যারা প্রেমে ছ্যাঁকা খেয়ে দুঃখে ভুগছেন তাদের জন্য লেখা ।

যারা প্রেমে ছ্যাঁকা খেয়ে দুঃখে ভুগছেন তাদের জন্য লেখা ।

love

অনেক ভাই এবং বোন ভুলে নানান

প্রেমঘটিত বা হৃদয়ঘটিত সমস্যায়

জড়িয়ে পড়ে। তাদের জীবনটা

যন্ত্রণায় জর্জরিত হয়ে যায়। যারা

বুঝেন তারা ভুল করেছেন, তাদের পিছু

ছাড়েনা সেই স্মৃতি কিংবা সেই

যন্ত্রণাগুলো। হয়ত তারা নিজেদেরকে

খারাপ ভাবতে থাকেন বা মনে করেন

যে তারা আর আগের মতন 'পবিত্র' নেই।

কারো কারো মনে হয়, আল্লাহ হয়ত

তাকে আর মাফ করবেন না, তিনি হয়ত

আর পবিত্র একজন জীবনসঙ্গী পাবেন

না। অথচ যারা না বুঝে ভুল করে ফেলে

এবং পরে ভুল বুঝতে পেরে তাওবা করে,

আল্লাহ তাদের ক্ষমা করে দেন।

আল্লাহর ক্ষমাশীলতা সম্পর্কে

আমাদের ধারণা না থাকলে তখনই

আমরা এরকম ভুল চিন্তা করতে থাকি...

যারা ভুল করে ফেলে, তাদের উচিত

তাওবা করে আল্লাহর পথে ফিরে

আসা। ভুলগুলোকে ঢেকে ফেলে উত্তম

কাজ। তাই আমাদের উচিত ইসলামকে

শেখার কাছে নিয়োগ করা নিজেকে,

আল্লাহর দ্বীনের পথে সময় ব্যয় করা,

নামাজে নিয়মিত হওয়া, কুরআন পড়া।

ইসলামের পথে অন্যদেরকে ডাকা।

মানুষের উপকার করা উচিত, সাদাকাহ

করা উচিত।

আল্লাহর কাছে কান্নাকাটি করে

চাইতে হয়। পবিত্র জীবনসঙ্গীও দোয়া

করে চাইতে হয়। আল্লাহ সমস্তু দোয়া

শোনেন। পবিত্রসঙ্গী পাওয়ার

সৌভাগ্য যার হয়, তিনিই বুঝেন এটা

কতবড় এক প্রাপ্তি, কত বড় এক

নিয়ামাত। এই বিশাল পুরষ্কার পেতে

হলে আল্লাহর কাছে শেষরাতে

নামাজে দাঁড়িয়ে থাকা উচিত,

আল্লাহর কাছে অনেক দোয়া করে

কান্নাকাটি করা উচিত।

আল্লাহ আমাদের ভাইবোনদেরকে ভুল

থেকে বেঁচে থাকার তাওফিক দিন, ভুল

বুঝে ফিরে তাওবা করে দ্বীনে

আত্মনিয়োগ করা উচিত। আল্লাহ

আমাদের জীবনকে কবুল করুন।

মুল লেখা এখানে

http://thesafwanism.blogspot.com/2014/02/blog-post_3010.html

 

Comments

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়