সমাজে চরিত্রবান ছেলে/ মেয়ে আছে তো?

সমাজে চরিত্রবান ছেলে/ মেয়ে আছে তো?ভালো মানুষ

 

​​আমার অনেক ভাই ও বোন আছেন যারা

যথাসম্ভব ফিতনাহ থেকে দূরে থাকতে

চেষ্টা করেন, নাটক-সিনেমা আর

অ্যাডভ্যার্টাইজে অশ্লীলতা থেকে

দূরে থাকেন, বিলবোর্ডে চোখ পড়লে

চোখ নামিয়ে নেন, রাস্তায় বেপর্দা

মেয়েদের দিকে চোখ পড়লে

সাথেসাথেই নিজের চোখ সামলে নেন,

যারা নিয়মিত নামাজ আদায় করেন,

কুরআন তিলাওয়াত করেন...

এতকিছুর পরেও যারা বলেন, "সমাজে

ভালো মেয়ে আছে তো? আমরা পাবো

তো বিয়ের সময় সতী ও চরিত্রবতী

নারী?" -- তাদের একটা কথা মনে

করিয়ে দিতে চাই,

ভাই, আপনার জীবনের মালিক কি

আল্লাহ নন? আপনি আল্লাহর প্রতি

যেমন আশা করবেন, তিনি আপনার

প্রতি তেমনই রিপ্লাই দিবেন। আপনি

কেন আল্লাহর দাসত্ব করার পরেও

সন্দেহ করছেন? এর অর্থ তো এমনই যে

আপনি জানেন আপনি চরিত্রকে সংযত

রাখতে পারছেন না।

যদি নিজেকে নিয়ে সন্তুষ্ট নাই-ই হয়ে

থাকেন,তবে তাওবা করুন।খারাপ কাজ

হয়ে গেলেই সাদাকাহ করুন, বেশি করে

ভালো কাজ করুন। বেশি করে ফরজ

আদায় করে সুন্নাত ও নফল কাজ করুন।

ভালো কাজগুলো খারাপ কাজকে দূর

করে দেয়। অন্তরকে পরিচ্ছন্ন রাখুন,

তাওবা করুন, দোয়া করুন।

মনে রাখবেন, সমস্ত পৃথিবীর মালিক

একমাত্র আল্লাহ এবং আর কেউ নন।

আল্লাহ ছাড়া কারো কাছে কোন

শক্তি নেই। নিজে যদি আল্লাহর

নির্দেশ মেনে চলতে পারেন, তবে আশা

করা যায় আল্লাহ উত্তম প্রতিদান

আপনাকে দিবেন এই দুনিয়া এবং

আখিরাতেও... নিশ্চয়ই আল্লাহ উত্তম

বিচারক।

মুল লেখা এখানে

http://thesafwanism.blogspot.com/2014/04/blog-post_2.html

Comments

Popular posts from this blog

বাংলাদেশী মেয়েদের হট ছবি

হে যুবক কোন দিকে যাও!! জান্নাতি হুর তোমাকে ডাকছে

ইসলামের দৃষ্টিতে যৌন স্বাস্থ্য সুরক্ষা ও শক্তি বৃদ্ধিকারী খাদ্য-পানীয়