দেরিতে বিয়ে করার ফলে নারী ও পুরুষ যেসব ঝামেলার মুখোমুখি হতে পারে।
দেরিতে বিয়ে করার ফলে নারী ও পুরুষ
যেসব ঝামেলার মুখোমুখি হতে পারে।

পুঁজিবাদী সমাজের বেঁধে দেয়া বিয়ের
বয়সের কারণে "Late Marriage" এর প্রচলন
দিন দিন বেড়েই যাচ্ছে।এর প্রধান কারণ হল
পুঁজিবাদী সমাজ অর্থনীতিকে বেশি গুরুত্ব
দেয়।যেকোন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেবার
সময় তারা মূলত সে বিষয়ের "Economical "
দিকের কথা চিন্তা করেই সিদ্ধান্ত দেয়।
"Biological,Physical" দিক তারা বেশি গুরুত্ব
দেয় না।বিয়ের ক্ষেত্রেও তারা "Economical
" দিক বেশি গুরুত্ব দেয় যেখানে তাদের
বেশি গুরুত্ব দেবার কথা ছিল "Biological"
দিককে।ফলে যাই হবার তাই হচ্ছে,মানুষ
দেরি করে বিয়ে করে যৌন রোগ
বিশেষজ্ঞের কাছে যাচ্ছে,স্বামী/স্ত্রীর
অক্ষমতার কারণে ডিভোর্স এর ঘটনা বেশি
হচ্ছে। "Late Marriage" এর কারণে নারী-পুরুষ
উভয়ই তাদের বিবাহিত জীবনে নানা ধরনের
ঝামেলার মুখোমুখি হয়।
১)পুরুষরা সাধারণত যেসব ঝামেলার মুখে
পড়েঃবর্তমানে পুরুষরা নারীদের থেকে
অনেক বেশি "Late Marriage" করছে।কারণ
একটাই সেটা হল "ক্যারিয়ার"।বেশিরভাগ
পুরুষই এখন ৩০-৩৭ এই বয়সের মধ্য বিয়ে করছে
,ফলে অনেকেই বিবাহিত জীবনে নানান
ধরনের ঝামেলার মুখে পড়ছে।
ক) পুরুষ সবচেয়ে বেশি 'Fertile ' থাকে যখন
তাদের বয়স ২৪-২৫ বছর হয়।[১ ] বয়স বাড়ার
সাথে সাথে পুরুষের Fertility কমতে থাকে
যদিও নারীদের তুলনায় ধীরে কমে।বয়স্ক পুরুষ
তার স্ত্রীর " Miscarriage ( loss of an embryo
or fetus before the 20th week of pregnancy)" এ
অনেক বড় ভূমিকা পালন করে।পূঁজিবাদী
সমাজে নারীদের বয়স বৃদ্ধি পাবার সাথে
সাথে সন্তান জন্ম দানের ক্ষমতা হ্রাস
পাবার বিষয়টাকে যতটা গুরুত্বের সাথে
দেখা হয়,পুরুষদের ক্ষেত্রে ততটা গুরুত্বের
সাথে দেখে না।এই সম্পর্কে Dr. Harry Fisch
বলেন ,""Not only are men not aware of the
impact their age has on infertility, they deny it.
