আল্লাহর সাহায্য পাওয়ার উপায় ১০
আল্লাহর সাহায্য পাওয়ার উপায়।
মুহাম্মাদ রবিউল বাশার
(পুর্ব প্রকাশিত হওয়ার
পর) (১০)
(৮)আল্লাহর সাহায্য পাওয়ার অষ্টম শর্ত আল্লাহর
উপর তাওয়াক্কুল করা।
সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কার্য সম্পাদন
করা, সাহায্য করা,
বিজয়ী করা ইত্যাদি সবকিছুর মালিক আল্লাহ্।
তাঁর সাহায্য ও সহায়তা ছাড়া বিজয়ী লাভ
করা এবং সফলতা অর্জন সম্ভব নয়। তাই আল্লাহর
সাহায্যের উপর নির্ভরশীল
হওয়া মুমিনদের উচিৎ। আল্লাহ যখন দেখবেন
বান্দাহ আমার সাহায্যের উপর নির্ভরশীল। অন্য
সকল শক্তি থেকে মুখ ফুরিয়ে নিয়েছে এবং আমার
দিকে মুখ নিবদ্ধ করে রেখেছে। নিজের শক্তি ও
সামর্থ অনুযায়ী চেষ্টা সাধনা করছে, তখন
আল্লাহ সাহায্য করার জন্য অগ্রসর হন। আল্লাহ
বলেন,
ﺍﻥ ﻳﻨﺼﺮﻛﻢ ﺍﻟﻠﻪ ﻓﻼﻏﺎﻟﺐ ﻟﻜﻢ ﻭﺍﻥ ﻳﺨﺬﻟﻜﻢ ﻓﻤﻦ
ﺫﺍﺍﻟﺬﻱ ﻳﻨﺼﺮﻛﻢ ﻣﻦ ﺑﻌﺪﻩ ৮ ﻭﻋﻠﻲ ﺍﻟﻠﻪ ﻓﻠﻴﺘﻮﻛﻞ
ﺍﻟﻤﺆﻣﻨﻮﻥ
অর্থ যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন,
তাহলে কেউ তোমাদের পরাজিত
করতে পারবে না। আর যদি তিনি তোমাদের
সাহায্য করা ত্যাগ করেন, তাহল এমন
কে আছে যে, আল্লাহর পরে তোমাদের সাহায্য
করবেন? আর আল্লাহর
উপরেই মুমিনদের নির্ভর করা উচিৎ।
(সুরা আলে ইমরান, আয়াত নং ১৬০)
আল্লাহর উপর ভরসা ও নির্ভর করে নিজের
দায়িত্ব ও কর্তব্য পালন করলে আল্লাহর সাহায্য
পাওয়া যায়। নিজেদের সংখ্যাধিক্য ও
সাজসরান্জামের উপর নির্ভর করলে আল্লাহর
সাহায্য বঞ্চিত হতে হয়।
মাক্কা মুয়াজ্জামা বিজয়ের পর হুনাইন
যুদ্ধে চৌদ্দহাজার মুসলিম বাহিনী ও অনেক
অস্ত্রসস্ত্র সাথে নিয়ে মুসলিমগন অগ্রসর
হয়েছিলেন, যা ইতিপুর্ব ছিল না।
ইতিপুর্বে সংখ্যায় যোদ্ধা ছিল অনেক কম,
অস্ত্রসস্ত্র ও সেজসরন্জামও ছিল অনেক কম,
এতেদসত্বেও মুসলিমদের বিজয় হয়। এবার বিজয়
প্রায় অবধারিত মনে করা হয়। বিগত
যুদ্ধসমুহে বিজয় যেমন হয়েছিল, এবার বিজয় হাত
ছাড়া হবেনা মনে করা হয়। আল্লাহ তায়ালার
উপর নির্ভরশীলতা কমে যায়। তাই আল্লাহ
শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক পরাজয় দেন।
এবং পরে বিজয় দান করেন। আল্লাহ বলেন,
ﻟﻘﺪﻧﺼﺮﻛﻢ ﺍﻟﻠﻪ ﻓﻲ ﻣﻮﺍﻃﻦ ﻛﺜﻴﺮﺓ ﻭﻳﻮﻡ ﺣﻨﻴﻦ ﺍﺫ
ﺍﻋﺠﺒﺘﻜﻢ ﻛﺜﺮﺗﻜﻢ ﻓﻠﻢ ﺗﻐﻦ ﻋﻨﻜﻢ ﺷﻴﺌﺎ ﻭﺿﺎﻗﺖ
ﻋﻠﻴﻜﻢ ﺍﻻﺭﺽ ﺑﻤﺎﺭﺣﺒﺖ ﺛﻢ ﻭﻟﻴﺘﻢ ﻣﺪﺑﺮﻳﻦ
অর্থ (২৫)নিশ্চয় আল্লাহ তোমাদের অনেক
ক্ষেত্রে সাহায্য করেছেন এবং হুনাইনের
দিনেও, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের
প্রফুল্য করেছিল। কিন্তু তা তোমাদের কোন
কাজে আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্বেও
তোমাদের জন্য সংকুচিত হয়েছিল। অতঃপর
পৃ্ষ্ঠপ্রদর্শন করে পলায়ন করেছিলে।
(সুরা তাওবা)
এই আয়েত থেকে জানা যায় যে, আল্লাহর উপর
নির্ভশীলতার ঘাটতি হলে আল্লাহর সাহায্য
পাওয়া যায় না। তাঁদের সংখ্যাধিক্যের উপর
অনেকটা নির্ভরশীলতা এসে যায়। তাই প্রাথমিক
