Posts

Showing posts from May, 2015

এই দেখুন সতী নারী.

Image
সতী নারীরা এমনই হয় সতীসাধ্বী নারীর সম্ভ্রম খোয়ানো যায় না। নষ্ট করা যায় না তার ইজ্জত সম্মান। সতীত্ব ও সম্ভ্রম রক্ষার প্রশ্নে প্রয়োজনে সে অকাতরে জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। বিলিয়ে দেয় সব কিছু। এ চির সত্যটিই প্রমাণ করার জন্য ইমাম খাত্তাবী ( রহঃ ) তাঁর বিখ্যাত গ্রন্থ 'আদালাতুস সামা'য় একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন আজ থেকে চল্লিশ বছর আগে বাগদাদ শহরে এক কসাই ছিল। ফজরের অনেক আগেই সে দোকানে চলে যেত। সেখানে ছাগল জবাই করত এবং রাত থাকতেই বাড়ি ফিরে আসত। অতঃপর কিছু বেলা উঠলে সবকিছু ঠিকঠাক করে গোশত বিক্রির জন্য দোকান খুলে বসত। একদিন সে ছাগল জবাই করে বাড়ি ফিরছিল। তখনো রাতের আঁধার কাটেনি। আজ অনেক রক্ত লেগেছে তার জামা-কাপড়ে। পথিমধ্যে সে গলির মধ্যে একটা কাতর আর্তনাদ শুনতে পায়। আর্তনাদের আওয়াজ লক্ষ্য করে সে দ্রুত সামনে অগ্রসর হয়। কিন্তু কিছুদূর যাওয়ার পরই হঠাৎ একটা মানব দেহের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। কসাই বেচারা সোজা হয়ে দাঁড়ালো। সে দেখল একটা লোক মটিতে গড়াগড়ি খাচ্ছে। ছুরির আঘাতে মারাত্মকভাবে আহত। জখম গুরুতর। ওকে বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। তখনও দরদর করে রক্ত বেরুচ্ছে। ছুরুটা...

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়

Image
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের এমন কোনো সমস্যা বা এমন কোনো দিক ও বিষয় নেই ইসলাম যে ব্যাপারে সমাধান বা পথ-নির্দেশনা প্রদান করেনি। একজন পুরুষ এবং একজন নারীর বৈধ সম্পর্ক-বিবাহের মাধ্যেম একটি পবিত্র সংসার রচিত হয়। একটি দাম্পত্য জীবনের সূচনা এবং যাপন নিশ্চত হয়। একটি সংসার বা একটি দাম্পত্য জীবনের নানান মৌলিক উপাদান-বিষয়ের মাঝে স্বামী-স্ত্রী যৌন জীবন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন স্বামী বা একজন স্ত্রী দাম্পত্য জীবনের এই যৌন আয়োজনে সুখি না হলে কোনো ভাবেই সুখি হয় না তাদের দাম্পত্য জীবন। যদিও একটি বিবাহ বা একটি সংসার-দাম্পত্য জীবনের মূল উদ্দেশ্য যৌনতা নয় তবুও মৌলিক এই উপাদানের অভাবে অনেক সময়ই ভেঙ্গে যায় অনেক সংসার। অথচ যৌন শক্তিকেন্দ্রিক এই অভাব-অক্ষমতা কিন্তু চিরস্থায়ী কোনো সমস্যা নয়। অনেক পুরুষ বা নারী নিজের অশুভ কর্মফলের কারণে এমন সমস্যায় ভোগেন আবার অনেকে এমন অভাব- অক্ষমতার শিকার হন বিভিন্ন পারিপার্শিক কারণে। কারণ যাই হোক সমস্যার সমাধান রয়েছে এবং ইসলাম এই প্রকারের সমস্যার সমাধানে বেশ গুরুত্ব প্রদান করেছে। আল্লাহ মহানের সৃষ্টি অপার। মানুষের খাদ্য- পানীয় হিসেবে অসংখ্য...