They walk around like they're 18 years old," [২]
২০০২ থেকে ২০০৬ এর মাঝে "Miscarriage" এর
সম্ভাবনা নিয়ে এক গবেষণায় দেখা যায়
যাদের বয়স ৩০-৩৪ বয়স তাদের "Miscarriage"
হবার সম্ভাবনা ১৬.৭% ,যাদের বয়স ৩৫-৩৯
তাদের ১৯.৫% এবং যাদের বয়স ৪০ এর উপর
তাদের ৩৩%।[৩] এছাড়া অনিয়ন্ত্রিত
হস্তমৈথুনের কারণে তো পুরুষের infertility
বাড়েই।আর দেরিতে বিয়ে হবার কারণে
অনেকেই বিকল্প হিসেবে হস্তমৈথুন কে
বেছে নিয়েছে।
খ) পুরুষ যদি দেরি করে সন্তান গ্রহণ করে
তাহলে সেই সন্তানের মাঝে জেনেটিক্যাল
এবনরমালিটি দেখার সম্ভাবনা থাকে।আর
এই সম্ভাবনা বয়স বৃদ্ধির সাথে সাথে বাড়তে
থাকে।একটি গবেষণায় দেখা গিয়েছে
যাদের বয়স ৪৫-৪৯ তাদের সন্তানের
Schizophrenia রোগ হবার দ্বিগুণ ঝুঁকি আছে
তাদের তুলনায় যাদের বয়স ২৫ বা তার কম।[৪]
গ) পুরুষের যৌন ক্ষমতাকে আপনি প্রাসের
গতিবেগের মত ভাবতে পারবেন।মানে পুরুষের
যৌন ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং
এক পর্যায়ে তা সর্বোচ্চ হয়ে আবার কমতে
শুরু করে।এই জন্য পুরুষের জন্য বিয়ে করার
সবচেয়ে ভাল সময় হল ১৮-২৭ এর মধ্যে।
সাধারণত ৩০ এর পর পুরুষের দেহে যৌন
হরমোন টেস্টোস্টেরনের উৎপাদন প্রতি বছরে
২% করে কমতে থাকে।[৫] বড়ই দুঃখের বিষয়
এইদেশের বেশিরভাগ পুরুষ ৩০ এর পর বিয়ে
করে এবং যৌনতা বিষয়ক সমস্যায় ভুগে আর
কলিকাতা হারবালের সাহায্য নেয়।তাছাড়া
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ২০-২৫ বছরের
একজন পুরুষ সংগমের পর মাত্র আধ ঘন্টার
মধ্যেই পুনরায় সংগম করার জন্য প্রস্তুত হয়।এক
সংগমের পর আরেক সংগমের জন্য প্রস্তুত
হওয়ার বিরতিকে 'Refractory Period" বলে।আর
এই 'Refractory Period" এর সময় বয়স বৃদ্ধি
পাবার সাথে সাথে বৃদ্ধি পায়।[৬] এর মানে
একজন ২০ বছরের পুরুষ একদিনে যতবার সংগম
করতে পারে একজন ৩০ বছরের পুরুষ ততবার
সংগম করতে সক্ষম নয়।
ঘ) বয়স বাড়ার সাথে সাথে পুরুষের স্পার্ম
কোয়ালিটি দুর্বল হতে থাকে।জার্মানির
বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে
বয়স বাড়ার সাথে সাথে একজন পুরুষের
স্পার্মের পরিমাণ কমতে থাকে (মানে
স্পামাটোজেনেসিস কমতে থাকে)
,স্পার্মের motility (ability to move toward its
destination, an awaiting egg) কমতে থাকে এবং
স্পার্ম গাঠনিকভাবে দুর্বল হতে থাকে।[৭]
Embryologist Yves Menezo এই বিষয়ে মত দেন
যে বয়স বাড়ার সাথে সাথে স্পার্মে Genetic
Defects সৃষ্টি হয়।[৮]এছাড়া পুরুষের যৌনাঙ্গও
দুর্বল হতে থাকে বয়স বাড়ার সাথে সাথে
কারণ যৌনাঙ্গের পেশীসমূহ দুর্বল হতে
থাকে। তাই এক কথায় বলা যায় যে সকল পুরুষ
২০-২৬/২৭ বয়সে বিয়ে করে তারা
বায়োলজিকাল দিক থেকে পূর্ণ সুখ লাভ
করতে পারবে।
২)নারীরা সাধারণত যে ধরনের ঝামেলার
মুখোমুখি হয়ঃ
ক) নারীরা দেরিতে বিয়ে করার ফলে যে
সমস্যা সবচেয়ে বেশি ভুগেন তা হল "
Miscarriage ( loss of an embryo or fetus before
the 20th week of pregnancy)" . একটি
গবেষণায় দেখা গিয়েছে,যাদের বয়স ২০-২৫
তাদের Miscarriage এর ঝুঁকি হল ১০
পার্সেন্ট,যাদের বয়স ২৬-৩০ তাদের ২০
পার্সেন্ট। [৯]
খ) নারীদের 'Fertility rate' ' (সন্তান জন্ম
দানের ক্ষমতা) বয়স বাড়ার সাথে সাথে
হ্রাস পায়।অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে
নারীদের 'Infertility rate' বাড়তে থাকে।তার
