আল্লাহর সাহায্য পাওয়ার উপায় ১২
আল্লাহর সাহায্য পাওয়ার উপায়।
মুহাম্মাদ রবিউল বাশার
(পুর্ব প্রকাশিত হওয়ার
পর)
আল্লাহর সাহায্য পাওয়ার দশম হলো শর্ত
খালিচভাবে আল্লাহ মুখী হওয়া।
বিশ্বের মালিকানা ও
সার্বভৌমক্ষমতা আল্লাহর। তাৃরই সৃষ্টি ও গোলাম
মানুষ। তাঁরই নির্দেশ ও বিধান পালন
করবে মানুষ খালিচভাবে একমাত্র তাঁরই
সন্তুষ্টি কামনায়। তাঁরই জন্য সবকিছু করলে তাঁর
সাহায্য পাওয়া যায়। আল্লাহ বলেন, ﺍﻥ ﺍﻟﻠﻪ
ﻣﻊ ﺍﻟﺬﻳﻦ ﺍﺗﻘﻮﺍ ﻭﺍﻟﺬﻳﻦ ﻣﺤﺴﻨﻮﻥ
ﻫﻢ
অর্থ নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন,
যারা তাকওয়া অবলম্বন
করে চলেছে এবং উত্তমকর্মসম্পাদনকারী।
(সুরা আল নাহল, শেষ আয়াত)
আল্লাহ আরো বলেন,
ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻳﺤﺐ ﺍﻟﻤﺤﺴﻨﺒﻦ
অর্থ নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।
(সুরা আল বাকারা)
আল্লাহর রাসুল (সাঃ) বলেন, ইহসান
হলো তুমি এমনভাবে ইবাদাত করো যেন
তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি ঐ
ভাব সৃষ্টি না করতে পার, তাহলে
তুমি এই বিশ্বাস করবে যে,
তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। (সহীহ বুখারী ও
মুসলিম)
একব্যাক্তি রাসুলুল্লাহ (সাঃ) এর
কাছে জিঙ্গাসা করে, কোন ব্যাক্তি ইসলামের
বিজয়ের চেষ্টা কর। তার উদ্দেশ্য আল্লাহর
সন্তুষ্টি ও স্মৃতি রেখে যাওয়া! কোন সাওয়াব
পাবে কিন? তিনি বলেন, কোন পারিশ্রমিক
পাবেনা। তিনবার প্রশ্ন করলে তিনবার একই
জবাব দিলেন। চতুর্থবার প্রশ্নের জবাবে বলেন
ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻻﻳﻘﺒﻞ ﻣﻦ ﺍﻟﻌﻤﻞ ﺍﻻ ﻣﺎﻛﺎﻥ ﻟﻪ
ﺧﻠﺼﺎ ﻭﺍﺑﺘﻐﻲ ﺑﻪ য়চ্শিন থ্রঅ
ﻭﺟﻬﻪ আল্লাহ কোন আমল কবুল করবেন
না কিন্তু যে কাজটি খালিচভাবে তাঁরই জন্য
এবং তাঁরই সন্তুষ্টি কামনায় করা হয়। (তারগীব)
আল্লাহর ই জন্য কর্মসম্পাদন করলে আল্লাহ
তা কবুল করেন, ভালবাসেআ ও সাহায্য করেন।
(চলবে)
মুহাম্মাদ রবিউল বাশার
(পুর্ব প্রকাশিত হওয়ার
পর)
আল্লাহর সাহায্য পাওয়ার দশম হলো শর্ত
খালিচভাবে আল্লাহ মুখী হওয়া।
বিশ্বের মালিকানা ও
সার্বভৌমক্ষমতা আল্লাহর। তাৃরই সৃষ্টি ও গোলাম
মানুষ। তাঁরই নির্দেশ ও বিধান পালন
করবে মানুষ খালিচভাবে একমাত্র তাঁরই
সন্তুষ্টি কামনায়। তাঁরই জন্য সবকিছু করলে তাঁর
সাহায্য পাওয়া যায়। আল্লাহ বলেন, ﺍﻥ ﺍﻟﻠﻪ
ﻣﻊ ﺍﻟﺬﻳﻦ ﺍﺗﻘﻮﺍ ﻭﺍﻟﺬﻳﻦ ﻣﺤﺴﻨﻮﻥ
ﻫﻢ
অর্থ নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন,
যারা তাকওয়া অবলম্বন
করে চলেছে এবং উত্তমকর্মসম্পাদনকারী।
(সুরা আল নাহল, শেষ আয়াত)
আল্লাহ আরো বলেন,
ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻳﺤﺐ ﺍﻟﻤﺤﺴﻨﺒﻦ
অর্থ নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।
(সুরা আল বাকারা)
আল্লাহর রাসুল (সাঃ) বলেন, ইহসান
হলো তুমি এমনভাবে ইবাদাত করো যেন
তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি ঐ
ভাব সৃষ্টি না করতে পার, তাহলে
তুমি এই বিশ্বাস করবে যে,
তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। (সহীহ বুখারী ও
মুসলিম)
একব্যাক্তি রাসুলুল্লাহ (সাঃ) এর
কাছে জিঙ্গাসা করে, কোন ব্যাক্তি ইসলামের
বিজয়ের চেষ্টা কর। তার উদ্দেশ্য আল্লাহর
সন্তুষ্টি ও স্মৃতি রেখে যাওয়া! কোন সাওয়াব
পাবে কিন? তিনি বলেন, কোন পারিশ্রমিক
পাবেনা। তিনবার প্রশ্ন করলে তিনবার একই
জবাব দিলেন। চতুর্থবার প্রশ্নের জবাবে বলেন
ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻻﻳﻘﺒﻞ ﻣﻦ ﺍﻟﻌﻤﻞ ﺍﻻ ﻣﺎﻛﺎﻥ ﻟﻪ
ﺧﻠﺼﺎ ﻭﺍﺑﺘﻐﻲ ﺑﻪ য়চ্শিন থ্রঅ
ﻭﺟﻬﻪ আল্লাহ কোন আমল কবুল করবেন
না কিন্তু যে কাজটি খালিচভাবে তাঁরই জন্য
এবং তাঁরই সন্তুষ্টি কামনায় করা হয়। (তারগীব)
আল্লাহর ই জন্য কর্মসম্পাদন করলে আল্লাহ
তা কবুল করেন, ভালবাসেআ ও সাহায্য করেন।
(চলবে)
Comments
Post a Comment