বেশী দিন বাচঁতে বিয়ে করুন তারাতারি

Image
বেশিদিন বাঁচতে বিয়ে করুণ দ্রুত! বিয়ে করলে নাকি দীর্ঘ জীবন বেঁচে থাকা যায়। মৃত্যু ঝুঁকিও অনেকাংশে কমে যায়। অবশ্যই বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। সম্প্রতি মার্কিন গবেষকরা নতুন এক গবেষণার পর এমন তথ্যই জানালেন। নতুন এই গবেষণাটি সেরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক ইলিন সিয়েগলার ও তার সহযোগী গবেষকরা। ইলিন বলছেন, মাঝবয়সে একজন সঙ্গী বা সঙ্গিনী থাকলে সুরক্ষিত থাকার সম্ভাবনাই বেশি। এ বয়সে একাকিত্ব মানুষকে ক্রমেই আশা ও ভবিষ্যতের প্রতি আস্থাহীন করে তোলে। একজন মানুষের সার্বিক জীবনধারণ প্রক্রিয়ার ওপর বিয়ে ইতিবাচক প্রভাব ফেলে। বিবাহিত জীবনে যাঁরা সুখী তারা স্বাভাবিকভাবেই স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চলেন। ৪০ বছর বয়সের পর একাকী থাকা, সঙ্গী বা সঙ্গিনীকে হারিয়ে নতুন করে বিয়ে না করা অসময়ে মৃত্যুর ঝুঁকিকে বাড়িয়ে দেয়। এমনকি ৬০ বছর বয়স পর্যন্ত পৌঁছানোটাও দুষ্কর হয়ে যায়। বিবাহিত যে ব্যক্তিদের ধূমপান বা অ্যালকোহলের বদভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রেও অবিবাহিতদের তুলনায় মাঝবয়সে বেঁচে থাকার সম্ভাবনা ২ দশমিক ৩ গুণ বেশ...

প্রেম নয় বিয়ে করুনঃ আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন

আলহামদুলিল্লাহ। প্রথমত, একজন নারী ও একজন পুরুষের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক, যাকে লোকে “প্রেম” বলে থাকে সেটা কতগুলো হারাম জিনিসের সংমিশ্রণমাত্র যা শারীয়াহ এর সাথে সাংঘর্ষিক। কোন বিবেকসম্পন্ন লোকেরই সন্দেহ থাকতে পারে না যে বিষয়টি হারাম কেননা এতে একজন পুরুষকে তার মাহরাম নন এমন মহিলার সাথে একাকী কাটানো, তার দিকে তাকানো, স্পর্শ করা, চুমো খাওয়া কিংবা প্রেমালাপ ইত্যাদি করতে হয় যাতে প্রবৃত্তি জড়িত থাকে। এ ধরনের সম্পর্ক এর চাইতেও মারাত্নক দিকে গড়াতে পারে, যেমনটি বর্তমানে ঘটছে। দ্বিতীয়ত, গবেষনায় দেখা গেছে, একজন পুরুষ ও একজন মহিলার মধ্যকার বিবাহপূর্ব প্রেমের উপর ভিত্তি করে গড়ে ওঠা বৈবাহিক সম্পর্ক ব্যর্থ হয়, অন্য দিকে যে সকল বিয়ে এ ধরনের হারাম সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠে নি যেগুলোকে লোকেরা “প্রথাগত বিয়ে” বলে থাকেন সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়। একজন ফ্রেঞ্চ সমাজবিজ্ঞানী কর্তৃক মাঠপর্যায়ে চালানো এক গবেষনায় উঠে এসেছে, “যখন দুই পক্ষ বিবাহ পূর্ব প্রেমের সম্পর্কে লিপ্ত হয় না তখন সে বিয়ের সফলতার সম্ভাবনা বৃদ্ধি পায়” প্রফেসর ইসমাঈল আবদ’ আল বারি’ কর্তৃক প্রায় ১৫০০ পরিবারের ওপর চাল...

প্রেম করার গুরুত্ব পূর্ণ টিপস

Image
আমার দূর আত্মীয়ের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক ছিল। মেয়ের মা মেয়েকে বলেছে সে যেন আমাকে ছেড়ে দেয়, কারন আমি তার মায়ের কাছে খারাপ চরিত্রের মানুষ। আমি তার মায়ের সাথে খারাপ আচরণ করেছি, তার জন্য আমার অনুশোচনা হয় এবং তার কাছে ক্ষমা চেয়েছি। আমি তার মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা চেয়েছি। মেয়ের মা বলেছেন, তিনি আমাকে ক্ষমা করেছেন, কিন্তু তার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন না। তার মেয়ে আমার সাথে ছিল ৫ বছর ধরে এবং আমরা যিনা করেছি অগণিত বার, যার জন্য আমরা অনুশোচনা করি এবং আল্লাহ্র কাছে ক্ষমা চাই। মেয়েটি আমার সাথে সৎ ছিল এবং আমিও তার সাথে সৎ ছিলাম, সে বলেছিল আমরা দুজন বিয়ে করব কারন আমরা যিনা করেছি। তার পর আমি তার মায়ের সাথে খারাপ আচরণ করি এবং তার পা ধরে ক্ষমা চাই, তার পর তাঁর মেয়ে আমার সাথে ছিল প্রায় ১ বছর ৬ মাস। তার মা তাকে প্রতিনিয়ত বলতে থাকে আমাকে ত্যাগ করার জন্য, কিন্তু সে আমাকে ত্যাগ করেনা কারন সে আমার সাথে সৎ ছিল এবং যেহেতু আমরা যিনা করেছি এবং যেহেতু আমরা একে অপরকে বিয়ে করতে চাই। কিন্তু হঠাৎ করে সে বলল, সে আমার সাথে থাকতে পারবে না এবং আমাকে ছেড়ে চলে যায়। এক বছর ধরে আমি খুব চেষ্টা ...