মানে ২০-২৫ বয়সের নারী্রা যতটুকু Fertile,
২৬-৩০ বয়সের নারীরা তত Fertile হবে না।
বেশিরভাগ নারীদের 'Fertility rate' সর্বোচ্চ
হয় ২৪ বছর বয়সে।[৯] আর এইজন্য নারীদের
'Fertility rate' যখন উপরে উঠতে থাকে মানে
তখন তাদের বিয়ে করার সবচেয়ে ভাল সময়
হয়,অর্থাৎ যখন তাদের বয়স ১৭-২৪ হয়।
তাছাড়া নারীদের এই সময় কনসিভ করাও
সহজ কারণ এই সময়ে তাদের ব্লাড
প্রেসারের ঝামেলা ,ডায়াবেটিস এবং
Gynecological প্রবলেম যেমন
Fibroids,endometrisis এর সম্ভাবনা কম থাকে।
গ) বয়স বাড়ার সাথে সাথে নারীদের
ডিম্বাণুর Quality খারাপ হতে থাকে।এই
সম্পর্কে Connie Matthiessen বলেন, "As you
get older, your ovaries age along with the rest of
your body, and your eggs become less viable. For
that reason, younger women's eggs are less
likely than older women's to have genetic
abnormalities that result in Down syndrome and
other birth defects." [৯]
এখন অনেককে দেখা যায় পুঁজিবাদী সমাজ
ব্যবস্থায় প্রভাবিত হয়ে ২৬-২৭ বছরে বিয়ে
করে এবং কনসিভ করতে করতে বয়স গিয়ে
দাঁড়ায় ত্রিশের কোঠায়।এই কারণেই মানব
সমাজের একটা বিরাট অংশ আজকে
জেনেটিকালি দুর্বল হচ্ছে।মানে
ফিজিক্যাল,বায়োলজিক্যাল দিক থেকে
দুর্বল হচ্ছে।নারীদের মনে রাখা উচিত যে
সুস্থ ও সবল মানব শিশু জন্মদানে তাদের
ভূমিকাই বেশি।বর্তমানে দেরি করে সন্তান
নেয়ার ফলে যেসব অসুবিধা পৃথিবীতে দেখা
যাচ্ছে তা এক কথায় ফুটিয়ে তুলেছেন The
New Republic এর, science editor Judith
Shulevitz।তিনি বলেন,"“For we are bringing
fewer children into the world and producing a
generation that will be subtly different
—‘phenotypically and biochemically different,’ as
one study I read put it—from previous
generations.”[১০]
শেষ কথাঃ আসলে দেরিতে বিয়ে করার
শারীরিক অপকারিতার থেকে আত্মিক
অপকারিতা বেশি।আমি আসলে ইসলামের
আলোকে লেখাটা লিখি নাই।আমি এই লেখা
দিয়ে এটা বুঝাতে চেয়েছি যে এই
পুঁজিবাদী সমাজ একটা জাহেল সমাজ,এই
সমাজ না বিজ্ঞান মানছে না ইসলাম মানছে
যদিও বিজ্ঞান ইসলামের প্রতিটি বিধানের
সাথে একমত।মুসলিমরা জীবনের কোন
সিদ্ধান্ত নেবার সময় বিজ্ঞানকে সামনে
রেখে সিদ্ধান্ত নেয় না,সিদ্ধান্ত নেয়
আল্লাহ তাআলার সন্তুষ্টি ও অসন্তুষ্টি
সামনে রেখে।আর এই জন্যই অনেক মুসলিম
নিজেকে পবিত্র রাখার জন্য দ্রুত বিয়ে
করতে চাইছে কিন্তু এই পুঁজিবাদী সমাজ
তাতে বাধা দিচ্ছে। তাই আমাদের সবারই
উচিত দেরি করে বিয়ে করার আত্মিক ও
শারীরিক উপকারিতা এই সমাজের কাছে
তুলে ধরা,সমাজের কাছে তুলে ধরতে না
পারলেও অন্তত পরিবারের কাছে তো খুলে
বলা যায়ই।
তথ্যসূত্রঃ-
[১] www.sophisticatededge.com › Health and
Fitness › Pregnancy › Fertility
[২] http://www.webmd.com/infertility-and-
reproduction/features/age-raises-infertility-risk-in-
men-too
[৩] http://www.theguardian.com/society/2008/
jul/07/health.children
[৪] http://www.webmd.com/infertility-and-
reproduction/features/age-raises-infertility-risk-in-
men-too
[৫] http://www.askmen.com/daily/austin_
150/155_fashion_style.html
[৬]Seminars in Reproductive
EndocrinologyVolume 9, Number 3, August
1991Sherman J. Silber, M.D.
