আল্লাহর সাহায্য পাওয়ার উপায় ১১

আল্লাহর সাহায্য পাওয়ার উপায়।

মুহাদ্দিস রবিউল বাশার
(পুর্ব প্রকাশিত হওয়ার পর)

(৯)আল্লাহর সাহায্য পাওয়ার নবম শর্ত আল্লাহ
ভীতি সহকারে সমস্ত কাজ সম্পাদন করা!
তাকওয়া ভিত্তিক সমস্ত কাজ করা। আল্লাহকে ভয়
করে জীবন যাপন করা। আল্লাহর ভয় ইবলিসেরও আছে। ঐ
ভয়ে আল্লাহর সাহায্য পাওয়া যায় ন। বদর যুদ্ধের সময়
ইবলিস সুরাকা বিন মালেকের আকৃতি ধারন করে রাসুলুল্লাহ
(সাঃ) এর বিরুদ্ধে মুশরিক সৈন্যবাহিনীকে উৎসাহ জন্য
বলে আমি কেনানা গোত্রের নেতা। এই গোত্রের
পক্ষথেকে তোমাদের ভয় নেই। আমি তোমাদের
প্রতিবেশী হিসাবে সাহায্য করবো, ক্ষতি করবো না।
কুরাইশদের ভয় হচ্ছিল কেনানা গোত্রের
পক্ষথেকে কুরাইশ গোত্র পুরুষশুন্য মনে করে আক্রমন
করে কিনা? ইবলিশ তাদের ভয়মুক্ত করা এবং সাহস
যোগাবার জন্য কেনানা গোত্রের নেতা সুরাকা বিন
মালিকের আকৃতি ধারন করে সমমনা ও সহযোগী সাজে।
ইবলিস মুশরিকদের সাহস যোগায়ে এবং ভয়মুক্ত
করে বলে, আজ তোমাদেরকে কেউ পরাজিত
করতে পারবে না। আর আমি তোমাদের প্রতিবেশী। মুমিন
এবং মুশরিক দল যখন পরস্পর মুকাবালার সময়
পরস্পরকে দেখে, তখন পিছন
ফিরে পালাতে থাকে এবং মুশরিকসৈন্যবাহি
নীকে বলতে থাকে, তোমাদের সাথে আমার কোন সম্পর্ক
নেই, আমি এমন কিছু দেখতে পাচ্ছি,
যা তোমরা দেখতে পাচ্ছ না, আমার আল্লাহর ভয় হচ্ছে।
আর আল্লাহ নিশ্চয় কঠিন শাস্তিদাতা। তাই
এঘটনা উল্লেখ করে আল্লাহ বলেন,
ﻭﺍﺫ ﺯﻳﻦ ﻟﻬﻢ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﺍﻋﻤﺎﻟﻬﻢ ﻭﻗﺎﻝ ﻻﻏﺎﻟﺐ ﻟﻜﻢ
ﺍﻟﻴﻮﻡ ﻣﻦ ﺍﻟﻨﺎﺱ ﻭﺍﻧﻲ ﺟﺎﺭ ﻟﻜﻢ ﻓﻠﻤﺎ ﺗﺮﺍﺋﺖ ﺍﻟﻔﺌﺘﺎﻥ
ﻧﻜﺺ ﻋﻠﻲ ﻋﻘﺒﻴﻪ ﻭﻗﺎﻝ ﺍﻧﻲ ﺑﺮﻳﺊ ﻣﻨﻜﻢ ﺍﻧﻲ ﺍﺭﻱ
ﻣﺎﻻ ﺗﺮﻭﻥ ﺍﻧﻲ ﺍﺧﺎﻑ ﺍﻟﻠﻪ ﻭﺍﻟﻠﻪ ﺷﺪﻳﺪ ঐ(রআ থ্রঅ
ﺍﻟﻌﻘﺎﺏ সময়কে স্মরন কর) যখন শাইতান তাদের
(কুরাইশ মুশরিকদের) কার্যাবলীকে সসজ্জিত
করে দেখাচ্ছিল এবং বলছিল, মানুষের কেউ আজ তোমাদের
কে পরাজিত করতে পারবে না। আর নিশ্চয় আমি তোমাদের
প্রতিবেশী। তারপর যখন উভয় দল পরস্পরকে দেখল ,
তখন সে পিছনে পালালো। আর বললো নিশ্চয় আমার
তোমাদের সাথে কোন সম্পর্ক নেই। নিশ্চয়
আমি যা দেখতে পাচ্ছি, তোমরা তা দেখতে পাচ্ছনা।
নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। আর আল্লাহ কঠিন
শাস্তিদাতা। (সুরা আলআনফাল,আয়াত নং ৪৮)
ইবলিস ফেরেস্তাদের অবতীর্ণ হতে দেখে, আল্লাহর
সাহায্য অবতীর্ন হতে দেখে ভড়কে যায়, আল্লাহকে ভয়
করার কথা উল্লেখ করে, এ ভয় শাইতানের নাফরমানী দুর
করতে পারেনি। আল্লাহর যে ভয় নাফরমানী দুর
করতে পারেনি, সে রকম আল্লাহর ভয় মুলত
শাইতানী আল্লাহর ভয়।
যে খোদাভীতি পুর্ন ইসলাম মুতাবিক চলতে বাধ্য করে,
সে খোদাভীতিতে আল্লাহর সাহায্য পাওয়া যায়।
যে খোদাভীতি পুর্ন ইসলাম মানতে উদ্বুদ্ধ করেনা,
তা মুলত শাইতানী খোদাভীতি। তাতে মানুষকে সৎ বানায়
না। আল্লাহর তাকওয়া
(ভয়) থাকলে, শত্রুশক্তি ও ষড়যন্ত্র মুসলমানদের কোন
ক্ষতি করতে পারবে না।
আল্লাহ বলেন, ﻭﺍﻥ ﺗﺼﺒﺮﻭﺍ ﻭﺗﺘﻘﻮﺍ ﻻﻳﻀﺮﻛﻢ ﻛﻴﺪﻫﻢ
রআ থ্রঅ
ﺷﻴﺌﺎ যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন
করো, তাহলে তাদের (শত্রুদের) ষড়যন্ত্র কোন
ক্ষতি করতে পারবে না। (সুরা আলে ইমরান, আয়াত নং
)
আল্লাহ ভীতি মুতাবিক জীবন যাপন করলে, আল্লাহর
সাহায্য পাওয়া যায়। (চলবে)

Comments

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়