এইডস থেকে বাচতে চান ?

Image
এইডস প্রতিরোধে কার্যকর পদ্ধতি আমরা এইডস নিয়ে সারা বিশ্বে আলোচনা হতে দেখি। ১৯৮১ সালে আমেরিকায় সর্বপ্রথম এই ঘাতকব্যাধি প্রকাশ পায়। পরবর্তীতে, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে এ রোগের বিস্তার ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের প্রায় ১৬৪ দেশে এইডস রোগী আছে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে, ১৯৮৯ ইং থেকে এ পর্যন্ত বিশ্বে প্রায় ২৫ মিলিয়ন বা আড়াই কোটি মানুষ এইডসের কারণে মারা গেছে। কেবল ২০০৫ সালে সারা বিশ্বে নতুন করে ৫০ লাখ মানুষ এইচ আইভিতে আক্রান্ত হয়েছে। গত বছর সারা বিশ্বে প্রায় ৩০ লাখ মানুষ এইডসের কারণে মারা গেছে যার মধ্যে শিশুর সংখ্যা ৫ লাখ। ২০০৬ সালে এইচ আইভি আক্রান্ত লোকের সংখ্যা ছিল ৩৯.৫ মিলিয়ন, নতুন আক্রান্ত হয়েছে ৪.৩ মিলিয়ন, মারা গেছে ২.৯ মিলিয়ন। ২০০৭ সালে এইচ আইভিতে আক্রান্ত লোকের সংখ্যা ৩৩.০ মিলিয়ন, ২০০৭ সালে এইডস এর কারণে মারা গেছে ২.০ মিলিয়ন মানুষ। এ সংখ্যা নিঃসন্দেহে ভয়াবহ। তাই এইডস সম্পর্কে সবাইকে সচেতন হওয়া আবশ্যক বলে মনে করি। ঘাতকব্যাধি এইডস ছড়াবার কারণ: ১. এইডসে আক্রান্ত মা থেকে শিশুর দেহে এ রোগ সংক্রমিত হতে পারে। ২. এইডস আক্রান্ত রোগীর...

কুদৃষ্টির ভয়াবহ শাস্তি

Image
এখন আমি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করতে চাচ্ছি । তা এই যে, বর্তমান যমানায় দ্বীনদার, নেককার, মোত্তাকী-পরহেযগার ও তরীকতের সমস্ত ছালেকীনের জন্য নারীর ফেতনার চেয়ে দাড়ি-মোচ বিহীন সুশ্রী বালক- তরুণের ফেতনা বেশী মারাত্মক ও বেশী ধ্বংসাত্মক । যেহেতু সুশ্রী বালক-তরুণদের ফেতনার পথে অর্থাৎ তাদের সাথে কোন পাপাত্নক কাজে লিপ্ত হওয়ার পথে বাহ্যিক বাধা-বিঘ্ন কম, তাই শয়তান মানুষকে সহজ ও দ্রুততর এই ফেতনায় (পাপের ফাঁদে) লিপ্ত করে দেয় । এর বিপরীতে না-মাহরাম ভিন নারীদের ক্ষেত্রে সাধারণতঃ বেশী থেকে বেশী কুদৃষ্টির অপরাধই সংঘটিত হয় । এর কুফল সম্পর্কে হাকীমুল-উম্মত, মুজাদ্দিদুল-মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী (রহঃ) বলেন যেঃ ১। না-মাহরাম নারী ও সুদর্শন বালক-তরুণের সাথে যে কোন ধরনের সম্পর্ক রাখা, যেমন তার দিকে দৃষ্টি করা, মনে আনন্দ লাভের জন্য তার সাথে কথা বলা, নির্জনে তার সাথে বসা বা অবস্থান করা অথবা তার মনতুষ্টির জন্য সাজগোজ করে পোশাক পরিধান করা, মোলায়েম ভাষায়, মিষ্টি সুরে কথা বলা ইত্যাদি - এ ধরনের সম্পর্কের দরুণ যে সকল ক্ষতি ও খারাবী পয়দা হয় এবং যে সকল মুসীবতের সম্মুখীন হতে হয় তা লিখে শেষ করার ম...

