চুরি করে প্রেম করা

গুপ্ত প্রেম, যিনা, পরিবারের অমতে বিয়ে…

zulfiker
Posted by IslamQABangla
আসসালামু আলাইকুম,
আমি একটা মেয়েকে পছন্দ করি । তার সাথে আমার
অনেক ভাল সম্পর্ক। তার সাথে আমার শারীরিক
সম্পর্ক ও আছে। আমারা দুজন বিয়ে করতে চাই।
সে তার বাবাকে কথাটি বলেছে। এখন সে
আমাকে বলছে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব
করার জন্য। আমি বাপারটা আমার মা এর কাছে বলেছি।
আমার মা বলছে মেয়ে টাকে ভুলে যাওয়ার জন্য।
মা এর জন্য অনেক গুল কারন বলেছে যা আমার
কাছে অযৌক্তিক মনে হয়। মা আমাকে বলছে
মেয়ে টাকে ভুলে যেতে যা আমার কাছে
যুক্তিপূর্ণ মনে হয় না। আর আমাকে এমনও বলা
হয়েছে যে যদি মেয়েটির ফ্যামিলি কন্ডিশন ভাল
হত, তার পরিবারের আর্থিক অবস্থা ভাল হত তাহলে
আমাকে নিশেধ করত না। কিন্তু মেয়ে টির একটি
ভাল গুন হল সে নামাজ পরে। আমাকে ও নামাজ
পড়তে উৎসাহিত করে। আমি জানি আমি মেয়ে টার
সাথে যে মেলামেশা করেছি তা ইসলাম বিরোধী।
এর জন্য আমাকে আল্লাহর কাছে মাফ চাইতে
হবে। কিন্তু বিয়ের সাথে তো আমাদের এই
মেলামেশার কোন সম্পর্ক নেই।
এখন আমার প্রশ্ন গুলো হল:
১। আমি যদি মায়ের অমতে বিয়ে করি, আর যদি তিনি
কষ্ট পান, তাহলে কি আমার গুনাহ্ হবে।
২। আর যদি গুনাহ্ হয়ই, তারপরে যদি তিনি সব মেনে
নিয়ে আমাদের মাফ করে দেন তাহলে কি আল্লাহ্
আমাদের এই গুনাহ্ মাফ করবেন?
ওয়ালাইকুমুস সালাম,
সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র জন্য।
আপনার কয়েকটি কাজ করতে হবে:
প্রথমত নিজেদের কিয়ামতের শাস্তি থেকে
বাচাতে হবে, নিজেদের মধ্যে আল্লাহ্র ভীতি
আনতে হবে। কেননা আল্লাহ্র ভীতি যার মধ্যে
থাকবে তারা কবিরা গুনাহ্ করবে না। যখন কোন
সুন্দরী নারী বা পুরুষ অন্যকে কামনা-বাসনার জন্য
ডাকবে, অন্য ব্যক্তি বলবে আমি আল্লাহ্কে ভয়
পাই। অর্থাৎ কিয়ামতের শাস্তি থেকে ভয় পাই। কারণ
আমাদের মূল ঠিকানা হচ্ছে পরকাল। পরকালে নিস্তার
না পেলে আমরা সফল হতে পারব না। তাই তৌবা
করতে হবে, গুপ্ত প্রেম করা থেকে, যিনা করা
থেকে। আর এই পাপ গুলির পুনরাবৃতি ঘটানো যাবে
না, গুপ্ত প্রেমের নাজায়েয ভালবাসার মানুষের
সাথে। তৌবা করতে হবে পাঁচ ওয়াক্ত সলাত ছেরে
দিব না কোন দিনই তা থেকে। কারণ যে ব্যক্তি পাঁচ
ওয়াক্ত সলাত আদায় করে না সে মুসলিম নয়। এ
ব্যাপারে আমাদের সলাত ত্যাগকারীর বিধান পোষ্টটি
দেখে নিবেন। নিজের ইসলাম সম্পর্কে অজ্ঞতা
দূর করার জন্য মতিউর রহমান মাদানীর লেকচার শুনুন।
দ্বিতীয় বিষয় হচ্ছে বিয়ে। বিয়ে যদি করা সম্ভব হয়
করবে। বিয়ের সর্ত হচ্ছে: মেয়ের
অবিভাবকের (বাবার) সম্মতি, মেয়ের সম্মতি,
ছেলের সম্মতি। ছেলের পরিবারের সম্মতি বিয়ে
সম্পাদন হওয়ার জন্য সর্ত নয়। বিয়ের জন্য অন্য
সর্ত গুলি হচ্ছে, মেয়ের বাসস্থানের ব্যবস্থা থাকা,
ছেলের অর্থ আয়ের উপায় থাকা, পুরুষত্ব থাকা। এই
সর্ত গুলি পূরণ করতে পারলে ছেলের জন্য
বিয়ে করা জায়েয আছে।
মায়ের অমতে বিয়ে করলে গুনাহ্ হবে, বিয়ের
পর সব কিছু মেনে নিলে মায়ের কাছে থেকে
ক্ষমা চেয়ে নিলে গুনাহ্ ক্ষমা হয়ে যাবে। তবে
যদি আশংকা থাকে বাবা-মার অমতে বিয়ে করলে
তাদের সাথে আজীবনের জন্য সম্পর্ক থাকবে
না, তবে সে বিয়ে না করাই উত্তম।
আল্লাহ্ই সর্বাপেক্ষা ভাল জানেন।

Comments

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়