মেয়ের জন্য বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে কী গুনাহ হবে?

মেয়ের জন্য বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান
করলে কি গুনাহ্ হবে?

mina
Posted by IslamQABangla
ধরুন একজন মেয়ের বিয়ের জন্য একটা প্রস্তাব
এসেছে এবং মেয়েটার ছেলেটাকে পছন্দ
হয়নি, এ জন্য সে তাকে প্রত্যাখ্যান করেছে
কিন্তু তার পরিবারের মানুষ ছেলেটাকে পছন্দ
করেছে। এখন মেয়েটার কি এতে গুনাহ্ হবে?
তাছাড়া মেয়েটা ইস্তিকহারাও করেছে কিন্তু তার
দিকে কোন মতে মন যায় না। সে যে প্রত্যাখ্যান
করেছে এ জন্য তার কতটুকু গুনাহ্ হবে?
সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র জন্য।
ইসলাম মেয়েকে তার বিয়ের জন্য তার মতকে
প্রাধান্য দেয়, যেই রূপে অবিভাবকের মতকে
প্রাধান্য দিয়ে থাকে। অর্থাৎ একটি বিয়ে হওয়ার জন্য
সমভাবে মেয়ের এবং তার অবিভাবকের মত
প্রয়োজন। কোন ক্ষেত্রে একজনের মত না
থাকলে, শরীয়ত মতে সে বিয়ে সম্পন্ন হবে
না।
সন্তানের জন্য পিতা-মাতার আদেশ মানা ফরয যদি তা
ইসলাম শরীয়ত মতে সঠিক হয়। এমন যদি হয় পিতা-মাতা
কোন শরীয়তী কাজে বাধা দিচ্ছে , তবে সেই
কাজের জন্য পিতা- মাতার আদেশ মানা যাবে না, সেই
ক্ষেত্রে কোন গুনাহ, হবে না। যেমন: মা
ছেলেকে ঈশার সলাতে মুসজিদে যেতে
নিষেধ করে কোন অনিষ্টের কারণে এই
ক্ষেত্রে, মায়ের আদেশকে অমান্য করে
সলাতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পিতা-মাতা যদি আপনাকে বলে একজন শিক্ষিত
বেনামাযিকে বিয়ে করতে সেই ক্ষেত্রে
অবশ্যই আপনি বলবেন, ঐ ছেলেকে আমি বিয়ে
করব না।
কিন্তু পক্ষান্তরে পিতা-মাতা যদি একজন দ্বীনদার
ছেলেকে বিয়ে করতে বলে তবে সেই
ক্ষেত্রে আপনার অমত না করাই উত্তম, তারপরও যদি
আপনার মন সাড়া না দেয় তবে আপনার অধিকার আছে
বিয়েতে অমত পোষণ করার।
আল্লাহ্ যেন আমাদের সফলতা দান করেন এই
দুনিয়ায় এবং আখেরাতে, সালাম এবং দরূদ বর্ষিত হোক
প্রিয় নাবী এবং রাসূল (সা:) এর উপর, তার পরিবার এবং
সাথীদের উপর।

Comments

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়