[৭]Human Reproduction Update,2004[৮]The
Guardian
[৯] http://www.babycenter.com/0_age-and-
fertility-getting-pregnant-in-your-20s_1494692.bc
[১০] http://www.catholicworldreport.com/
Item/2278/should_we_bring_back_young_
marriage.aspx
লিখেছেন - Farhad Hossain Mithu
যেসব ঝামেলার মুখোমুখি হতে পারে।

পুঁজিবাদী সমাজের বেঁধে দেয়া বিয়ের
বয়সের কারণে "Late Marriage" এর প্রচলন
দিন দিন বেড়েই যাচ্ছে।এর প্রধান কারণ হল
পুঁজিবাদী সমাজ অর্থনীতিকে বেশি গুরুত্ব
দেয়।যেকোন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেবার
সময় তারা মূলত সে বিষয়ের "Economical "
দিকের কথা চিন্তা করেই সিদ্ধান্ত দেয়।
"Biological,Physical" দিক তারা বেশি গুরুত্ব
দেয় না।বিয়ের ক্ষেত্রেও তারা "Economical
" দিক বেশি গুরুত্ব দেয় যেখানে তাদের
বেশি গুরুত্ব দেবার কথা ছিল "Biological"
দিককে।ফলে যাই হবার তাই হচ্ছে,মানুষ
দেরি করে বিয়ে করে যৌন রোগ
বিশেষজ্ঞের কাছে যাচ্ছে,স্বামী/স্ত্রীর
অক্ষমতার কারণে ডিভোর্স এর ঘটনা বেশি
হচ্ছে। "Late Marriage" এর কারণে নারী-পুরুষ
উভয়ই তাদের বিবাহিত জীবনে নানা ধরনের
ঝামেলার মুখোমুখি হয়।
১)পুরুষরা সাধারণত যেসব ঝামেলার মুখে
পড়েঃবর্তমানে পুরুষরা নারীদের থেকে
অনেক বেশি "Late Marriage" করছে।কারণ
একটাই সেটা হল "ক্যারিয়ার"।বেশিরভাগ
পুরুষই এখন ৩০-৩৭ এই বয়সের মধ্য বিয়ে করছে
,ফলে অনেকেই বিবাহিত জীবনে নানান
ধরনের ঝামেলার মুখে পড়ছে।
ক) পুরুষ সবচেয়ে বেশি 'Fertile ' থাকে যখন
তাদের বয়স ২৪-২৫ বছর হয়।[১ ] বয়স বাড়ার
সাথে সাথে পুরুষের Fertility কমতে থাকে
যদিও নারীদের তুলনায় ধীরে কমে।বয়স্ক পুরুষ
তার স্ত্রীর " Miscarriage ( loss of an embryo
or fetus before the 20th week of pregnancy)" এ
অনেক বড় ভূমিকা পালন করে।পূঁজিবাদী
সমাজে নারীদের বয়স বৃদ্ধি পাবার সাথে
সাথে সন্তান জন্ম দানের ক্ষমতা হ্রাস
পাবার বিষয়টাকে যতটা গুরুত্বের সাথে
দেখা হয়,পুরুষদের ক্ষেত্রে ততটা গুরুত্বের
সাথে দেখে না।এই সম্পর্কে Dr. Harry Fisch
বলেন ,""Not only are men not aware of the
impact their age has on infertility, they deny it.
They walk around like they're 18 years old," [২]
২০০২ থেকে ২০০৬ এর মাঝে "Miscarriage" এর
সম্ভাবনা নিয়ে এক গবেষণায় দেখা যায়
যাদের বয়স ৩০-৩৪ বয়স তাদের "Miscarriage"
হবার সম্ভাবনা ১৬.৭% ,যাদের বয়স ৩৫-৩৯
তাদের ১৯.৫% এবং যাদের বয়স ৪০ এর উপর
তাদের ৩৩%।[৩] এছাড়া অনিয়ন্ত্রিত
হস্তমৈথুনের কারণে তো পুরুষের infertility
বাড়েই।আর দেরিতে বিয়ে হবার কারণে
অনেকেই বিকল্প হিসেবে হস্তমৈথুন কে
বেছে নিয়েছে।
খ) পুরুষ যদি দেরি করে সন্তান গ্রহণ করে
তাহলে সেই সন্তানের মাঝে জেনেটিক্যাল
এবনরমালিটি দেখার সম্ভাবনা থাকে।আর
এই সম্ভাবনা বয়স বৃদ্ধির সাথে সাথে বাড়তে
থাকে।একটি গবেষণায় দেখা গিয়েছে
যাদের বয়স ৪৫-৪৯ তাদের সন্তানের
Schizophrenia রোগ হবার দ্বিগুণ ঝুঁকি আছে
তাদের তুলনায় যাদের বয়স ২৫ বা তার কম।[৪]
গ) পুরুষের যৌন ক্ষমতাকে আপনি প্রাসের