রহস্য গল্প- একজন আদর্শ স্বামী

Image
' (রহস্য গল্প)একজন আদর্শ স্বামী. পয়ত্রিশ বছর বয়সে মেগাসিটি ঢাকায় নিজের ফ্ল্যাটে বসে সিগারেট ধরাতে গিয়ে পনের বছর বয়সে গ্রামের আখ ক্ষেতের আড়ালে গিয়ে সিগারেট ধরানোর মধ্যে অদ্ভুত এক সাদৃশ্য লক্ষ্য করলাম। সিগারেট ধরাতে চাচ্ছি কিন্তু পারছিনা।হাত কাঁপছে। এভাবেই কেঁপেছিল এখন থেকে মোটামুটি বছর বিশেক আগে সেই আখ ক্ষেতে বসে জীবনে প্রথমবারের মত সিগারেট ধরানোর সময়।এরপর অসংখ্যবার কাজটা করা হলেও আজকের মত কখনোই হয়নি। আমি আবাব্রো লাইটার ধরিয়ে মুখের কাছে আনতেই দেখতে পেলাম শিখাটা কাঁপছে। বিশ বছর আগের সেইদিনটার সাথে আরো একটা ক্ষেত্রে মিল আছে আজকের দিনটার।সেদিন যেমন জীবনের প্রথম কোনও নিষিদ্ধ কাজ করার উত্তেজনায় হাত কেঁপে উঠেছিল আজও একই ব্যাপার।নিষিদ্ধ কাজগুলো বোধহয় সবসময়ই স্নায়ুকে এভাবেই শিথিল করে দেয়।প্রাথমিক উত্তেজনা কেটে যেতেই একটা অবসাদ এসে ভর করে শরীরে। আমি আপাতত সিগারেট ধরানো বাদ দিয়ে ঘুরে খাটের উপর বসা নীলার দিকে তাকালাম।একটা চাদর দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছে ও।আমি তাকাতেই আমার দিকে কেমন একটা হাসি দিয়ে খাট থেকে নেমে পাশের রুমে চলে গেল। আমি আবার সিগারেট ধরানোয় মন দিলাম।আশ্চর্য!এবার কোনো ধরনের কাঁপাকাঁপ...

আল্লাহর নৈকট্য অর্জন করুন

Image
গুনাহ বর্জনই আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম অসংখ্য শুকরিয়া মহান রাব্বুলআলামীনের দরবারে। লাখো কোটি দরূদ ও সালাম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি। পাপ বর্জন মানব জীবনে অতীব জরুরি বিষয়। পাপের পরিণতিতে হাজারো নেকী অর্জন করার পর এক পলকে সমস্ত নেকী ধ্বংস হয়ে যায়। আওলিয়ায়ে কেরাম বলেন, এ ধ্বংস থেকে বাঁচার প্রধান উপায় মাত্র দু’টি ১. নযর হেফাজত করা। ২. যবান হেফাজত করা। এখানে প্রশ্ন জাগে যে, নযর ও যবান ছাড়াও তো অন্যান্য অঙ্গ-প্রতঙ্গ দ্বারা গুনাহ সংঘটিত হয়, কিন্তু পাপের ক্ষতি থেকে বাঁচার প্রধান উপায় দু’টি বলা হল কেন? প্রশ্নের সমাধান হচ্ছে, একজন মানুষ যদি এক মন ওজন বহন করতে পারে তবে তার দশ কেজি বহন করার ব্যাপারে কোন সংশয় থাকে না। অতএব, যে ব্যক্তি নযর ও যবান হেফাজত করতে পারবে সে সহজেই অন্যান্য পাপ থেকে বাঁচতে পারবে। কারণ বর্তমান যামানায় এ দু’টি গুনাহ বর্জন করা সবচেয়ে কঠিন। লোকেরা ভাবে যে, নেক আমল করতে পারলেই সফলকাম হওয়া যাবে। তাই তারা নেক আমল করার প্রতি যত বেশি গুরুত্ব দেয় গুনাহ ছাড়ার প্রতি তত বেশি গুরুত্ব দেয় না। তাদের উদাহরণ এরকম যে, একটি চারা গাছের যদি শিকড় কেটে মাথায় পানিও ঢালা হয় ...

আসলে বিয়ে কখন করা উত্তম?

Image
আসলে বিয়ে কখন করা উত্তম? বিয়ে যখন করা সম্ভব তখন করাই উত্তম। কিন্তু তা করা হয়ে ওঠে না কিছু কারনে। আমি এখনো ছোট, বিয়ের বয়স হয়নি, আর এই বয়সে বিয়ে করলে মানুষ বলবে কি!…বয়স ছোট হলেও সে বুঝতে শিখেছে সবই। এই অবস্থায় তার দ্বারা যদি পাপে লিপ্ত হওয়ার প্রবণতা থাকে তবে তার জন্য বিয়ে করা ফরয। যেহেতু পাপ থেকে বেচে থাকা ফরয। এই ক্ষেত্রে বাবা-মা চাইলে ছেলেকে বিয়ে দিতে পারেন। যদি তারা আল্লাহ্কে এবং পরকালের হিসাবের ভয় করেন এবং ছেলেকে ফিতনা থেকে মুক্ত রাখতে চান। পড়াশুনা শেষ হয়নি, প্রেম চলছে একের পর এক। বিভিন্ন মেয়ে সম্পর্কে জানা হচ্ছে, বুঝতে সুবিধা হচ্ছে কার সাথে আমার জীবন ভাল কাটবে!… একের পর এক প্রেম চলছে, যা বড় একটি ফিতনার কারণ। আর একজন মুসলিম বিয়ের আগে প্রেম করতে পারে না। কেননা এতে করে সে পৃথিবীতে কাঁদবে এবং পরকালেও কাঁদবে। কেননা এরূপ গুপ্ত প্রেম ইসলাম কখনই সমর্থন করে না। ডিগ্রি, মাস্টার্স, ডক্টরেটের পড়াশুনা চলছে বিয়ে করতে পারছি না। প্রেম চলছে, পড়াশুনাও চলছে এরূপ অবস্থা হলে অবশ্যই বিয়ে করা ফরয। বাবা- মায়ের এর জন্য অগ্রণী ভূমিকা নেওয়া উচিত। কেননা এর দ্বারা ছেলে যদি যেনার দিকে পা বাড়ায় তবে সে তার ঈমান হা...

