বাবা মা'র অমতে প্রেম
বাবা-মার অমতে প্রেম…
Posted by IslamQABangla
ভাই আমি অনেক বড় সমস্যার মধ্যে আছি, আমি এই বিষয়টা কারো সাথে বলতে পারছি না। তাই আপনাদের দ্বারস্থ হলাম। আমি বাবাio-মার একমাত্র মেয়ে, আমার বড় দুই ভাই আছেন, আমার বাবা-মা আমাকে অনেক
ভালবাসেন, আমিও তাদের অনেক ভালবাসি। আমি একটা
ভুল করে ফেলেছি আর তা হচ্ছে, আমি তাদের
অমতে একজনকে পছন্দ করে ফেলেছি এবং
তাকে আমি জীবন সঙ্গী করতে চাই। আমার বাবার
আর্থিক অবস্থা তাদের আর্থিক অবস্থার তুলনায়
অনেক ভাল। তাই আমার বাব তার STATUS এ মিলে
এমন ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। আমি কি
করব? আমি আমার মা-বাবাকে কষ্ট দিতে চাই না, আবার
তাদের যুক্তিও আমি মেনে নিতে পারছি না। আমি
আমার বাবা-মাকে বুঝাতে পারছি না কারণ তাদের মধ্যে
এক ধরনের অহংকার জন্ম নিয়ে ফেলেছে।
Please আমাকে একটা সমাধান দেন। আমি খুব উপকৃত
হব।
সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র জন্য।
প্রথমত আপনার জানা উচিত, পর পুরুষের সাথে
নির্জনতা অবলম্বন করে কথা বলা বা অন্য কিছু করা
হারাম। তাই আপনি যদি তার সাথে প্রেম করে থাকেন,
তা কোন পবিত্র সম্পর্ক নয় এবং তা ফিতনার কারন যা
কবিরা গুনাহ পর্যন্ত নিয়ে যেতে পারে বা তারও
বেশি।
আর যদি তাকে শুধু মনে মনে পছন্দ করে
থাকেন, তবে তাকে ভুলে যাওয়াই ভাল যেহেতু
আপনার পিতা-মাতা এতে সমর্থন দিচ্ছে না।
দ্বিতীয়ত কোন মুসলিম মেয়ের অভিভাবকের
অনুমুতি ছাড়া বিয়ে হবে না। অভিভাবকের উপস্থিতি এবং
সম্মতি বাধ্যতা মূলক। তাই আপনি যদি অভিভাবকের
অনুমুতি ছাড়া তাকে বিয়ে করেন তবে সেই বিয়ে
শরীয়ত মতে গ্রহণ যোগ্য নয়।
আপনি যদি পিতা-মাতাকে বুঝিয়ে তাদের সম্মতিতে
তাকে বিয়ে করেন তবে কোন সমস্যা নেই।
তাদের মনে আঘাত লাগে এরূপ কোন কিছু করা ঠিক
হবে না। কারন পিতা-মাতার দোয়া আমাদের
প্রয়োজন এবং তাদের সাথে কি রূপ আচার ব্যাবহার
করেছি তার হিসাব কিয়ামতে আল্লাহ্র কাছে দিতে
হবে।
নিশ্চয়ই পিতা-মাতা আপনার জন্য খাপার কিছু চাইবেন না।
আর তাদের আদেশ মানাই উত্তম কাজ।
রিযিকের মালিক যেহেতু আল্লাহ্ তাই, আমাদের
থেকে আর্থিক ভাবে নিচু বেক্তিদের ছোট
করে দেখা ঠিক নয়। কারন কিয়ামতের দিন অধিকাংশ
জান্নাতি হবে যারা দরিদ্র। তাই আপনার পিতা-মাতার
ক্ষেত্রে উচিত হবে আপনার জন্য ধার্মিক এবং
কর্মঠ পাত্র পছন্দ করা।
আল্লাহ্ যেন আপনাদের এবং সকল মুসলমানের
জীবনকে সহজ করে দেন…আমীন।
আল্লাহ্ই সর্ব ক্ষেত্রে ভাল জানেন।
Comments
Post a Comment