গতিবেগের মত ভাবতে পারবেন।মানে পুরুষের
যৌন ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং
এক পর্যায়ে তা সর্বোচ্চ হয়ে আবার কমতে
শুরু করে।এই জন্য পুরুষের জন্য বিয়ে করার
সবচেয়ে ভাল সময় হল ১৮-২৭ এর মধ্যে।
সাধারণত ৩০ এর পর পুরুষের দেহে যৌন
হরমোন টেস্টোস্টেরনের উৎপাদন প্রতি বছরে
২% করে কমতে থাকে।[৫] বড়ই দুঃখের বিষয়
এইদেশের বেশিরভাগ পুরুষ ৩০ এর পর বিয়ে
করে এবং যৌনতা বিষয়ক সমস্যায় ভুগে আর
কলিকাতা হারবালের সাহায্য নেয়।তাছাড়া
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ২০-২৫ বছরের
একজন পুরুষ সংগমের পর মাত্র আধ ঘন্টার
মধ্যেই পুনরায় সংগম করার জন্য প্রস্তুত হয়।এক
সংগমের পর আরেক সংগমের জন্য প্রস্তুত
হওয়ার বিরতিকে 'Refractory Period" বলে।আর
এই 'Refractory Period" এর সময় বয়স বৃদ্ধি
পাবার সাথে সাথে বৃদ্ধি পায়।[৬] এর মানে
একজন ২০ বছরের পুরুষ একদিনে যতবার সংগম
করতে পারে একজন ৩০ বছরের পুরুষ ততবার
সংগম করতে সক্ষম নয়।
ঘ) বয়স বাড়ার সাথে সাথে পুরুষের স্পার্ম
কোয়ালিটি দুর্বল হতে থাকে।জার্মানির
বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে
বয়স বাড়ার সাথে সাথে একজন পুরুষের
স্পার্মের পরিমাণ কমতে থাকে (মানে
স্পামাটোজেনেসিস কমতে থাকে)
,স্পার্মের motility (ability to move toward its
destination, an awaiting egg) কমতে থাকে এবং
স্পার্ম গাঠনিকভাবে দুর্বল হতে থাকে।[৭]
Embryologist Yves Menezo এই বিষয়ে মত দেন
যে বয়স বাড়ার সাথে সাথে স্পার্মে Genetic
Defects সৃষ্টি হয়।[৮]এছাড়া পুরুষের যৌনাঙ্গও
দুর্বল হতে থাকে বয়স বাড়ার সাথে সাথে
কারণ যৌনাঙ্গের পেশীসমূহ দুর্বল হতে
থাকে। তাই এক কথায় বলা যায় যে সকল পুরুষ
২০-২৬/২৭ বয়সে বিয়ে করে তারা
বায়োলজিকাল দিক থেকে পূর্ণ সুখ লাভ
করতে পারবে।
২)নারীরা সাধারণত যে ধরনের ঝামেলার
মুখোমুখি হয়ঃ
ক) নারীরা দেরিতে বিয়ে করার ফলে যে
সমস্যা সবচেয়ে বেশি ভুগেন তা হল "
Miscarriage ( loss of an embryo or fetus before
the 20th week of pregnancy)" . একটি
গবেষণায় দেখা গিয়েছে,যাদের বয়স ২০-২৫
তাদের Miscarriage এর ঝুঁকি হল ১০
পার্সেন্ট,যাদের বয়স ২৬-৩০ তাদের ২০
পার্সেন্ট। [৯]
খ) নারীদের 'Fertility rate' ' (সন্তান জন্ম
দানের ক্ষমতা) বয়স বাড়ার সাথে সাথে
হ্রাস পায়।অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে
নারীদের 'Infertility rate' বাড়তে থাকে।তার
মানে ২০-২৫ বয়সের নারী্রা যতটুকু Fertile,
২৬-৩০ বয়সের নারীরা তত Fertile হবে না।
বেশিরভাগ নারীদের 'Fertility rate' সর্বোচ্চ
হয় ২৪ বছর বয়সে।[৯] আর এইজন্য নারীদের
'Fertility rate' যখন উপরে উঠতে থাকে মানে
তখন তাদের বিয়ে করার সবচেয়ে ভাল সময়
হয়,অর্থাৎ যখন তাদের বয়স ১৭-২৪ হয়।
তাছাড়া নারীদের এই সময় কনসিভ করাও
সহজ কারণ এই সময়ে তাদের ব্লাড
প্রেসারের ঝামেলা ,ডায়াবেটিস এবং
Gynecological প্রবলেম যেমন
Fibroids,endometrisis এর সম্ভাবনা কম থাকে।
গ) বয়স বাড়ার সাথে সাথে নারীদের
