গীবত করার কুফল ( একটি শিক্ষনীয় ঘটনা)

stock-photo-muslim-woman-reading-the-koran-in-traditional-middle-eastern-wedding-outfit-132000710একটি শিক্ষনীয় ঘটনা

রাসুল সাঃ এর যুগের ঘটনা।
দুজন মহিলা রোযা রেখেছিলো,
রোযা অবস্থায় তারা পরস্পর গল্প গুজবে
লিপ্ত হলো, এক পর্যায়ে তারা গীবত (পরনিন্দা) করা শুরু করে দিলো। কিছুক্ষণ পরে এক ব্যক্তি
রাসুলুল্লাহ সাঃ খেদমতে এসে আরজ করলো, হে আল্লাহর রাসুল সাঃ দুজন মহিলা রোযা
রেখেছিলো, তাদের অবস্থা খুবই খারাপ,
তারা পিপাসায় ছটফট করছে, মনে হয় এখনই মারা যাবে ।

রাসুলুল্লাহ সাঃ বললেন তাদের কে আমার কাছে নিয়ে আসো। ইতোমধ্যে আল্লাহর পক্ষ থেকে অহীর মাধ্যমে জানতে পারলেন মহিলা দুজন গীবতে লিপ্ত ছিলো। মহিলা দুজন কে রাসুল সাঃ এর দরবারে হাজির করা হলো। রাসুল সাঃ দেখলেন তাদের অবস্থা সত্যিই খুব খারাপ । রাসুল সাঃ বললেন, একটি বড় পাত্র নিয়ে আসো,পাত্র আনা হলো ।
রাসুল সাঃ মহিলা দুজনের একজন কে আদেশ দিলেন পাত্রটিতে বমি করতে।
মহিলা যখন বমি করলো, দেখা গেলো অবাক কান্ড!!!!
বমির সাথে রক্ত, পুজ এবং গোশতের টুকরা উগলে পড়ছে ।
এরপর দ্বিতীয় মহিলাকে একই নির্দেশ দেওয়া হলো, সে ও রক্ত, পুজ ও দুর্গন্ধ যুক্ত গোশত বমি করছে।
এক পর্যায়ে পাত্র টি ভরে গেলো।

এবার রাসুল সাঃ তাদের কে লক্ষ্য করে বললেন এসব তোমাদের ভাই_বোনের গোশত যা তোমরা রোযা অবস্থায় খেয়েছিলে।
রোযার কারণে তোমরা বৈধ খাবার পরিহার করেছিলে, কিন্তু গীবত পরিহার করতে পারনি, যে কারনে তোমার মৃত ভাইয়ের গোশত , পুজ ও রক্তে তোমার পেট ভরে গিয়েছিল, ফলে তোমাদের এই অবস্থায় হয়েছে । যাও ভবিষ্যতে কখনও গীবত করো না

#আল্লাহ আমাদের গীবত থেকে রক্ষা করুন.
আমিন
#ইসলাহিল কুতুব
বই থেকে নেওয়া

Comments

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়