মানুষ বিয়ে করে কেন?

Image
বিয়ে মানুষ কেন করে? তার অনেক কারণই আছে এবং বিভিন্ন মানুষের ক্ষেত্রে তা বিভিন্ন রকমই হয়ে থাকে। কারো বয়স হয়েছে বিয়ে করার, তাই বিয়ে করছে, কারো চাকরী হয়েছে তাই, কেউ দীর্ঘদিন পড়াশুনা করছে কিন্তু পড়াশুনা শেষ হচ্ছে না, কিন্তু বয়স বেড়েই যাচ্ছে তাই বিয়ে করছে, কেউ বা প্রেম করছে তাই, কারো দাদী বা নানী চাচ্ছে তাই, বিভিন্ন কারণে মানুষ বিয়ে করে। এসব কারণের মূল কারণ হচ্ছে মানুষকে বিয়ে করতে হবে, তাই কোন কিছুকে উপলক্ষ করে মানুষ বিয়ে করে। এভাবেই সাধারণ মানুষের ধ্যান ধারনা কাজ করে। বর্তমানে বিয়ের বাজার কেমন যাচ্ছে? এজন্যই বাজার বলছি কারণ এখন তা টাকার সাথে সম্পর্কিত। টাকা ছাড়া যেমন বাজার করা যায় না, তেমনি বিয়েও করা যায় না। রাসূল (সা:) এর জামানায় লোহার আংটি, জুতা- স্যান্ডেল মোহর দিয়েও বিয়ে হতো। কিন্তু এখন সেটা কল্পনারই বিষয়, বাস্তবে লোহার আংটি, জুতা-স্যান্ডেল দিয়ে বিয়ে করা সম্ভবই নয়। এমন কি অপমান করা হবে যে তুমি বিয়ে করতে কেন চাইছো? কিন্তু স্বর্ণ যুগে মানুষ (রা:) বিয়ে দিয়ে দিতেন যদিও ছেলের মোহরের টাকা না থাকতো। তবে বাকি মোহরে কেউ বিয়ে করতো না। বর্তমানে সবার স্বপ্ন তাদের Dream...

চুরি করে প্রেম করা

Image
গুপ্ত প্রেম, যিনা, পরিবারের অমতে বিয়ে… Posted by IslamQABangla আসসালামু আলাইকুম, আমি একটা মেয়েকে পছন্দ করি । তার সাথে আমার অনেক ভাল সম্পর্ক। তার সাথে আমার শারীরিক সম্পর্ক ও আছে। আমারা দুজন বিয়ে করতে চাই। সে তার বাবাকে কথাটি বলেছে। এখন সে আমাকে বলছে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব করার জন্য। আমি বাপারটা আমার মা এর কাছে বলেছি। আমার মা বলছে মেয়ে টাকে ভুলে যাওয়ার জন্য। মা এর জন্য অনেক গুল কারন বলেছে যা আমার কাছে অযৌক্তিক মনে হয়। মা আমাকে বলছে মেয়ে টাকে ভুলে যেতে যা আমার কাছে যুক্তিপূর্ণ মনে হয় না। আর আমাকে এমনও বলা হয়েছে যে যদি মেয়েটির ফ্যামিলি কন্ডিশন ভাল হত, তার পরিবারের আর্থিক অবস্থা ভাল হত তাহলে আমাকে নিশেধ করত না। কিন্তু মেয়ে টির একটি ভাল গুন হল সে নামাজ পরে। আমাকে ও নামাজ পড়তে উৎসাহিত করে। আমি জানি আমি মেয়ে টার সাথে যে মেলামেশা করেছি তা ইসলাম বিরোধী। এর জন্য আমাকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কিন্তু বিয়ের সাথে তো আমাদের এই মেলামেশার কোন সম্পর্ক নেই। এখন আমার প্রশ্ন গুলো হল: ১। আমি যদি মায়ের অমতে বিয়ে করি, আর যদি তিনি কষ্ট পান, তাহলে কি আমার গুনাহ্ হবে। ২। আর যদি গুনাহ্ ...