পরাজয় দেখা দেয়। (চলবে)
মুহাম্মাদ রবিউল বাশার
(পুর্ব প্রকাশিত হওয়ার
পর) (১০)
(৮)আল্লাহর সাহায্য পাওয়ার অষ্টম শর্ত আল্লাহর
উপর তাওয়াক্কুল করা।
সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কার্য সম্পাদন
করা, সাহায্য করা,
বিজয়ী করা ইত্যাদি সবকিছুর মালিক আল্লাহ্।
তাঁর সাহায্য ও সহায়তা ছাড়া বিজয়ী লাভ
করা এবং সফলতা অর্জন সম্ভব নয়। তাই আল্লাহর
সাহায্যের উপর নির্ভরশীল
হওয়া মুমিনদের উচিৎ। আল্লাহ যখন দেখবেন
বান্দাহ আমার সাহায্যের উপর নির্ভরশীল। অন্য
সকল শক্তি থেকে মুখ ফুরিয়ে নিয়েছে এবং আমার
দিকে মুখ নিবদ্ধ করে রেখেছে। নিজের শক্তি ও
সামর্থ অনুযায়ী চেষ্টা সাধনা করছে, তখন
আল্লাহ সাহায্য করার জন্য অগ্রসর হন। আল্লাহ
বলেন,
ﺍﻥ ﻳﻨﺼﺮﻛﻢ ﺍﻟﻠﻪ ﻓﻼﻏﺎﻟﺐ ﻟﻜﻢ ﻭﺍﻥ ﻳﺨﺬﻟﻜﻢ ﻓﻤﻦ
ﺫﺍﺍﻟﺬﻱ ﻳﻨﺼﺮﻛﻢ ﻣﻦ ﺑﻌﺪﻩ ৮ ﻭﻋﻠﻲ ﺍﻟﻠﻪ ﻓﻠﻴﺘﻮﻛﻞ
ﺍﻟﻤﺆﻣﻨﻮﻥ
অর্থ যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন,
তাহলে কেউ তোমাদের পরাজিত
করতে পারবে না। আর যদি তিনি তোমাদের
সাহায্য করা ত্যাগ করেন, তাহল এমন
কে আছে যে, আল্লাহর পরে তোমাদের সাহায্য
করবেন? আর আল্লাহর
উপরেই মুমিনদের নির্ভর করা উচিৎ।
(সুরা আলে ইমরান, আয়াত নং ১৬০)
আল্লাহর উপর ভরসা ও নির্ভর করে নিজের
দায়িত্ব ও কর্তব্য পালন করলে আল্লাহর সাহায্য
পাওয়া যায়। নিজেদের সংখ্যাধিক্য ও
সাজসরান্জামের উপর নির্ভর করলে আল্লাহর
সাহায্য বঞ্চিত হতে হয়।
মাক্কা মুয়াজ্জামা বিজয়ের পর হুনাইন
যুদ্ধে চৌদ্দহাজার মুসলিম বাহিনী ও অনেক
অস্ত্রসস্ত্র সাথে নিয়ে মুসলিমগন অগ্রসর
হয়েছিলেন, যা ইতিপুর্ব ছিল না।
ইতিপুর্বে সংখ্যায় যোদ্ধা ছিল অনেক কম,
অস্ত্রসস্ত্র ও সেজসরন্জামও ছিল অনেক কম,
এতেদসত্বেও মুসলিমদের বিজয় হয়। এবার বিজয়
প্রায় অবধারিত মনে করা হয়। বিগত
যুদ্ধসমুহে বিজয় যেমন হয়েছিল, এবার বিজয় হাত
ছাড়া হবেনা মনে করা হয়। আল্লাহ তায়ালার
উপর নির্ভরশীলতা কমে যায়। তাই আল্লাহ
শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক পরাজয় দেন।
এবং পরে বিজয় দান করেন। আল্লাহ বলেন,
ﻟﻘﺪﻧﺼﺮﻛﻢ ﺍﻟﻠﻪ ﻓﻲ ﻣﻮﺍﻃﻦ ﻛﺜﻴﺮﺓ ﻭﻳﻮﻡ ﺣﻨﻴﻦ ﺍﺫ
ﺍﻋﺠﺒﺘﻜﻢ ﻛﺜﺮﺗﻜﻢ ﻓﻠﻢ ﺗﻐﻦ ﻋﻨﻜﻢ ﺷﻴﺌﺎ ﻭﺿﺎﻗﺖ
ﻋﻠﻴﻜﻢ ﺍﻻﺭﺽ ﺑﻤﺎﺭﺣﺒﺖ ﺛﻢ ﻭﻟﻴﺘﻢ ﻣﺪﺑﺮﻳﻦ
অর্থ (২৫)নিশ্চয় আল্লাহ তোমাদের অনেক
ক্ষেত্রে সাহায্য করেছেন এবং হুনাইনের
দিনেও, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের
প্রফুল্য করেছিল। কিন্তু তা তোমাদের কোন
কাজে আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্বেও
তোমাদের জন্য সংকুচিত হয়েছিল। অতঃপর
পৃ্ষ্ঠপ্রদর্শন করে পলায়ন করেছিলে।
(সুরা তাওবা)
এই আয়েত থেকে জানা যায় যে, আল্লাহর উপর
নির্ভশীলতার ঘাটতি হলে আল্লাহর সাহায্য
পাওয়া যায় না। তাঁদের সংখ্যাধিক্যের উপর
অনেকটা নির্ভরশীলতা এসে যায়। তাই প্রাথমিক
পরাজয় দেখা দেয়। (চলবে)
Comments
Post a Comment