ডিম্বাণুর Quality খারাপ হতে থাকে।এই
সম্পর্কে Connie Matthiessen বলেন, "As you
get older, your ovaries age along with the rest of
your body, and your eggs become less viable. For
that reason, younger women's eggs are less
likely than older women's to have genetic
abnormalities that result in Down syndrome and
other birth defects." [৯]
এখন অনেককে দেখা যায় পুঁজিবাদী সমাজ
ব্যবস্থায় প্রভাবিত হয়ে ২৬-২৭ বছরে বিয়ে
করে এবং কনসিভ করতে করতে বয়স গিয়ে
দাঁড়ায় ত্রিশের কোঠায়।এই কারণেই মানব
সমাজের একটা বিরাট অংশ আজকে
জেনেটিকালি দুর্বল হচ্ছে।মানে
ফিজিক্যাল,বায়োলজিক্যাল দিক থেকে
দুর্বল হচ্ছে।নারীদের মনে রাখা উচিত যে
সুস্থ ও সবল মানব শিশু জন্মদানে তাদের
ভূমিকাই বেশি।বর্তমানে দেরি করে সন্তান
নেয়ার ফলে যেসব অসুবিধা পৃথিবীতে দেখা
যাচ্ছে তা এক কথায় ফুটিয়ে তুলেছেন The
New Republic এর, science editor Judith
Shulevitz।তিনি বলেন,"“For we are bringing
fewer children into the world and producing a
generation that will be subtly different
—‘phenotypically and biochemically different,’ as
one study I read put it—from previous
generations.”[১০]
শেষ কথাঃ আসলে দেরিতে বিয়ে করার
শারীরিক অপকারিতার থেকে আত্মিক
অপকারিতা বেশি।আমি আসলে ইসলামের
আলোকে লেখাটা লিখি নাই।আমি এই লেখা
দিয়ে এটা বুঝাতে চেয়েছি যে এই
পুঁজিবাদী সমাজ একটা জাহেল সমাজ,এই
সমাজ না বিজ্ঞান মানছে না ইসলাম মানছে
যদিও বিজ্ঞান ইসলামের প্রতিটি বিধানের
সাথে একমত।মুসলিমরা জীবনের কোন
সিদ্ধান্ত নেবার সময় বিজ্ঞানকে সামনে
রেখে সিদ্ধান্ত নেয় না,সিদ্ধান্ত নেয়
আল্লাহ তাআলার সন্তুষ্টি ও অসন্তুষ্টি
সামনে রেখে।আর এই জন্যই অনেক মুসলিম
নিজেকে পবিত্র রাখার জন্য দ্রুত বিয়ে
করতে চাইছে কিন্তু এই পুঁজিবাদী সমাজ
তাতে বাধা দিচ্ছে। তাই আমাদের সবারই
উচিত দেরি করে বিয়ে করার আত্মিক ও
শারীরিক উপকারিতা এই সমাজের কাছে
তুলে ধরা,সমাজের কাছে তুলে ধরতে না
পারলেও অন্তত পরিবারের কাছে তো খুলে
বলা যায়ই।
তথ্যসূত্রঃ-
[১] www.sophisticatededge.com › Health and
Fitness › Pregnancy › Fertility
[২] http://www.webmd.com/infertility-and-
reproduction/features/age-raises-infertility-risk-in-
men-too
[৩] http://www.theguardian.com/society/2008/
jul/07/health.children
[৪] http://www.webmd.com/infertility-and-
reproduction/features/age-raises-infertility-risk-in-
men-too
[৫] http://www.askmen.com/daily/austin_
150/155_fashion_style.html
[৬]Seminars in Reproductive
EndocrinologyVolume 9, Number 3, August
1991Sherman J. Silber, M.D.
[৭]Human Reproduction Update,2004[৮]The
Guardian
[৯] http://www.babycenter.com/0_age-and-
fertility-getting-pregnant-in-your-20s_1494692.bc
[১০] http://www.catholicworldreport.com/
Item/2278/should_we_bring_back_young_
marriage.aspx
লিখেছেন - Farhad Hossain Mithu
Comments
Post a Comment