বাবা মা'র অমতে প্রেম

Image
বাবা-মার অমতে প্রেম… Posted by IslamQABangla ভাই আমি অনেক বড় সমস্যার মধ্যে আছি, আমি এই বিষয়টা কারো সাথে বলতে পারছি না। তাই আপনাদের দ্বারস্থ হলাম। আমি বাবা io-মার একমাত্র মেয়ে, আমার বড় দুই ভাই আছেন, আমার বাবা-মা আমাকে অনেক ভালবাসেন, আমিও তাদের অনেক ভালবাসি। আমি একটা ভুল করে ফেলেছি আর তা হচ্ছে, আমি তাদের অমতে একজনকে পছন্দ করে ফেলেছি এবং তাকে আমি জীবন সঙ্গী করতে চাই। আমার বাবার আর্থিক অবস্থা তাদের আর্থিক অবস্থার তুলনায় অনেক ভাল। তাই আমার বাব তার STATUS এ মিলে এমন ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। আমি কি করব? আমি আমার মা-বাবাকে কষ্ট দিতে চাই না, আবার তাদের যুক্তিও আমি মেনে নিতে পারছি না। আমি আমার বাবা-মাকে বুঝাতে পারছি না কারণ তাদের মধ্যে এক ধরনের অহংকার জন্ম নিয়ে ফেলেছে। Please আমাকে একটা সমাধান দেন। আমি খুব উপকৃত হব। সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র জন্য। প্রথমত আপনার জানা উচিত, পর পুরুষের সাথে নির্জনতা অবলম্বন করে কথা বলা বা অন্য কিছু করা হারাম। তাই আপনি যদি তার সাথে প্রেম করে থাকেন, তা কোন পবিত্র সম্পর্ক নয় এবং তা ফিতনার কারন যা কবিরা গুনাহ পর্যন্ত নিয়ে যেতে পারে বা তারও বেশি। আর যদি ত...

মেয়ের জন্য বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে কী গুনাহ হবে?

Image
মেয়ের জন্য বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে কি গুনাহ্ হবে? Posted by IslamQABangla ধরুন একজন মেয়ের বিয়ের জন্য একটা প্রস্তাব এসেছে এবং মেয়েটার ছেলেটাকে পছন্দ হয়নি, এ জন্য সে তাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু তার পরিবারের মানুষ ছেলেটাকে পছন্দ করেছে। এখন মেয়েটার কি এতে গুনাহ্ হবে? তাছাড়া মেয়েটা ইস্তিকহারাও করেছে কিন্তু তার দিকে কোন মতে মন যায় না। সে যে প্রত্যাখ্যান করেছে এ জন্য তার কতটুকু গুনাহ্ হবে? সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র জন্য। ইসলাম মেয়েকে তার বিয়ের জন্য তার মতকে প্রাধান্য দেয়, যেই রূপে অবিভাবকের মতকে প্রাধান্য দিয়ে থাকে। অর্থাৎ একটি বিয়ে হওয়ার জন্য সমভাবে মেয়ের এবং তার অবিভাবকের মত প্রয়োজন। কোন ক্ষেত্রে একজনের মত না থাকলে, শরীয়ত মতে সে বিয়ে সম্পন্ন হবে না। সন্তানের জন্য পিতা-মাতার আদেশ মানা ফরয যদি তা ইসলাম শরীয়ত মতে সঠিক হয়। এমন যদি হয় পিতা-মাতা কোন শরীয়তী কাজে বাধা দিচ্ছে , তবে সেই কাজের জন্য পিতা- মাতার আদেশ মানা যাবে না, সেই ক্ষেত্রে কোন গুনাহ, হবে না। যেমন: মা ছেলেকে ঈশার সলাতে মুসজিদে যেতে নিষেধ করে কোন অনিষ্টের কারণে এই ক্ষেত্রে, মায়ের আদেশকে অমান্য ক...

অনার্স ১ম বর্ষের ছেলেরা বিয়ে করলে সমস্যা?

