ঈদুল আদ্বহা ও কুরবানী
ঈদুল আদ্বহা ও কুরবানী
মুহাদ্দিস রবিউল বাশার
ভুমিকা : ঈদ অর্থ খুশী ও আনন্দ। খুশী ও আনন্দ
আপেক্ষিক বিষয়। কেহ আনন্দ পায় খেলাধুলা করে,
কেহ আনন্দ পায় গান -বাজনা করে, কেহ আনন্দ
পায় মদ -গাজা খেয়ে, কেহ আনন্দ পায় অশ্লীল
ছায়া ছবি ও সিনেমা দেখে, কেহ আনন্দ পায়
ইবাদাত -বন্দেগী করে, কেহ আনন্দ পায় বইপত্র
পড়াশুনা করে। এ আনন্দ ব্যাক্তিগত পর্যায়ে,
বিশেষ বিশেষ পর্যায়ে বিভিন্ন জাতির
লোকেরা সামষ্টিক আনন্দ প্রকাশ করে।
স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে ইত্যাদি।এসব
দিবসে বৈধ -অবৈধ বাদ বিচার না বিভিন্ন
পদ্ধতিতে আনন্দ প্রকাশ করা হয়ে থাকে।
ইসলাম বৎসরে দুটি দিন নির্ধারন করেছে,
যে দুটি দিনে সামষ্টিক ও জাতীয়ভাবে ঈদ -
খুশী -আনন্দ প্রকাশ করা হয়! রাসুলুল্লাহ
(সাঃ )যখন পবিত্র মাক্কা হিজরাত
করে মাদীনায় চলে আসেন ! তখন
দেখতে পান ,মাদীনা বাসিরা দুটি দিন
নির্ধারন করে রেখেছে ,ঐ দুইদিন খেলাধুলা ও
গানবাজনা করে আনন্দ ফুর্তি করতো ! আল্লাহর
রাসুল(সাঃ)বললেন ,আল্লাহ তায়ালা তোমাদের এই
দুই দিনের পরিবর্তে অন্য দুইদিন ঈদ উৎযাপন
করার জন্য দিয়েছেন !সেই দুটি দিন হলো (1)ঈদুল
ফিতর ও (2)ঈদুল আদ্বহা।
ﻋﻦ ﺍﻧﺲ ﺭﺽ ﻗﺎﻝ ﻗﺪﻡ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﺍﻟﻤﺪﻳﻨﺔ ﻭﻟﻬﻢ ﻳﻮﻣﺎﻥ ﻳﻠﻌﺒﻮﻥ ﻓﻴﻬﻤﺎ ﻓﻘﺎﻝ ﻣﺎ
ﻫﺬﺍﻥ ﺍﻟﻴﻮﻣﺎﻥ ؟ﻗﺎﻟﻮﺍ ﻛﻨﺎ ﻧﻠﻌﺐ ﻓﻴﻬﻤﺎ ﻓﻲ
ﺍﻟﺠﺎﻫﻠﻴﺔ ﻓﻘﺎﻝ ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻗﺪ ﺍﺑﺪﻟﻜﻢ ﺑﻬﻤﺎ ﺧﻴﺮﺍ ﻣﻨﻬﻤﺎ
ﻋﻴﺪ ﺍﻻﺿﺤﻲ ﻭﻋﻴﺪ ﺍﻟﻔﻄﺮ ﺭﻭﺍﻩ ﺍﺑﻮﺩﺍﻭﺩ ﻭﺍﻟﻨﺴﺎﺉ
ﻭﺍﻟﺘﺮﻣﺬﻱ
অর্থ হযরত আনাস (রাঃ) থেকে বর্নিত।
নাবী (সাঃ) মাদীনা মুনাওওরায় আগমন করেন।
সে সময় তাদের জন্য দুটি দিন ধায্য ছিল,
সে দুদিনে তারা আনন্দ করে।
মুহাদ্দিস রবিউল বাশার
ভুমিকা : ঈদ অর্থ খুশী ও আনন্দ। খুশী ও আনন্দ
আপেক্ষিক বিষয়। কেহ আনন্দ পায় খেলাধুলা করে,
কেহ আনন্দ পায় গান -বাজনা করে, কেহ আনন্দ
পায় মদ -গাজা খেয়ে, কেহ আনন্দ পায় অশ্লীল
ছায়া ছবি ও সিনেমা দেখে, কেহ আনন্দ পায়
ইবাদাত -বন্দেগী করে, কেহ আনন্দ পায় বইপত্র
পড়াশুনা করে। এ আনন্দ ব্যাক্তিগত পর্যায়ে,
বিশেষ বিশেষ পর্যায়ে বিভিন্ন জাতির
লোকেরা সামষ্টিক আনন্দ প্রকাশ করে।
স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে ইত্যাদি।এসব
দিবসে বৈধ -অবৈধ বাদ বিচার না বিভিন্ন
পদ্ধতিতে আনন্দ প্রকাশ করা হয়ে থাকে।
ইসলাম বৎসরে দুটি দিন নির্ধারন করেছে,
যে দুটি দিনে সামষ্টিক ও জাতীয়ভাবে ঈদ -
খুশী -আনন্দ প্রকাশ করা হয়! রাসুলুল্লাহ
(সাঃ )যখন পবিত্র মাক্কা হিজরাত
করে মাদীনায় চলে আসেন ! তখন
দেখতে পান ,মাদীনা বাসিরা দুটি দিন
নির্ধারন করে রেখেছে ,ঐ দুইদিন খেলাধুলা ও
গানবাজনা করে আনন্দ ফুর্তি করতো ! আল্লাহর
রাসুল(সাঃ)বললেন ,আল্লাহ তায়ালা তোমাদের এই
দুই দিনের পরিবর্তে অন্য দুইদিন ঈদ উৎযাপন
করার জন্য দিয়েছেন !সেই দুটি দিন হলো (1)ঈদুল
ফিতর ও (2)ঈদুল আদ্বহা।
ﻋﻦ ﺍﻧﺲ ﺭﺽ ﻗﺎﻝ ﻗﺪﻡ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﺍﻟﻤﺪﻳﻨﺔ ﻭﻟﻬﻢ ﻳﻮﻣﺎﻥ ﻳﻠﻌﺒﻮﻥ ﻓﻴﻬﻤﺎ ﻓﻘﺎﻝ ﻣﺎ
ﻫﺬﺍﻥ ﺍﻟﻴﻮﻣﺎﻥ ؟ﻗﺎﻟﻮﺍ ﻛﻨﺎ ﻧﻠﻌﺐ ﻓﻴﻬﻤﺎ ﻓﻲ
ﺍﻟﺠﺎﻫﻠﻴﺔ ﻓﻘﺎﻝ ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻗﺪ ﺍﺑﺪﻟﻜﻢ ﺑﻬﻤﺎ ﺧﻴﺮﺍ ﻣﻨﻬﻤﺎ
ﻋﻴﺪ ﺍﻻﺿﺤﻲ ﻭﻋﻴﺪ ﺍﻟﻔﻄﺮ ﺭﻭﺍﻩ ﺍﺑﻮﺩﺍﻭﺩ ﻭﺍﻟﻨﺴﺎﺉ
ﻭﺍﻟﺘﺮﻣﺬﻱ
অর্থ হযরত আনাস (রাঃ) থেকে বর্নিত।
নাবী (সাঃ) মাদীনা মুনাওওরায় আগমন করেন।
সে সময় তাদের জন্য দুটি দিন ধায্য ছিল,
সে দুদিনে তারা আনন্দ করে।
Comments
Post a Comment