কুরবানীর পদ্ধতি ও দোয়া ৮

ঈদুল আদ্বহা ও কুরবানী।

মুহাম্মাদ রবিউল বাশার .

(পুর্ব প্রকাশিত হওয়ার পর)

কুরবানী করার পদ্ধতি ও দুআ :

কুরবানী করার পুর্বে উট ছাড়া অন্যান্য
জীবকে নিম্মলিখিতভাবে কুরবানী করতে হবে।
(ক) ক্বেবলামুখী করে শোয়াতে হবে। (খ)
ছুরী খুব ভালকরে ধার দিতে হবে, যেন জবেহ
করতে সলাস্যা না হয়। পশু কষ্ট পায়! (গ)
যথাসম্ভব নিজে জবেহ করতে হবে। নিজে জবেহ
করা সম্ভব নাহলে কুরবানীর সময় নিকট
থাকতে হবে। (ঘ) জবেহ করার সময় নির্মোক্ত
দুআ পড়তে হবে।
ﻭﺟﻬﺖ ﻭﺟﻬﻲ ﻟﻠﺬﻱ ﻓﻄﺮ ﺍﻟﺴﻤﻮﺍﺕ ﻭﺍﻻﺭﺽ
ﺣﻨﻴﻔﺎﻭﻣﺎﺍﻧﺎ ﻣﻦ ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ ﺍﻥ ﺻﻠﻮﺗﻲ ﻭﻧﺴﻜﻲ
ﻭﻣﺤﻴﺎﻱ ﻭﻣﻤﺎﺗﻲ ﻟﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﺎﻟﻤﻴﻦ ﻻﺷﺮﻳﻚ ﻟﻪ
ﻭﺑﺬﺍﻟﻚ ﺍﻣﺮﺕ ﻭﺍﻧﺎﺍﻭﻝ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ
(ঙ) "বিসমিল্লাহি আল্লাহু আকবার
"বলে জবেহ করতে হবে!
(চ) জবেহ করার পর নির্মোক্ত দুআ
পড়তে হবে। ﺍﻟﻬﻢ ﺗﻘﺒﻠﻪ ﻣﻨﻲ ﻛﻤﺎ ﺗﻘﺒﻠﺖ ﻣﻦ
ﺣﺒﻴﺒﻚ ﻣﺤﻤﺪ ﻭﺧﻠﻴﻠﻚ ﺍﺑﺮﺍﻫﻴﻢ ﻋﻠﻴﻬﻤﺎ ﺍﻟﺼﻠﻮﺓ
ﻭﺍﻟﺴﻼﻡ
(চলবে)

Comments

  1. আলহাদুলিল্ল আপনার আলো চনা আমার কাছে খুব ভালোলাগে

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়