Image
অবশ্যই পড়বেন জীবনের একটি গুরুত্বপূন বিষয় - বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েরপ্রথম বর্ষের ছাত্র জুবায়ের বিয়ের ব্যাপারে সামাজিক দৃষ্টিভঙ্গি বিষয়ে কথা বলেন। তার কথাগুলো তুলে ধরলাম- " আমি ইসলামের পথে আসার আগে মূর্খতার যুগে আমার ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে একাধিক মেয়ে ছিল। তাদের একজনের কাছে জেনেছিলাম,তাদেরকলেজের মেয়েরা কীভাবে হারাম সম্পর্কে লিপ্ত হচ্ছে। তার অনেক বান্ধবীই বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে,এর মধ্যে কেউ কেউ বহুগামী। মানে একটা মেয়ে কয়েকজন ছেলের সাথে রাত কাটিয়েছে। ওদের ক্লাসের এক মেয়ে হঠাৎ প্রেগন্যান্ট হয়ে পড়ায় এইচএসসি পরীক্ষার মাত্র ২০ দিন আগে তার গর্ভপাত করা হয়। এছাড়া শারীরিক সম্পর্কের দৃশ্য ক্যামেরায় ধারণ করে আদান-প্রদান, সম্পুর্ণ উন্মুক্ত হয়ে ছবি তুলে বয়ফ্রেন্ডের মোবাইলে প্রেরণ-এসব তো ছিলই। আমি শুনে অবাক হতাম-আমাদের দেশেও এসব চলছে !! আমি জানতাম এ পশ্চিমাদের সংস্কৃতি। ধীরে ধীরে বুঝতে পারি এসব আমার আশেপাশেই হচ্ছে। এক হাতে তালি বাজেনা। মেয়েদের কথা উল্লেখ করলাম মানে এই নয় যে ছেলেরা সাধু। তারাও সমানভাবে অপকর্মে লিপ্ত। তখন আমি উপলব্ধি করতে পারলাম কেন বিয়ের প্রতি বর্তমান...

তারেক বিন জিয়াদ : অকুতোভয় ইসলামের সৈনিক

Image
 এটি একটি রোমাঞ্চকর ও ঈমান উদ্দীপক উপখ্যানের পরিণাম। এ উপখ্যানের সূচণা হয়েছিল ৫ই রজব ৯২ হিজরী মোতাবেক ৯ই জুলাই ৭১১ খৃষ্টাব্দে। যখন এক খৃষ্টান গভর্নর আফ্রিকা ও মিসরের আমীর মুসা ইবনে নুসাইরের দরবারে এ ফরিয়াদ নিয়ে এসেছিল যে, স্পেনের বাদশাহ রডারিক তার কুমারী কন্যার ইজ্জত হরণ করেছে আর সে এ অপমানের প্রতিশোধ নিতে চায় যা মুসলমানদের সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব নয়। মুসা ইবনে নুসাইর তখন তারেক ইবনে যিয়াদকে আহ্বান করলেন। . রডারিকের বিরুদ্ধে যে গভর্নর ফরিয়াদ নিয়ে এসেছিল তার নাম ছিল কাউন্ট জুলিয়ন। তিনি ছিলেন মরক্কোর উপকূলীয় ‘সাবতা’ এলাকার গভর্নর। একসময় এ এলাকায় তার নিজস্ব শাসন প্রতিষ্ঠিত ছিল। সেও ছিল একজন খৃষ্টান। কিন্তু রডারিক তাকে করদ রাজা বানিয়ে রেখেছিল। রডারিক ছিল একজন অত্যাচারী শাসক। তার বহুবিধ অপকর্মের অন্যতম ছিল, সে তার প্রজাদের উঠতি বয়সের তরুণীদের ‘রাজ প্রশিক্ষণ” এর নাম করে তার অধীনে রেখে তাদের সাথে কামচাহিদা চরিতার্থ করত। জুলিয়নের অসম্ভব সুন্দরী মেয়ে ফ্লোরিডা তার পরিচর্যাধীন ছিল। পরিশেষে রডারিক তার সাথেও কামচাহিদা চরিতার্থ করে। কণ্যা পিতা জুলিয়নকে তার নির্যাতিতা হওয়ার বিষয়ে অ...

ইসলামী শরিয়তে যৌতুক নেয়া ও দেয়া হারাম

Image
ইসলামী শরিয়তে যৌতুক নেয়া ও দেয়া হারাম হযরত উমর রা: বলেন, 'হে মুসলমান সম্প্রদায়! তোমরা বিয়ে-শাদিতে মোটা অঙ্কের মোহর, জাঁকজমক এবং যৌতুক দাবি করো না, কেননা আল্লাহর কাছে এটার কোনো মর্যাদা তথা মূল্য নেই, যদি থাকত তাহলে রাসূল সা: তাঁর মেয়ে ফাতেমা রা:-এর বিয়েতে করতেন' (তিরমিজি শরিফ)। ইসলামী শরিয়তে যৌতুক নেয়া ও দেয়া হারাম। যৌতুকের কারণেই অনেক সোনার সংসার ভেঙে যায়, সংসারে আশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। বিয়েতে যদি আপন পিতা নিজ মেয়ের সাথে স্বেচ্ছায় বরের চাওয়া তথা দাবি ছাড়া সাংসারিক প্রয়োজনীয় কোনো জিনিস দিয়ে থাকেন তাহলে সেটা যৌতুক হবে না; বরং এটা জেহেজ (উপঢৌকন বা হাদিয়া) হবে। কিন্তু নিজের ওপর বোঝা হয় কিংবা বরের চাহিদা বা দাবি মেটাতে যা দেয়া হয় এটা হবে যৌতুক। সমাজে প্রচলিত যৌতুকের কোনোরূপ বৈধতা শরিয়তে নেই। তার কোনো অস্তিত্ব মহানবী সা:, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না। যার কারণে এটা হচ্ছে নাজায়েজ (হারাম)। যৌতুকের নেশা সমাজে মহামারী আকারে প্রকাশ পাচ্ছে। সমাজের জন্য এক মহাবিপদ ও সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যৌতুক। কন্যার পিতা কারো কাছ থেকে টাকা হাওলাত বা কর্জ করে, কিংবা স...

