আশুরার দিনে শোক মাতম মুহাদ্দিস রবিউল বাশার

(১)আল্লেহর রাসুল সাঃ বলেছেন,আল্লাহ ও শেষ
দিনে বিশ্বাসী কোন মুমিন ব্যক্তির জন্য হালাল নয় কোন
মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশী শোক পালন করা কিন্তু
স্বামীর জন্য স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে!
(সহীহ আল বুখারী)
(২)রাসুল্লাহ(সাঃ),হযরত আলী(রাঃ),হযরত
ফাতিমা (রাঃ)হযরত হাসান (রাঃ)এর জন্য কি এখন
শোক ,মাতম করা হয়?
(৩)হযরত ইমাম হুসাইন (রাঃ)শাহাদাতের পুর্বের
ঘটনা পড়ে দেখবেন তিনি বারবার পরিবারের জীবিত সদস্যদের
মাতম ও আহাজারী করতে নিষেধ করেছেন!
(৪)মুহার্রাম মাস সকল মুসলমানের শোকের মাস নয় !কেননা,
রাসুল(সাঃ) তিন দিনের উপরে শোক পালন করতে নিষেধ
করেছেন স্ত্রী ছাড়া !স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ
দিন শোক পালন করতে আল্লেহ বলেছেন! (সুরা আলবাকারা)
(৫)আল্লাহর রাসুল (সাঃ)আশুরার দিন
রোজা রাখতে বলেছেন!(সহীহবুখারী সহ অন্যান্য হাদীসের
কিতাব) এটা রহিত করার ক্ষমতা আর কারো নেই!
(৬)অন্তর দুঃখিত হওয়া ও চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হওয়ায়
দোষ নেই! মুখ দিয়ে আল্লাহর সন্তুষ্টির বাহিরে কোন
কথা বের হওয়াই দোষ!বুক চাপড়ানো , জামাকাপড় ছেড়া ও
বুকেপিঠে ছুরিকাঘাত করা দোষ !(সহীহ আল বুখারী)

Comments

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়