করে তোলে।
.
তাই পাত্র বা পাত্রী নির্বাচনে সবার আগে তার
দ্বীনকে প্রাধান্য দিতে হবে। নইলে দিল্লীকা
লাড্ডু খাবার পর সারা জীবন পস্তাতেই হবে।
Collected
কাহিনী।

ঘটনা-- ১
২০১০ সালে সেপ্টেম্বর মাস। বিয়ে করেছি মাত্র
৬ মাস আগে। তাই ঘরে নতুন বউ। তখনো একে-
অপরকে চেনা বাকী। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া একটি
ঘটনা তাকে আমার অন্তরের আরো কাছাকাছি এনে
দিল।
সে সময় প্রচণ্ড জ্বরে ভুগছিলাম। সাথে ছিল খুব
কাশি। ৩ দিন পর শুরু হলো ভীষণ ডায়রিয়া। সে
অবস্থায় এক রাতে কাঁথা গায়ে দিয়ে শুয়ে ছিলাম।
কিন্তু হঠাৎ প্রচণ্ড বমি আসল। বাথরুমে আর যেতে
পারলাম না। ঘরেই বমি করে দিলাম। বমির চাপে
পায়খানাও করে দিলাম কাপড়েই।
বউ দৌড়ে এসে আমাকে ধরলো। হাত ধরে
বাথরুমে নিয়ে নিজের হাতে কাপড় বদলে দিয়ে
শরীর মুছে দিল। অপরিষ্কার লুঙ্গি আমি নিজে
ধুতে চাইলে বউ আমাকে কড়া ভাষায় বলল
"হয়েছে। এখন ঘরে গিয়ে শুয়ে পড়। আমি পরে
এগুলো ধুয়ে দিব।" রুমে আসার পর বউ নিজের
হাতে মেঝে পরিষ্কার করল। কিছুই বললাম না শুধু
মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম।
ঘটনা-- ২
আমার দূর সম্পর্কের এক মামার ব্রেইন স্ট্রোক
করে একপাশ প্যারালাইজড হয়ে গেল। তাকে
দেখতে হাসপাতালে গেলাম রাতে। গিয়ে দেখি
মামী (আধুনিকা) মামাকে হাসপাতালে রেখে বাসায়
যাবার জন্য অস্থির হয়ে পড়েছে। দেখে খুব
খারাপ লাগল।
কয়েকদিন পর মামা কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেন।
তখনো পুরোপুরি সুস্থ নন। হাঁটতে-চলতে কষ্ট
হয়। সঠিক সেবা ও নিয়মিত ব্যায়াম করালে তিনি ধীরে
ধীরে সুস্থ হয়ে যাবেন। কিন্তু মামী মামার এরকম
নাজুক অবস্থাতেও তাকে বাসায় একলা ফেলে
বাপের বাড়ি থাকা শুরু করল। তার অযুহাত যে সে
এরকম অসুস্থ মানুষের সাথে থাকতে পারবে না।
.
এই হলো আজকের সমাজের অবস্থা। আমার
স্ত্রী ধর্মকে অন্তরে লালন করে। তাই সে তার
স্বামীর প্রতি ভালোবাসা ও কর্তব্য পালনে
নিষ্ঠাবান। অপরদিকে মামী ঠিক তার বিপরীত। তিনি
সারাদিন টিভি-মুভি আর মার্কেটিং-এ ব্যস্ত থাকেন।
স্বামী ও স্ত্রী একে অপরের পরিপূরক।
একজনের উপর আর একজনের রয়েছে দায়িত্ব।
আর ইসলাম মানুষকে যার যার অবস্থান থেকে
দায়িত্বশীল করে তোলে।
.
তাই পাত্র বা পাত্রী নির্বাচনে সবার আগে তার
দ্বীনকে প্রাধান্য দিতে হবে। নইলে দিল্লীকা
লাড্ডু খাবার পর সারা জীবন পস্তাতেই হবে।
Collected
Comments
Post a Comment