হালাল প্রেম ও হারাম প্রেম : কাছে আসার গল্প

Image
হারাম প্রেম বনাম হালাল বিয়ে এবং কাছে আসার গল্প . যারা হারাম সম্পর্ক প্রেম করে, তাদের মাঝে সারাক্ষণ একটা চোর-চোর ভাব থাকে। তারা অচেনা ছেলের/মেয়ের সাথে আজেবাজে সময়ে বেড়ায়, রিকসায় চড়ে যা-তা করে, ফাস্টফুডে ঢুকে লুকিয়ে থাকে, ফোনে আরো অনেকের সাথে আলাপ করে। কেউ সন্দেহ করে কিছু বললেই তাদের টেনশন হয়। প্রেমিক বা প্রেমিকার নামে কেউ কুৎসা বললে তাদের বিশ্বাস হয়ে যায় কেননা তারা নিজেরাই তো একটা অন্যায় ও অশ্লীল আচরণ করছে। এভাবে সন্দেহ আর অশান্তি তাদের মনে গেঁড়ে যায় একদম। প্রেম যারা করে তাদের চরিত্রে তাই অস্থিরতা বেশি হয়, দৃঢ়তার অভাব হয়। যারা আল্লাহর সন্তুষ্টির আশায় বিয়ে করে, তারা জানে প্রিয় মানুষটা সমস্ত দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকে, তার কাছে ফিরে তার সমস্ত আবেগ ভাগাভাগি করতে। তাদের প্রতিটি বাক্য আর খুনসুঁটি তাদের আত্মবিশ্বাস জাগায়। তাদের দু'জনার উপস্থিতিতে আনন্দ ভাগ করে নেয়ার সময়গুলোতে তারা জানে, এই মূহুর্তগুলো ইবাদাতের সমতূল্য কেননা তারা অন্যায় সমস্ত পথ থেকে দূরে থেকে আল্লাহর হালাল করে দেয়া উপায়ে আনন্দ উপভোগ করছেন... তাই, বিবাহপূর্ব প্রেমকে না বলুন। প্রেম থেকে দূরে থাকুন। নিজের চরিত্রকে সংরক্ষণ...

কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান

Image
পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান।  প্রশ্ন : কুরআন শব্দের অর্থ কি? উত্তর : পঠিত, জমা করা। প্রশ্ন : আল কুরআনের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য কি? উত্তর : আলোচ্য বিষয় সরল সঠিক পথ এবং উদ্দেশ্য হেদায়াত। প্রশ্ন : আল কুরআন কোথায় সংরক্ষিত আছে? উত্তর : লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। প্রশ্ন : সর্ব প্রথম আল কুরআন কোথায় কখন অবতীর্ণ হয়? উত্তর : হেরা গুহায় ৬ আগস্ট ৬১০ খ্রিষ্টাব্দে। প্রশ্ন : জামিউল কুরআন কাকে বলা হয়? উত্তর : হযরত উসমান গনী রা.কে। প্রশ্ন : সর্ব প্রথম আল কুরআনের পূর্ণাঙ্গ কোন সূরা নাযিল হয়? উত্তর : সূরায়ে ফাতিহা। প্রশ্ন : আল কুরআনের সর্ব প্রথম হাফিজ কে? উত্তর : মহানবী হযরত মুহাম্মদ সা: প্রশ্ন : কুরআন নাযিল হতে কতটুকু সময় লেগেছে? উত্তর : ২২ বছর ৫ মাস ১৪ দিন। প্রশ্ন : আল কুরআনের সর্বমোট আয়াত সংখ্যা কত? উত্তর : ৬ হাজার ৬শত ৬৬ আয়াত। প্রশ্ন : মক্কায় সর্ব প্রথম কোন সূরা নাযিল হয়? উত্তর : সূরায়ে আলাকের প্রথম পাঁচ আয়াত। প্রশ্ন : মক্কায় সর্বশেষ কোন ছূরা নাযিল হয়? উত্তর : সূরায়ে আনকাবুত। প্রশ্ন : মদিনায় সর্ব প্রথম ও সর্বশেষে কোন সূরা নাযিল হয়? উত্তর : সর্ব প্রথম সূরায়ে বাকারা, সর্বশেষ সূরায়ে মায়েদা। প্রশ্...